মমতাময়ী

গর্ব (অক্টোবর ২০১১)

ইসমাইল বিন আবেদীন
  • ৪২
  • 0
  • ৫৪
বাড়ি ফিরে মাকে যখন বলছি এলাম চলে,
অবাক হয়ে একটু হেসে নিলো আঁচল তলে।
আদর করে ডেকে আমায় বললো খোকা ওরে,
তোরে ছাড়া একটি দিনও মন বসে না ঘরে।
কপালে এক চুমু এঁকে লক্ষী সোনা বলে,
নয়নের মণি, জাদুরে কত দিন পরে এলে।

ফলে ফলে ভরে গেছে আম কাঁঠালের গাছ,
পুকুর জুড়ে বড় হয়েছে রুই কাতলা মাছ।
বৈয়াম ভরা কুলের আচার; গাছেতে জামরুল,
খেজুর গুড়ে দিয়ে রেখেছি আরও পাকা তেঁতুল।
হাড়ি ভরা চালের গুড়ি রেখেছি যতনে তুলি,
আসবে খোকা গড়ব তখন পিঠা ভাপা-পুলি।
সাদা ক্ষীরের জন্য তাই করেছি আতপ চাল,
তেলে ভাজা বড়া খেতে ছোলা মসুর ডাল।
গরম গরম রুটি খাবি করেছি গমের আটা,
গাছে ধরেছে থোঁকায় থোঁকায় সরু শজ্নে ডাটা।
মুড়ি মুড়কি কলাই বড়ি আরও যে কত কী,
বোতলে রয়েছে জমাট বাঁধা খাঁটি গাওয়া ঘি।
নতুন গাভীর বাছুর হবে মঙ্গল কিংবা বুধ,
পায়েস রেধে খাওয়াবো তোকে দিয়ে গরুর দুধ।

অনেক কথায় বলব আমি সোনা-মণি তোকে,
এতদিনে যত ব্যাথা জমে আছে বুকে।
মুখটা যেন শুকিয়ে গেছে জান্ বাঁচানো খেয়ে,
এখন খোকা খাবি চল পুকুর থেকে নেয়ে।
এসব কথা শুনে আমার গর্বে ভরে মন,
তিভুবনে নেই তো কোথাও এমন আপনজন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নিলাঞ্জনা নীল অনন্য কবিতা........
ফাতেমা প্রমি মা কে নিয়ে কবিতাটি বেশ হয়েছে।
সৌরভ শুভ (কৌশিক ) বাড়ি ফিরে মাকে যখন বলছি এলাম চলে,তোমার লেখা লাগলো ভালো ,গেলাম আমি বলে /
সূর্য ত্রিভুবনে নেই তো কোথাও এমন আপনজন।>>>> এরচে' সত্য কোন কথা হতে পারে না। "মা" এর কোন তুলনা হয় না। কবিতার আবেগ মন ছু'য়েছে।
ইসমাইল বিন আবেদীন সুমি অপু অনেক দন্যবাদ | আপনার মন্তব্য খুব ভালো হয়েছে |
সুমননাহার (সুমি ) সত্তি ভালো লিখেছেন, পরলাম মনে আর কষ্ট নেই তো?
ঝরা খাঁটি কথা।
রোদেলা শিশির (লাইজু মনি ) কুমড়ো ফুলে ফুলে নুয়ে পরেছে লতাটা , সজনে Datay ভরে গেছে গাছটা , আর আমি ডালের বরি শুকিয়ে রেখেছি...... ! পল্লী মায়ের স্মৃতি বিজরিত সেই কবিতাটি মনে করিয়ে দিলেন কেন ? যাই হোক ...... ! মায়ের নয়ন মনি ইসমাইল বিন আবেদিন ...., চরম..স ,গরম..স , নরম..স , মধুর..স , স্নেহমাখা আকুতির সুবিন্যস্ত বাস্তবায়ন ঘটিয়েছেন ! কবিতার বর্ণনভঙ্গি মর্মস্পর্শী ও হৃদয়গ্রাহী ... !
Azaha Sultan মায়ের আদর খোকার প্রতি সব সময় ছিল--আছে--থাকবেই--সন্তান যত দূরেই যাক্‌ মা সব সময় সন্তাদের পাশেই থাকে...দোয়ার ছায়া হয়ে.....খুব সুন্দর--
প্রজাপতি মন বাড়ি ফিরে মাকে যখন বলছি এলাম চলে, অবাক হয়ে একটু হেসে নিলো আঁচল তলে। আদর করে ডেকে আমায় বললো খোকা ওরে, তোরে ছাড়া একটি দিনও মন বসে না ঘরে। কপালে এক চুমু এঁকে লক্ষী সোনা বলে, নয়নের মণি, জাদুরে কত দিন পরে এলে। খুব খুব ভালো লাগলো আপনার কবিতা। মায়েদের স্নেহের বারিধারা ঝরে পরে সবসময় সন্তানের উপর এমনি করে তাই মা-ই আমাদের গর্ব।

২৬ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪