ব্যথার বাত্যা

স্বাধীনতা (মার্চ ২০১১)

zahi
  • ৩৬
  • ১২১
সমর সৈনিকের আহত ব্যথা,
বিনিদ্র রাত্রির পথহারা পথিক,
ঘোর আধারের সঙ্গীহারা একলা পাখি,
পাথর শোকে স্তব্ধ নিস্পলক আঁখি।
কিংবা,
জীবনের মাঝ পথে স্বপ্ন হারা যুবক,
সীমাহীন আশার পথে স্রোতহারা নদী,
ফ্রেমে বন্ধী বাকরূদ্ধ কোন ছবি,
কে বুঝিবে কাহার ব্যথা-আপনাতে সে দুঃখ না লয় যদি।
রাত্রি অন্ধকারে সাদা বক চলে না,
তিমির অন্ধকারে নিশাচর ঢড়ে না,
ডাঙ্গায় তোলা মৎস্যের বেদনা,
বুঝিবে সে কি-যার ডাঙ্গায় চলন আজীবন।

ভাঙ্গা হদয়ের মর্ম কথা কিংবা দুঃখিতের চোখের জল,
অনুভূতি হারানো জীবনের প্রলাপ,
সজনহারা জনের ব্যথা,
চিত্ত সুখের আনন্দলোকে কখনো মিলিবে কি?

আশার নেশায় যে আঁখি নিস্ফলক,
দেয়ালর বাধায় যে দৃষ্ট অবরুদ্ধ,
ভয়ের অন্তরালে যে কথা নির্বাক,
অসীম স্বাধীনতায় তাহার মর্ম বুঝিবে কি?

যে রহিয়াছে পড়ি অনাদরে অনাবৃত,
অন্নাভাবে যাহার প্রাণ উষ্টাগত,
একটুখানি বিশ্রামে যাহার মাথায় নেইকো ছায়া,
অট্টালিকায় বসে উদরপূর্ন তুমি-তাহার মর্ম বুঝিবে কি?

ব্যথার বাত্যার উঠিয়াছে যাহার হৃদয়ে,
দহনোকলে যাহার অনতর পুড়িয়াছে,
দৃষিট যাহার সীমানা ভেদিয়া অন্যলোকে
রঙ্গমহলে আনন্দ আসরে তাহার মর্ম বুঝিবে কি?

একটি থমকে যাওয়া পদ,
একটি সিথর দৃষিট কিংবা
একটি ডানা ভাঙ্গা পাখির আত্নচিৎকার,
তোমায় কভূ সপর্শ করিয়াছে কি?

যে দৃষিট অবনত হইয়া গিয়াছে,
যে সময় গতিহীন হইয়া পরিয়াছ,
যে কথা সকলে ভূলিয়া গিয়াছে,
যে স্মৃতি এখন গল্পের ফাদে,
আমি আজ সেখানেই করিতেছি হাহাকার
তোমাদের অট্রহাসির মাঝে।

বন্ধ চোখে নীল আকাশ বিচরন,
শূন্য হৃদয়ে ভগ্ন কথা,
আকাশ পানে ছুটে চলা একফালি মেঘ,
আশাহীনতায় তবু নিরন্তর চেয়ে থাকা
যেন সপন হয়ে আসে আশা।
স্তির সময়ের অসহ্য বারতা,
বোবা হৃদয়েয় নিঃশব্দ কান্না,
ব্যার্থ আশাগুলো খন্ডিত পাথরের মত বুকে চাপা,
দীর্ঘশাশের ঝড়ে যার ভাঙ্গে ঘর
তাকে অনুভবের সাধ্য কি তোমার?

যার পায়ের তলার মাটি খসে যায়,
যার দৃষ্টির তরঙ্গে রং খেলে না,
যার আশার প্রজাপতি ডানা ভেঙ্গেছে,
যার সন্ধা প্রদীপ নিভে গেছে,
সময়ের বারতা যাকে সুধায় শুধু অশনি সংকেত,
এহেনের সঙ্গে সঙ্গ বাধবে কি?

যাহার সময় আধারে ঢেকেছে,
যাহার গান বেদনার সুর তুলেছে,
যাহার সঙ্গ একাকিতে ধরা পরেছে,
যাহার কবিতায় হৃদয় ছুয়েছে,
যাহার গল্পে অশ্রূ ঝড়েছে,
এমনজনের হাতে তুমি রাখি বাধিবে কি?

একটি ভাঙ্গা পথ,
একটি ঝড়া গোলাপ,
একটি কবিতার দুটো লাইন,
একটি গলেপর কিছু কথা,
নিরবে ভাঙ্গা মাঝ রাএি কিংবা
হঠাৎ দেখা সপেনর খণ্ডিত অংশ,
এসব কি তোমার হৃদয় সপর্শ করে না?

ভাললাগা কোন আধার কিংবা
নিরবে ঝড়ে যাওয়া দুফোটা চোখের জল,
দিনাবশেষে নেমে আসা সন্ধা কিংবা
মেঘে ঢাকা পূনির্মা চাদ,
তোমার মনে কি কখনো ঝড় তোলে না?

হাসি যাহার হৃদয় শ্পর্শ করে না,
আনন্দ যাহার মনে ঢেউ তোলে না?
রাঙ্গা প্রভাত যাহাকে স্বপ্ন দেখায় না,
পূর্নিমা যাহাকে আলোকিত করে না,
তাহার জীবন পথের প্রদীপ তুমি জ্বালাবে কি?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Azaha Sultan কবিতায় সাধু-চলিত মিশ্রণ চলে, তবে তা ছন্দরীতি টিক রেখে...কিন্তু ভাল লাগল...চমৎকার...
Dubba অনেক অনেক সুন্দর
বিষণ্ন সুমন আপনার মত সক্তিশালি কবির লিখায় কমেন্ট করা দুঃসাহসী কাজ. অনেক ভালো লিখেছেন. আমার লিখাগুলু পড়ার আমন্ত্রণ থাকলো.
zahi Dear friends, may be we'r at the end of this event. So find ur best choice , comment & vote those. Also thanks for read my poem. Best of luck for all.
Rajib Ferdous আপনার কবিতায় কে কি কমেন্টস করেছে সেটা বড় কথা নয় জাহি, কমেন্টস গুলো থেকে আপনার শেখার কি আছে সেটাই কিন্তু আসল।
zahi dear friends,i'm happy to all coz i got lots of comment and reader on my poem. Thanks all of you. these are the last few days for voting. Plz select the best writing in ur sight and vote those. Best of luck
zahi dear friends,i'm happy to all coz i got lots of comment and reader on my poem. Thanks all of you. these are the last few days for voting. Plz select the best writing in ur sight and vote those. Best of luck
zahi কবিতা সম্পর্কে ডালাও মন্তব্য করা টিক না . কবিতার আসল হলো অন্তর্নিহিত অর্থ আর ২ লাইন কবিতার অন্তর্নিহিত অর্থ ২০০ পৃষ্টা ও হতে পারে. যেকোনো লিখা printed material হওয়ার আগে ১০০% সম্পাদনা হবে এটা সাভাবিক এবং বেশির ভাগ ক্ষেত্রে লিখকের সম্পাদনার কাজটি করেন না . আমার এই কবিতাটিতে দেশের বর্তমান সময়ের দুজন বিশিষ্ট কবি ( নির্মলিন্দু & আহমেদ মাঝের) FB কমেন্টস করেসিলেন এবং প্রসংসা করেসেন , শুধু বানান ও সাধু-চলিতের সম্পাদনা করতে বলেসেন .কমেন্টস করার ক্ষেত্রে positive side এর সাথে -ve আসলে ভালো হই. এতে লিখকের উত্সাহ হারাবে না. যাইহোক , আপনাদের কমেন্টস এর জন্য ধন্যবাদ @রাজিব ফেরদৌস ও রংধনু
রংধনু ভাই আপনি একগুচ্ছ শব্দ একত্রিত করলেন আর সেটা কবিতা হয়ে গেল এমন নয় কিন্তু, আশাকরবো বাংলা পড়ে তারপর এগুলে আপনি ও ভালো লিখতে পারবেন...
Rajib Ferdous পুরো কবিতাটি খুব বেশি এলোমেলো হয়ে গেলনা কি? কোন কিছুই কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেনি কিংবা গভীর আবেদন বহন করেনি। তাছাড় সাধু চলিত ভাষার দোষ তো ছিলই। সম্পাদনার বিষয় বলতে গেলে বলেবো, কিছু কিছু ভুলভাল ঠিক করে দেয়া হয়তো কর্তৃপক্ষের দায়িত্বে পড়ে। কিন্তু এমন কিছু ভুল আছে যেগুলো একজন লেখক বা কবি হিসেবে কিন্তু পাঠক আমাদের কাছ থেকে একেবারেই আশা করবেনা। আপনার এক মন্তব্য পড়লাম আপনি লিখেছেন গত ১২ বছর আপনি বাংলা চর্চা করেননি। এটা কেমন কথা হল? আমরা বাঙালি, আর আমাদের কিনা করতে হবে বাংলা চর্চা? সত্যিই খুব বেদনা দায়ক। অথচ আপনি ইংরেজিটা খুব ভাল চালিয়ে যাচ্ছেন। তাও আবার গল্প কবিতার মত বাংলা সাইটে!! একজন কবির বাংলায় লেখা কবিতার শিরোনামের নিচে কবির নাম যদি থাকে ইংরেজিতে তবে বিষয়টা কেমন দেখায়? একজন বাঙালি কবি হিসেবে আপনি বিষয়টি কোন দৃষ্টিতে দেখবেন ভাই?

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪