হারানো শৈশব

শৈশব (সেপ্টেম্বর ২০১৩)

এস, এম, ইমদাদুল ইসলাম
  • ১৩
  • ৫০
অ এ অসৎ সংগ ত্যাগ কর ।
আ এ আলস্য দোষের আকর ।
দাদু ! ও দাদু ! তুমি কি আমায় দেখতে পাচ্ছ ?
তোমার সেই আদর্শ লিপি আমি আজো খুঁজে ফিরি !
হায় ! দাদু !
শুনতে পাচ্ছ তো ? আমার ঘরে নতুন সুর !
অ এ অজগর ঐ আসছে তেড়ে ।
আ এ আকাশে আমি যাব উড়ে ।
শুনতে পাচ্ছ দাদু !
কী ভয়ংকর ! সাপের ভয় দিয়ে শুরু !
স্পাইডার ম্যান হবার কল্পণা-বিলাস !
কত শিশুর হল অকাল মৃত্যু !
হায় ! দাদু !
বলতে পার, মানুষ কেন এমন নির্বোধ হল ?
কি বলছ তুমি দাদু !
ওরা কি তবে নির্বোধ নয় ?
সত্যিই ওরা এত ব্রিলিয়্যান্ট নীল নকশাকার !
ভয়ানক হায়না !
আমরা কেন ওদের চিনতে পাই না?
কেনই বা হায়নার মুখে ঠেলে দিলাম-
আমাদেরই আগত ভবিষ্যৎকে ?

এ কি আমাদের কর্ম ফল !
আর আসবে না, নজরুল, রবি, ফররুখ ?
আর আসবে না জগদিশ !
আর আসবে না শের ই বাংলা , ভাষানী ?
আর আসবে না কোন ড: মুহম্মদ শহীদুল্লাহ, প্রমথ চেীধুরী ?
তুমি দেখেছ দাদু !
আমার মায়ের ভাষা আজ বাংলিশে অপমানিত !
যে ভাষার জন্য বলি হল তাজা প্রাণ ,
হিন্দি ছুরিকাঘাতে হত আমার সেই মা !

ওহ ! দাদু ! চেয়ে দেখ-
ঐশির হাতে রক্তাক্ত ছুরি । কী বিভৎস !
অপসংস্কৃতির বলি : তারই আপন নিরাপত্তার বলয় ।
নিজেকে সপেছে ভয়ানক অনিরাপদ হায়নাদের কাছে ।
কেন ? কেন ? কেন ?
তোমার আদর্শ লিপি নেই বলে ?
তোমার সিপারা আজ বিলুপ্ত বলে ?
হায় ! দাদু !
ফিরিয়ে দাও আমার হারানো শৈশব ,
ফিরিয়ে দাও আমার সেই অরণ্য ,
ফিরিয়ে দাও আমার সেই মাটির চেরাগ-বাতি !
সেই শীতল সমীরন ! কাদা-মাটির পুঁতি গন্ধ !
ঝেটিয়ে দাও ঝাড় বাতি, কাঁচঘরের অলীক সভ্যতা !
মুক্তি দাও হায়নার থাবা থেকে ।।
দাদু ! ও দাদু ! তুমি কি আমায় শুনতে পাচ্ছ ? ? ?

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মৌ রানী অ এ অসৎ সংগ ত্যাগ কর । আ এ আলস্য দোষের আকর । ..কী ভয়ংকর ! সাপের ভয় দিয়ে শুরু ! স্পাইডার ম্যান হবার কল্পণা-বিলাস ! কত শিশুর হল অকাল মৃত্যু ! হায় ! দাদু ! ....অনেক ভালো লাগলো আপনার সুন্দর ভাবনার কবিতা।
ভালো লাগেনি ২৫ সেপ্টেম্বর, ২০১৩
আপনাকে অনেক ধন্যবাদ ।
ভালো লাগেনি ২৯ সেপ্টেম্বর, ২০১৩
মোহসিনা বেগম বর্তমান চরম বাস্তবতার নিরিখে লেখা একটি অসাধারন কবিতা । এর পরেও যদি আমরা কিছুটা শিক্ষা নিই ! ধন্যবাদ ও শুভেচ্ছা কবিকে ।
ভালো লাগেনি ১৩ সেপ্টেম্বর, ২০১৩
আপনাকে ধন্যবাদ ।
ভালো লাগেনি ১৩ সেপ্টেম্বর, ২০১৩
তানি হক দারুন আত্ম উপলব্ধি ও শিক্ষানিয় কবিতা ...ধন্যবাদ ও সালাম জানবেন ভাইয়া এত সুন্দর কবিতার জন্য
ভালো লাগেনি ১১ সেপ্টেম্বর, ২০১৩
আপনাকে ধন্যবাদ ।
ভালো লাগেনি ১১ সেপ্টেম্বর, ২০১৩
মোঃ সাইফুল্লাহ খুবই সুন্দর। আমার মা গলব্লাডারে ক্যান্সারে আক্রান্ত। আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করবেন ও আমার মায়ের শাররিক অসুস্থতার বিষটি মানবিক দিক দিয়ে বিচার করে যে যতটুকু পারেন আর্থিক সাহায্য করবেন । সাহায্য পাঠানোর ঠিকানা : মোঃ সায়ফুল্লাহ ,সঞ্চয়ী হিসাব নং -১০১৭৪০৪, সোনালী ব্যাংক,মাগুরা শাখা মাগুরা। যোগাযোগের ঠিকানা :০১৯১১-৬৬০৫২২।
ভালো লাগেনি ১১ সেপ্টেম্বর, ২০১৩
আপনাকে ধন্যবাদ । আপনার আম্মার জন্য আমি সমভাবে ব্যথীত । আপনার লেখা আবেদন কপি করে ফেইসবুকে আমার সব বন্ধুদের পোষ্ট করে দিলাম । আমিও সাধ্যমত চেষ্টা করব । কোন হসপিটালে আছেন, বেড নম্বর সহ জানতে পারলে আরো ভাল হত ।
ভালো লাগেনি ১১ সেপ্টেম্বর, ২০১৩
Jontitu ঝেটিয়ে দাও ঝাড় বাতি, কাঁচঘরের অলীক সভ্যতা ! মুক্তি দাও হায়নার থাবা থেকে ।। -.......... ভালো একটি থিম। কবিতাও ভালো লাগলো্।
ভালো লাগেনি ৬ সেপ্টেম্বর, ২০১৩
অনেক ধন্যবাদ ।
ভালো লাগেনি ৭ সেপ্টেম্বর, ২০১৩
সূর্য "শুরুটাই বলে দেয় দিন কেমন যাবে" এমন কিছু প্রবাদ আমরা পড়েছি, শুনেছি। আসলেই তাই শুরুটাই যদি হয় ভয়, আতঙ্ক আর ছিনিয়ে নেয়ার (ই তে ইদুর ছানা ভয়ে মরে, ঈ তে ঈগলটি ঐ আসছে তেড়ে....) তাহলে বোধ হয় কচিঁ মনে এর একটা প্রভাব অগোচরেই পড়ে যায়। কঠিন একটা জায়গায় আঘাত করেছেন। ভালো লাগলো সে আঘাত করাটা।
ভালো লাগেনি ৬ সেপ্টেম্বর, ২০১৩
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
ভালো লাগেনি ৭ সেপ্টেম্বর, ২০১৩
ওসমান সজীব অনেক সুন্দর কবিতা
ভালো লাগেনি ৫ সেপ্টেম্বর, ২০১৩
অনেক ধন্যবাদ ।
ভালো লাগেনি ৭ সেপ্টেম্বর, ২০১৩
হিমেল চৌধুরী ওহ ! দাদু ! চেয়ে দেখ- ঐশির হাতে রক্তাক্ত ছুরি । কী বিভৎস ! অপসংস্কৃতির বলি : - ........ সুন্দর করে বর্তমান সংস্কৃতি তুলে ধরেছেন কবিতায়। যা অপসংস্কৃতি। অনেক ভালো লাগলো।
ভালো লাগেনি ৫ সেপ্টেম্বর, ২০১৩
অনেক ধন্যবাদ ।
ভালো লাগেনি ৭ সেপ্টেম্বর, ২০১৩
জালাল উদ্দিন মুহম্মদ দিকবলয় যাচ্ছে কোথায়? এ ছবি সেই ছবি । ভাল লাগলো প্রিয় ।
ভালো লাগেনি ৩ সেপ্টেম্বর, ২০১৩
হ্যা, জালাল ভাই, আমাদের দিকবলয় হারিয়ে ফেলছি আমরা নিজেরাই । অনেক ধন্যবাদ ।
ভালো লাগেনি ৫ সেপ্টেম্বর, ২০১৩
এশরার লতিফ শৈশবকে যে ছাঁচে ফেলা হবে ভবিষ্যৎ তো সেই ছাঁচেই ঢালাই হবে- এ কথা জানে কর্পোরেট দুনিয়া। তাই কর্পোরেট নিয়ন্ত্রিত মিডিয়ার বদৌলতে আমরা বড় বড় ব্র্যান্ডের লোগো দেখেই শনাক্ত করতে ( এবং করতে পেরে গর্ব বোধ করি) অথচ ফুলের নাম গাছের নাম কিছুই জানি না, দেখেও চিনি না। অবশ্যই এটা একটা গভীর নীল নকশার অংশ।
ভালো লাগেনি ৩ সেপ্টেম্বর, ২০১৩
আপনার অসাধারণ মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
ভালো লাগেনি ৫ সেপ্টেম্বর, ২০১৩

২৯ অক্টোবর - ২০১১ গল্প/কবিতা: ৪৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪