মুক্তির বারতা

মুক্তিযোদ্ধা (ডিসেম্বর ২০১২)

নজরুল ইসলাম
  • ১৯
  • ১২৬
অজস্র বুলেটে মুক্তির প্রতিধ্বনি
শির ঘেঁষে ঝাঁকে ঝাঁকে ছুটছে গুলি
এক কিশোর মুক্তিযোদ্ধার আকুতি,
হে প্রভু, সমর শক্তি দাও লড়িতে
শত্রু মুক্ত করবোই মাতৃভূমিকে ।
মুক্তির বাসনা মুক্তিযোদ্ধার দুরন্ত সাহসে।
পাশে সঙ্গী মুক্তিযোদ্ধা -
শিরে বিদ্ধ বুলেটের যন্ত্রনায় কাঁতর,
সহস্র বুলেটে মুক্তির বারতা -
শিউ শিউ শব্দে মাথা ছুঁয়ে ছুঁয়ে যায় ।
গ্রেনেডে মৃত্যুর ঘোষণা হানাদারের চোখে
গ্রেনেডে ছোড় ঐ হিংস্র বুকে ।
মরটার,এলএমজি আর মেশিনগান এর বিকট শব্দ
তার-ই মাঝে ভেসে আসে মুক্তির ঝাঁজাল নিনাদ ।
বেয়নটের ক্ষিপ্রতা, ক্ষিপ্ত মন অটল গেরিলার,
গগন বিধারি কামানের গর্জন,
প্রকম্পিত বাংলার মাটি,
শঙ্কা জাগেনি মুক্তিপাগল মনে
সঙ্গী গেরিলা যোদ্ধা আছে যে সনে,
কিশোর মুক্তিযোদ্ধার মুক্ত বাংলা -
প্রৌঢ়ত্বে এসেও স্বাধীনতার স্বাদে অতৃপ্ত,
আকণ্ঠ তৃষ্ণার প্রহর; অতন্ত্র প্রহরী তোমার
মুক্ত স্বদেশ; পোক্ত দুর্নীতি,
রুদ্ধ স্বাধীনতা ; জব্দ গণতন্ত্র ; আবদ্ধ বিবেক।
স্বাধীনতা আজ সংজ্ঞাহীন , মুক্তিযোদ্ধারা দীনহীন ,
মুড় শাসকের ক্ষমতার যূপকাষ্ঠে।
আজও সেই শানিত শক্তি লয়ে
আশায় পথ চলেছে আগামীর তরে,
আশাহত জনতার ভিড়ে ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর ।।
ভালো লাগেনি ২৭ ডিসেম্বর, ২০১২
জুয়েল ভাই, ভাল লাগার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
ভালো লাগেনি ২৯ ডিসেম্বর, ২০১২
তাপসকিরণ রায় কথাও কথাও বেশ ভালো লাগলো আবার কথাও কাটা কাটা একটা ভাব রয়েছে.কোনো কোনো জাগা যেন ঠিক গুছিয়ে বলা হয় নি--এমনি একটা ভাব মনে হলো কবিতাটিতে.
ভালো লাগেনি ২১ ডিসেম্বর, ২০১২
তাপস ভাই, আপনি ঠিকই বলেছেন । আসলে সময়ের স্বল্পতার জন্যই এমনটি হয়েছে, আমি যে চাকুরিটি করি তাতে খুব ব্যস্ত থাকতে হয় ।
ভালো লাগেনি ২২ ডিসেম্বর, ২০১২
বশির আহমেদ ”পৌঢত্বে এসেও স্বাধীনতার স্বাদে অতৃপ্ত” । সত্যিকথাটিই বলেছেন ভাই । এ অতৃপ্তি নিয়েই হয়তো আমাদের এ ধরা ছাড়তে হবে । দারুন কবিতা ।
ভালো লাগেনি ১৩ ডিসেম্বর, ২০১২
বশির ভাই,আমার কবিতা ভাল লাগার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
ভালো লাগেনি ১৫ ডিসেম্বর, ২০১২
আহমেদ সাবের "স্বাধীনতা আজ সংজ্ঞাহীন , মুক্তিযোদ্ধারা দীনহীন " - তবু সেই মুক্তিযোদ্ধা "আজও সেই শানিত শক্তি লয়ে / আশায় পথ চলেছে আগামীর তরে,"। কিছু বানান ভুল বাদ দিয়ে বেশ ভালো লাগলো কবিতা।
ভালো লাগেনি ১২ ডিসেম্বর, ২০১২
সাবের ভাই, আমার কবিতা ভাল লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ । ভুল বানান গুলি লিখে দিলে খুশি হতাম ।
ভালো লাগেনি ১২ ডিসেম্বর, ২০১২
সূর্য সময়ের একটা চলমান দৃশ্যায়ন সাথে বাস্তব বর্তমান, বেশ সুন্দর করেই এলো কবিতায় আর "মুক্ত স্বদেশ; পোক্ত দুর্নীতি, রুদ্ধ স্বাধীনতা ; জব্দ গণতন্ত্র ; আবদ্ধ বিবেক। স্বাধীনতা আজ সংজ্ঞাহীন , মুক্তিযোদ্ধারা দীনহীন" এই তিনটা লাইনইতো একটা কবিতা, একটা বাস্তববতা।
ভালো লাগেনি ১০ ডিসেম্বর, ২০১২
সূর্য ভাই, আমার কবিতা আপনার ভাল লেগেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ । ভাল থাকবেন ।
ভালো লাগেনি ১১ ডিসেম্বর, ২০১২
সালেহ মাহমুদ UNION ALL SELECT NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL# রুদ্ধ স্বাধীনতা ; জব্দ গণতন্ত্র ; আবদ্ধ বিবেক। // স্বাধীনতা আজ সংজ্ঞাহীন , মুক্তিযোদ্ধারা দীনহীন , // মুড় শাসকের ক্ষমতার যূপকাষ্ঠে। //... একেবারে বাস্তব চিত্র এঁকেছেন কবিতায়।
সালেহ ভাই, আমার কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ ।
ওসমান সজীব চমৎকর কবিতা
আমার কবিতা ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ ।
ম্যারিনা নাসরিন সীমা মুক্তিযুদ্ধের চেত্নায় সুন্দর লেখা । শুভকামনা ।
আপনার জন্য ও রইল অনেক অনেক শুভেচ্ছা ।
সিয়াম সোহানূর মুক্ত স্বদেশ; পোক্ত দুর্নীতি, রুদ্ধ স্বাধীনতা ; জব্দ গণতন্ত্র ; আবদ্ধ বিবেক। স্বাধীনতা আজ সংজ্ঞাহীন , মুক্তিযোদ্ধারা দীনহীন ,----- একেবারে বাস্তব চিত্র। ধন্যবাদ ও শুভাশীষ রইলো।
আপনার জন্য ও রইল অনেক অনেক শুভেচ্ছা ।
শাহ আকরাম রিয়াদ '''আজও সেই শানিত শক্তি লয়ে আশায় পথ চলেছে আগামীর তরে, আশাহত জনতার ভিড়ে ।।'' - ভাল লাগল।
ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ ।

০৪ আগষ্ট - ২০১১ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪