আক্ষেপের গল্প

কোমল (এপ্রিল ২০১৮)

মাইনুল ইসলাম আলিফ
মোট ভোট ২১ প্রাপ্ত পয়েন্ট ৫.২৫
  • ২৯
হাজার কথার ভীড়েও আদ্রিতাকে আমার
অনেক কথাই হয়নি বলা।
কিছু কথা অনুরাগের, বাকীটা আক্ষেপের।
তবুও জীবন, ধাবমান সময়ের সাথে পাল্লা দিয়ে চলে
নির্বাক শব্দ স্রোতে।

স্মৃতি যখন স্বজোড়ে পিঠ চাপড়ে দেয়,
দীর্ঘশ্বাসের ভাঁজে কি যেন হয়!
আচমকা উদাস, এক বিকেল নীলে হারিয়ে ফেলা স্বপ্নের,
এক আকাশ নক্ষত্রের ছন্দপতন।
তবুও এক রাত্রি স্বপ্নের সাথে আমার নির্জন সহবাস।

তোমার নিটোল কপোল গড়ানো অশ্রুতে,
আমিও প্লাবিত হয়েছিলাম।
কোমলতায় হয়তো আমিও কম যাই না-
তবুও তোমায় সেদিন ফিরিয়ে দিয়েছিলাম।
অথচ এখনো বুকে ক্রমাগত হাহাকার।

কোমলতার কথাই যখন বলছি-
কোমলতা আবেগের পুরোটা মূল্যের শোধ দিতে পারেনা।
পারে শুধু হৃদয়ের বরফ গলিয়ে, জমাট মেঘ
বৃষ্টি হয়ে ঝরাতে।
কাঁটাতার পেরিয়ে সীমান্তটা আর পাড়ি দেয়া হয়না।
যেমনি ষোল না পেরোনো গুলনাহার ঠেকাতে পারেনি
মিয়ানমার সেনাদের অরোধিত বীর্যের নিষিদ্ধ অনুপ্রবেশ।
কিংবা রোহিঙ্গা বশিরের বুকের রক্তক্ষরণে লেখা শেষ চিঠি
পৌছে না প্রিয়তির কাছে।
কিন্তু তবুও আবেগ নাড়া দেয়,কোমলতার পেলবতায়
জেগে উঠে হৃদয়ের সবুজ বৃক্ষরাজি।

আমি, পা কাটা নিরক্ষর নিজাম,
নদী ভাঙনের শিকার নিঃস্ব নিরঞ্জন,
ফুটপাতে শুয়ে থাকা অনাথ আজগর আলী
কিংবা নর্দমার পাশে পরিত্যক্ত কম্বলে ভাঁজ হয়ে থাকা
টোকাই টুকুকে দেখে মনটাকে ভেজাতে পারি
আষাঢ়ে না হয় শ্রাবণে।
কিন্তু আবেগের বাজারে ,
স্বার্থের চড়া দামে আবেগ মূল্যহীন।

আমি না পাওয়ার কষ্টের রঙে ,
আদ্রিতাকে আঁকতে চাইনা ।
আক্ষেপের গল্পে আমি মেলাতে চাইনা আদ্রিতা কিংবা
আদ্রিতার অহেতুক স্মৃতি রোমন্থন।
আমি আবেগের মূল্য দেয়া শিখতে চাই
স্বার্থের গৈরিক শূন্যতায়।
শক্তি আমার,কোমলতায় ভিজে উঠা মন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী নান্দনিক লেখনী ।
ভালো লাগেনি ১৮ ফেব্রুয়ারী, ২০২০
সেলিনা ইসলাম অনেক অনেক অভিনন্দন। শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা আপু।
Shamima Sultana খুব ভাল লাগল
অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা আপু।
কাজী জাহাঙ্গীর অনেক অভিনন্দন আলিফ ভাই। আশা করি আমাদের আরোও মাতিয়ে রাখবেন।
আপনাদের দোয়াই আমার পথের পাথেয়।ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইল জাহাঙ্গীর ভাই।অনেক অনেক শুভ কামনাও রইল।
সালসাবিলা নকি অসংখ্য অভিনন্দন কবি
অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা নকি আপু।শুভ কামনা নিরন্তর।
মোঃ নুরেআলম সিদ্দিকী অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল। চমৎকার লেখাগুলো কখনও হেরে যেতে পারে না ভাই। শুভকামনা আপনার জন্য
পাঁচ বছর পর গল্প কবিতায় ফিরে সবচেয়ে ভাল সাপোর্ট পেয়েছি আপনার আর কাজী জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে।আপনাদের দোয়াই আমার পথের পাথেয়।ধন্যবাদ আর শুভ কামনা রইল ভাই।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) অনেক সুভ কামনা অ অভিনন্দন । ভাই খুব ভাল লেগেছে কবিতা খানা ।
অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা কবি বন্ধু।শুভ কামনা রইল।
মৌরি হক দোলা অভিনন্দন!
অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা দোলা।শুভ কামনা নিরন্তর।
Fahmida Bari Bipu অভিনন্দন আলিফ। এগিয়ে যাবে তুমি যদি এভাবে লিখে যেতে পারো। সেদিনই একজনকে বলেছি, নতুন কবিদের মধ্যে আলিফের লেখা সেরা। এমনি এমনি কাউকে সার্টিফিকেট দিই না আমি :)
আপু আপনার মন্তব্যে আজ আমার বড় আপুর কথা মনে পড়ে গেল।আমার আপুটা দেখতেও আপনার মত আর জন্মসাল টাও আপনার মতোই ।আমার আপুটা আমাকে অনেক আদর করে।আমার এস এস সি পরীক্ষার সময় , আমার ফক্স হয়েছিল,আমি পড়তে পারবনা জেনে আপু পড়েছে আর আমি শুনে শুনে মুখস্ত করে পরীক্ষা দিয়েছি।এত বড় হয়েছি, এখনও ফোন করে করে সব খবর নেয়।যাক আপু আমার জন্য দোয়া করবেন।ভাল থাকবেন।অনেক অনেক শুভ কামনা আপনার জন্যও।
আপ্লুত হলাম আলিফ। :)
ওয়াহিদ মামুন লাভলু অনেক অভিনন্দন ও শ্রদ্ধা।
অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা লাভলু ভাই।শুভ কামনা নিরন্তর।

২৪ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৩৮ টি

সমন্বিত স্কোর

৫.২৫

বিচারক স্কোরঃ ৩.৪৫ / ৭.০ পাঠক স্কোরঃ ১.৮ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪