তিলোত্তমা তোমায় এঁকেছি চৌকাঠে।

লাজ (জুন ২০১৮)

মাইনুল ইসলাম আলিফ
  • ১৫
  • ১৮৫
সময়ের মানসে তোমাকে গড়েছি,
তিল তিল করে তিলোত্তমা তোমায় এঁকেছি চৌকাঠে।
বৃষ্টিতে ভিজে সারাদিন কাকভেজা রোদ্দুর হবো, তাই সময়ের গুন টেনে
দাড়িয়েছিলাম প্রতীক্ষার শায়রে, তুমি আসোনি।
অথচ আবেগের আকাশে ফোটা বৃষ্টির মেঘদল বাসা বেঁধেছিল।
হয়তো ভালই বাসোনি।

তোমাকে দেব বলে পকেটে জোনাক নিয়ে
অপেক্ষায় থেকেছি অনেক পূর্ণিমা,
রাত ভোর হয়ে গেছে তবু দিতে পারিনি
অথচ ভাঁজ করা রুমাল, বুক পকেটের সেই চিরকুট,
কিংবা ডাইরীর ফাল্গুনের পাতা জুড়ে লেখা কবিতায় নিশ্চুপ ভ্যালেন্টাইন
আমাকে স্বপ্নের চৌহদ্দি পেরুতে বলত।
আমি পেরিয়েছি,হেঁটেছি অনেকটা পথ,
তারপর আচমকা তোমার হৃদয় জানালায়
আর কারো কড়া নাড়ার শব্দে থমকে দাঁড়াই।
দেখি অন্য কারো হাতে রাখা তোমার হাত।

এ লজ্জা হয়তো তোমার কাছে মরিচীকা বিভ্রম না হয় শিশির কান্না!
মনটাকে তোমার সরিষার মতো ছড়িয়ে দিতে
হয়তো লাজে লাগে না!
অথচ ক্যাকটাস কল্পনায়, অনুরাগ অনুযোগে,
ভাবতেই আমার শিহরণ জাগে।
লজ্জায় ঘৃণায় মাথা নিচু হয়ে যায়।
তোমার লজ্জা শুধু আমাকে পোড়ায়,
অথচ তোমার মতো অসংখ্য তুমি যখন
চুলখোলা বেসামাল হারিয়ে যাও নীলপদ্ম,নীল আকাশ, নীল নীল নীলাচলে,
তখন আমরা পুড়ি,শাসনের দৈন্যতায়,
ব্যর্থতার গ্লানিতে কিংকর্তব্যবিমূঢ় অস্থিরতায়।

তুমিতো এক তুমি শুধু,
শিক্ষকের মাথা ন্যাড়া করে দিতে কিংবা
মাথায় মানুষের মল ঢেলে দিতে যাদের বাঁধে না
তাদের লজ্জাও আমার , আমাদের।
লজ্জাবতী লতার মতো ছুঁয়ে দিয়ে যাও,
দ্যাখো, নিজেকে গুটিয়ে নেবো,
তবু যদি তোমাদের লাজে লাগে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Nazmus sakib অনেক সুন্দর হয়েছে ভাইয়া,, নিজের ফেইসবুক একাউন্ট পোস্ট করলাম
Jamal Uddin Ahmed আলিফ ভাই, আপনার কবিতায় কাব্য আছে, আছে মন ছুঁইয়ে যাবার উপকরণ। অনেকে মুগ্ধতা, অনেক শুভেচ্ছা।
আসিক লস্কর khub sundor lekha..????????
ধন্যবাদ ভাই।ভাল থাকবেন।
সেলিনা ইসলাম কবিতায় সমসাময়িক ঘটনার বিষয়টি উঠে এসেছে। যা প্রশংসার দাবী রাখে। শিক্ষকের অমর্যাদা মনুষ্যত্ব এবং শিক্ষাকেই প্রশ্নবিদ্ধ করে। চমৎকার কবিতায় শুভকামনা রইল।
ধন্যবাদ আপু।ভাল থাকবেন।
রাহাত সুন্দর উপমা ও অপূর্ব ভালবাসার প্রকাশ।
ধন্যবাদ ভাই।ভাল থাকবেন।
ওয়াহিদ মামুন লাভলু অনেক পূর্ণিমা অপেক্ষায় থাকার মতো এত প্রচন্ডভাবে যাকে ভালোবাসা যায় তাকে যদি অন্য কারো হাতে হাত রাখতে দেখা যায় তবে সেটা মেনে নেওয়া অনেক কষ্টের। খুব ভাল লাগল। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইলো।
ধন্যবাদ ভাই।ভাল থাকবেন।
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত ভাই , কবিতাটিতে লেখা অর্থবহ শব্দগুলির ব্যবহার অনেকটা সমুদ্রের ঢেউ খেলার মত , যেটা মনকে ভরিয়ে দেয় । ভোট সহ অনেক শুভকামনা রইল ।
ধন্যবাদ দাদা।ভাল থাকবেন।
হাফিজ খাঁন বেশ ভালো লিখেছেন। আমার কবিতায় আপনার মন্তব্য পেয়ে আমি ধন্য।
ধন্যবাদ ভাই।ভাল থাকবেন।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কোন নারী যখন কারো হাতে হাত রেখে একই সময়ে অন্য কারো সাথে সম্পর্ক রাখে বা রাখার চেষ্টা করে সেটা লজ্জার, এই লাজটুকু রাখা উচিত।এটি নারী বা পুরুষ উভয়ের ক্ষেত্রেই হতে পারে, আমি নারীকে উপমা হিসাবে ব্যবহার করেছি। আবার নারীর বেপর্দায় বেসামাল হয়ে যাওয়ার বিষয়টিকেও গুরুত্বের সাথে বিবেচনা করেছি।কারণ আমরা জানি লজ্জা নারীর ভূষণ।তাই নিজেকে আড়াল করে রাখা,গোপনীয়তা বজায় রাখাটাই স্বাভাবিক।না হলে আর লাজ থাকে না। একইভাবে শিক্ষকের মাথা ন্যাড়া করে দেয়া বা মাথায় মানুষের মল ঢেলে দেয়া যেমনি অপমানের তেমনি লাজ লজ্জারও ব্যাপার। সর্বোপরি কবিতাটি বিষয়ের সাথে পুরোপুরি সমঞ্জস্যপূর্ণ বলেই আমার মনে হয়েছে।বাকীটা বিবেচনার জন্য আপনাদের উপর ছেড়ে দিলাম।

২৪ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৩৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪