পতঙ্গ জীবন

এ কেমন প্রেম (আগষ্ট ২০১৬)

Dr. Zayed Bin Zakir (Shawon)
  • ১৪
  • ২৩
আমার কষ্টগুলো মিশিয়ে দিয়েছি আকাশে
আকাশ ছড়িয়েছে আর সুবিশাল নীলিমায়
দহন জ্বালা বপন করেছি অনূঢ়া ভূমিতে
ফসলের অপেক্ষায় কালাতিপাত করি-
তীব্রতার ঢেউগুলো আছড়ে পড়ে তুমি’তে!
ফোঁটা ফোঁটা যন্ত্রণা আমি সাপকে দিয়েছি-
সযতন লালনে তা পরিণত তীব্র বিষে-
রক্ত জমাট বাধিয়ে সব দুঃখ করুক লাঘব
তোমার শুভাগমন হে অতিথি ‘দংশন’!
গভীর আঁচড়ে সব ফালা ফালা হয়ে যাক
অবশিষ্ট থাকুক শুধু চাঁদের গায়ের দাগগুলো!
কাগজের উপরে আমার নামে কিছু লেখা-
ওগুলো স্বীকৃতি নয়- ছিল না কোন কালে
আমার নামে দুর্ভাগ্যের শমন জারি ছিল
হতভাগা আমার হয়নি কোন কালে দেখা।
আমার কষ্টগুলো শিশির হয়ে ঝরে-
শীতের অপেক্ষায় থাকে না;
দ্বিপ্রহরের প্রচন্ড উত্তাপেও স্নিগ্ধ আমেজে
ঝরে পড়তে থাকে খরাতপ্ত অতৃপ্ত দুই গালে।
আর মানুষ নয়,
এবার চাই তীব্র এক পতঙ্গ জীবন!
ভদ্রতার খোলস থেকে বেরিয়ে আসা প্রজাপতি হয়ে
আলিঙ্গনে জড়িয়ে নিতে চাই মর্মরিত মুক্ত সমীরণ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জলধারা মোহনা শাওন ভাই, কি যে অদ্ভুত সুন্দর লেখেন আপনি.. প্রতি লাইনে লাইনে মুগ্ধতা আসে। আর পতঙ্গ হলেও আপনি কবিই হতেন মনে হয় :p
প্রিন্স মাহমুদ হাসান শেষের কথাগুলো অসাধারণ ছিল।
প্রিন্স মাহমুদ হাসান "আর মানুষ নয়, এবার চাই তীব্র এক পতঙ্গ জীবন! ভদ্রতার খোলস থেকে বেরিয়ে আসা প্রজাপতি হয়ে আলিঙ্গনে জড়িয়ে নিতে চাই মর্মরিত মুক্ত সমীরণ।"
প্রিন্স মাহমুদ হাসান "আর মানুষ নয়, এবার চাই তীব্র এক পতঙ্গ জীবন! ভদ্রতার খোলস থেকে বেরিয়ে আসা প্রজাপতি হয়ে আলিঙ্গনে জড়িয়ে নিতে চাই মর্মরিত মুক্ত সমীরণ।"
ভুতুম প্যাঁচী বেশ ভালো লাগলো। শুভকামনা
সূর্য দুঃখ কষ্ট আবেগ অনুভতি সব ঝেরে ফেললে তো এমনই দাঁড়ায় "আর মানুষ নয়, এবার চাই তীব্র এক পতঙ্গ জীবন!" আসলে সব কি ঝেড়ে ফেলা যায়? যায় না বোধ হয়...
কাজী জাহাঙ্গীর আর মানুষ নয়, এবার চাই তীব্র এক পতঙ্গ জীবন! বর্তমান সময়ের উচ্ছন্নে যাওয়া কার্যকলাপের বিরুদ্ধে এটা একটা বলিষ্ট উচ্চারণ, এর সমর্থনে একটা ভোট আর সময় পেলে আমার পাতায় আসার আমন্ত্রন ।
কাব্যের কবি সুন্দর লিখেছেন। শুভকামনা
পন্ডিত মাহী "আমার কষ্টগুলো শিশির হয়ে ঝরে- শীতের অপেক্ষায় থাকে না" -- পুরো কবিতাটিই সুন্দর। ভাইয়াকে শুভকামনা
Fahmida Bari Bipu খুব ভালো লাগলো। মুগ্ধতা একরাশ।

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪