বাংলা আমার মা আমি বাংলার সন্তান
এই দেশের ধুলি কণা আমার বাসস্থান।
এই মাটি আকাশ বাতাস গাছপালার কাছে আছে
আমার হাজারো ঋণ,
দু'শ বছরের পরাধীনতা থেকে তোমাকে করতে স্বাধীন
হাজারো বাঙ্গালী হয়েছে বিলিন।
সালাম রফিক জব্বার আরো কত সস্তান
মায়ের মুখের বাংলা ভাষার জন্য
হয়েছে শহীদ দিয়েছে প্রাণ।
লাখো বাঙ্গালী দিয়ে জীবন
৭১এ তোমাকে করেছে স্বাধীন।
তোমার তুলনা শুধু তুমি রত্ন গর্ভা ভূমি
তোমার বুকে জন্ম নিয়ে গর্বিত আমি।
advertisement
আমার পড়তে ভালো লাগে,
শুভেচ্ছা রইল আপু
৭১এ তোমাকে করেছে স্বাধীন।
তোমার তুলনা শুধু তুমি রত্ন গর্ভা ভূমি
তোমার বুকে জন্ম নিয়ে গর্বিত আমি। //খুব ভালো।