প্যাঁচাল ২০

পরিবার (এপ্রিল ২০১৩)

সামাউন বিন আজিজ
  • ১১
  • ৮৪
পরিবারে থাকি আমি
পরিবারে খাই
তাই দুনিয়ার সেরা জাগা
পরিবারটাই।
ভাবছ বেকার শালা
বলবে এটাই,
পায়েতে জোর এলে
দেবে দৌড়টাই।
দৌড়ে ও পৌঁছবে
শ্বশুরাবাদ,
যেখানে ধনী কনে
হয়রে আবাদ।
আমি বলি ঠিক ঠিক
ঠিকই বলেছেন
শুকনো মরিচগুড়ো
পিঠে ডলেছেন।
(আমার!)
তবে শুকনো মরিচ
দিয়ে আচারও হয়,
জানালা সীমান্তে
পাচারও হয়।
এই আচার ও পাচারকাজ
যার হাতে হয়
তাকে পরিবার ছাড়া
কি পেতে মহাশয়?
তাই
পৃথিবীর মায়াগুলো
মমতার ছায়াগুলো
পরিবারে ঘোরে রোজ।
সেরা সেরা সভ্যতা
পরিবারে লভ্য তা
বাইরে কে করে খোঁজ?
মানুষের শিক্ষাটা
জীবনের দীক্ষাটা
পরিবারই দেবে ভাই।
আলোময় ধর্মে
ভালোময় কর্মে
দ্যাখো তুমি ভেবে তাই।
(তবে আমি এও দেখি
গোটা পরিবার একি
দেখে মাওলানা চান্দে,
তাতে কারো নির্দেশ
শহীদি বীরবেশ
হরতালে জান দে
সাথে কুড়মুড় চানাচুর
প্রতিমারা ভাংচুর
পরিবার কান্দে। ))
দেখি ভালবাসা
ভাসা ভাসা
ঘরময় ভাসতে
উঠোনের কোণা ঘেঁষে
প্রিয়া কেউ হাসতে।
সে হাসি মহাকাশি
হয়ে যেতে পারেরে
যদি পরিবার তারই ভার
দেয় এই ঘাড়েরে
তাই দায়গুলো বসে আছে
সময়ের খরচায়
যবে নেতারা বদল হবে
পরিবার মোরচায়
তবে মোরচায় মরচেরা
খালি চাবে ধরতে
নেতারা চাইবে না
সেটা দেখে মরতে।
[চাক বা নাচাক ভাই
আমি কিছু জানিনা
দায়ফায় হায় হায়
আমি কিছু মানিনা
থুক্কু,
আসলে ঘুমচোখে দায়শোকে
মাথাটাথা ঠিক নাই
এটা কি হতেই হবে
'নিয়্যাতে লিক নাই''
তাই নিয়্যাতটা যাই হোক
যদি কিছু খাই ঢোক
তবু চলে যাবো লাইনে
কারন মসজিদের পরে
অনেক পুণ্য ধরে
পরিবার মত করে
কোন মসজিদ পাইনে।
[ত্বকির স্মরণে]
[শেষ লাইনে মসজিদ বলতে পুণ্যস্থান বুঝিয়েছি,প্যাচাল ১৮তে তথ্য দিয়েছিলাম ছড়াটা বোঝাবার জন্য
এর পেছনে কোন মহৎ উদ্দেশ্য ছিল না আর যে কজন কবি বার বার ও বার বার লেখার উপর মন্তব্য করছেন
তাদের জানাই আন্তরিক ধন্যবাদ।]
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য টুকরো টুকরো ছন্দে বর্তমানটা উঠিয়ে আনার প্যাচালগুলো ভালোই লাগে। এটাও ভালো লাগলো।
প্রিয়ম ভাই আপনার প্যাচাল আর কতদিন চলবে ? তবে ভাই অনেক অনেক ভালো লাগে |
মোঃ ইকরামুজ্জামান (বাতেন) ভালো লেগেছে আপনার কবিতা । বেকার বিষয় তুলে এনেছেন । তাইতো বলি ((( বিয়ে পাশ করে আমি পেলাম না চাকুরী *** চাকুরী পেতে লাগে এখন মামা না হয় করি।))
মিলন বনিক অনন্য সুন্দর কবিতা...সমসাময়িক বিষয়টাও উঠে এসেছে......খুব ভালো লাগলো....
রোদের ছায়া আপনার কাছ থেকে মজার প্যাচাল পাব সেই আশাতেই কবিতা পড়তে এলাম পেলামও . অনেক কিছু বলার চেস্টা করেছেন ... .''পৃথিবীর মায়াগুলো মমতার ছায়াগুলো পরিবারে ঘোরে রোজ। সেরা সেরা সভ্যতা পরিবারে লভ্য তা বাইরে কে করে খোঁজ?''
এফ, আই , জুয়েল # গভীর ভানার অনেক সুন্দর কবিতা । সমাজের অনেক কিছুই চলে এসেছে---কবিতার কথামালায় । কবিকে ধন্যবাদ ।।
সুমন সুন্দর লেখা ভাল লাগল।
মোঃ কবির হোসেন সামাউন বিন আজিজ ভাই অন্য রকম কবিতা, খুব ভাল লাগল. ধন্যবাদ.
এশরার লতিফ যথারীতি সুন্দর লেখা। ভালো লাগলো।
তাপসকিরণ রায় প্যাঁচাল পড়লাম--আনেক মন্তব্য তাতে ধরা পড়ল --সাধারণ বক্তব্য সুন্দর ভাবে তুলে ধরতে পেরেছেন দেখে ভালো লাগলো।আপনাকে জানাই ধন্যবাদ।

২৫ অক্টোবর - ২০১১ গল্প/কবিতা: ২৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪