নারী

বৈজ্ঞানিক কল্পকাহিনী (নভেম্বর ২০১৭)

মাইনুল ইসলাম আলিফ
  • ১২
বিদঘুটে অন্ধকারে রোশনাই জ্বলে চাঁদের ,
যেন এক চিলতে আলোয়, কাজলা চোখে
অবাক করা সম্মোহনী চাওয়া।
হাওয়ায় হাওয়ায় এলো চুলে,
বাম পাঁজরে সুর তোলে,
হয় তুমি বিহঙ্গিনী সুনয়না
না হয় তুমি রক্তঢালা পীচপাথুরে
অর্থহীনা।
লজ্জা রাঙা লাজ কবিতার লজ্জা রঙে,
নীল যে তোমার ঠোটে,
মুক্তা ঝরে অলস দুপুর সন্ধ্যা শেষে।
অগ্নি লাভা ঠোটের কোণে,
বাঁকা হাসি স্বপ্ন বোণে,
হয় তুমি প্রজাপতি মেঘডানায় সুহাসিনী সুকন্যা
না হয় তুমি সীসাঢালা কাঁটাতারে
বীরাঙ্গনা ।
তোমার হাতে হাত রাখা হাত
আকাশ ভাঙ্গা বজ্রনিনাদ,
রাজমুকুটের পালক ছেড়া ক্ষতে।
তোমার হাতেই রক্ত ঝরে
আলতো ছোঁয়ায় বৃষ্টি ঝরে।
হয় তুমি বিষের বাঁশী সেবা দাসী
না হয় তুমি নীল ঢালা রাত জঠরে
কলঙ্কিনী।
হৃদয় অরণ্যে পাতা ঝরার অস্থির শব্দে
স্নেহের আধিক্যে কেঁদে উঠে পানকৌড়ির আসক্ত মন
অবাক সুর্যোদয়ে নতুন কুড়ির ক্রমশ অঙ্কুরণ।
হয় তুমি রত্নগর্ভা মায়ামতি মা
না হয় তুমি যোগ বিয়োগের কাব্য হাতে
বৃদ্ধাশ্রমী মা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Shahadat Hossen ভালো লাগলো ভাই,,,
ভালো লাগেনি ২৭ ডিসেম্বর, ২০১৭
ধন্যবাদ শাহাদাত খান ভাই।শুভ কামনা।
ভালো লাগেনি ২৮ ডিসেম্বর, ২০১৭
মোঃ মোখলেছুর রহমান 'হয় তুমি প্রজাপতি........বীরাঙ্গনা'!,ভাল লাগল।হ্যাঁ কবিতা ভাল হয়েছে,বেশ কিছু স্হানে শব্দের কারুকাজ ভাল হয়েছে। চর্চা অব্যাহত থাকুক এই প্রত্যাশা।
ধন্যবাদ মোখলেছুর রহমান ভাই।দোয়া করবেন,পাশে থাকবেন।ভাল থাকুন।
খালিদ হাসান অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন
ধন্যবাদ খালিদ হাসান ভাই।দোয়া করবেন,পাশে থাকবেন।ভাল থাকুন।
sharmin mila ভালোলেগেছে। ভোট রেখে গেলাম। ধন্যবাদ
ভাল লেগেছে জেনে ভাল লাগছে।অনেক খুশি হলাম।কবিতা পরেছেন উৎসাহ দিয়েছেন।অনেক ধন্যবাদ।দোয়া করবেন ।পাশে থাকবেন আশা করি।ভাল থাকুন।
জাহিদ হাসান শিশির ভালো লাগল।
অনেক ধন্যবাদ।দোয়া করবেন ।পাশে থাকবেন আশা করি।ভাল থাকুন।
দহিনা অসাধারণ হয়েছে। শুভেচ্ছা নিরন্তর।
ধন্যবাদ জনাব।অনেক খুশি হলাম।কবিতা পরেছেন উৎসাহ দিয়েছেন।অনেক ধন্যবাদ।দোয়া করবেন ।পাশে থাকবেন আশা করি।ভাল থাকুন।
কাজী জাহাঙ্গীর কবিতায় ভালো একটা কল্পচিত্র আছে সেটা পরিস্কার আর শব্দ চয়নেও বেশ দক্ষতা আছে বুঝা যায়। অনেক শুভকামনা আর ভোট থাকল।
কাজী জাহাঙ্গীর ভাই খুব খুশি হলাম, আপনি আমার কবিতা পরেছেন উৎসাহ দিয়েছেন।অনেক ধন্যবাদ।দোয়া করবেন ।পাশে থাকবেন আশা করি।ভাল থাকুন।
মোঃ নিজাম গাজী বাহ দারুন লেখনী। ভোট রেখে গেলাম। শুভকামনা প্রিয় লেখক।
ধন্যবাদ প্রিয় নিজাম গাজী ভাই। দোয়া করবেন।ভাল থাকুন।
মোঃ নিজাম গাজী বাহ দারুন লেখনী। ভোট রেখে গেলাম। শুভকামনা প্রিয় লেখক।
অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
মোঃ নুরেআলম সিদ্দিকী থিমটা খুব দারুণ, ভাষা শৈলিও খুব ভালো লেগেছে....শেষে বলবো নারীর দীপাক্ষিক কৌশল অবলম্বনে চমৎকার কবিতা লিখেছেন। শুভকামনা রইল....(বোণে শব্দটা মনে হয় বুননে হবে)
বাঁকা হাসি স্বপ্ন বোণে, আমি বোঝাতে চেয়েছি, বাঁকা হাসি স্বপ্ন বপন করে, আর ছন্দের প্রয়োজনে শব্দটা প্রয়োগ করেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ।ভাল থাকুন।
বোণে কোন বাংলা শব্দ নেই, বুনে আছে... ছন্দ হলেও তো নিয়মের বাহিরে দিতে পারবেন না
সহমত।ধন্যবাদ কবি।

২৪ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৩৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪