অপত্যের জননী

প্রিয়ার চাহনি (মে ২০১২)

ইসমাইল বিন আবেদীন
  • ৩১
  • ১২৪
ওগো আমার প্রিয়তা,
তোমার অঞ্জনে যখন নীর বয়ে যায়
চিত্তে তখন প্রশ্ন জাগে ; তুমি কি সেই সিপ্রা স্রোতস্বিনী ?
যেখানে আমি পৌঁছুতে পারিনি !
তুমি এক মায়াবিনী ; তোমার মায়াবী দৃষ্টিতে
আমি খুঁজে পাই আমার বসুমতী-
যেখানে আমি নিত্য দিবস গড়ি।
তোমার ওষ্ঠে যখন হাসি ঝরে
মনে হয় এ যেন সুধাংশুর পূর্ণ প্রভা !
তোমার আনন এক সমর্থ প্রসূনে পরিণত হয়।
তখন আমার অধর কাঁপতেই ভাবি-
তুমি তো আমারই সুবাসিনী !
কণ্ঠে তোমার কথার মালা সাজাও যখন
সুর হয়ে তা বাজে আমার কানে
তুমি যে আমারই সুরের বীণা।
আর তাই তো সে মালা আমি পরি, আমার গলে।
ওগো ! তুমি যে আমার প্রণয়ী।
আর যখন কেবল তোমাকেই দেখি
তখন মনে হয় এ যে আমার অপত্যের জননী !
হ্যাঁ, তুমি যে আমার অপত্যেরই জননী।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ শামছুল আরেফিন দারুন রোম্যান্টিক কবিতা। খুব ভালো লাগলো।
স্বাধীন নারীর প্রতি অনুরাগের কত যে রূপ! কখনো মা কখনো বোন কখনো সন্তানের জননী........... সুন্দর কবিতা।
সেলিনা ইসলাম তখন মনে হয় এ যে আমার অপত্যের জননী ! হ্যাঁ, তুমি যে আমার অপত্যেরই জননী।----অসাধারণ কথামালা ! শুভেচ্ছা ও শুভকামনা
ম্যারিনা নাসরিন সীমা চমৎকার সব শব্দের বুননে চমৎকার কবিতা লিখেছেন ! সাধুবাদ !
আহমেদ সাবের স্ত্রীর প্রতি নিবেদিত চমৎকার আবেগময় পঙতিমালা। ভাল লাগল।
অবশেষে সেই কাঙ্খিত মন্তব্য টি পেলাম , আপনের প্রতি শুভকামনা |
ইসমাইল বিন আবেদীন যারা সুন্দর মন্তব্য করেছেন সবাইকে আমার ধন্যবাদ |
প্রদীপ খুব খুব খুব সুন্দর একটি কবিতা উপহার দিয়েছ দাদাভাই! খুব সুন্দর লাগলো কবিতা খানি পড়ে! ভালো থাকবেন! সঙ্গে ভাইয়ের ভালোবাসা টুকু জানিয়ে গেলাম!
জাফর পাঠাণ কবিতাটি লিখেছেন বেশ-তাই পেলাম ভালোর আবেশ ।ভোট না দিয়ে যায় কোথা-তাই ছুটলাম সেথা । শুভেচ্ছা।
সিয়াম সোহানূর চমৎকার আবেদনময়ী কবিতা। রীতিমত মুগ্ধ হলাম । শুভকামনা কবির জন্য।

২৬ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪