অ্যাক্রলিক চাহনি

প্রিয়ার চাহনি (মে ২০১২)

মামুন ম. আজিজ
  • ৫০
  • ৭৫
সাদা ক্যানভাস,সোনালী নকশার কালো ফ্রেম
সাদা দেয়াল, ক্যানভাসে কেবল একজোড়া চোখ;
অ্যাক্রলিক পেন্টিং, উজ্জ্বল রঙ, সামান্য ত্রিমাত্রিক।
দর্শক কবির হঠাৎ পলকহীন চোখজোড়া তার
টেনে ধরে পায়ের বলিষ্ঠ পেশি, টানটান অনুভূতি
অনঢ়, হতচকিত প্রাণ তবুও গভীরে প্রচণ্ড গতি।

মনে পাওয়ার হাউসের বাতাস চুষে নিয়েছে
ধেয়ে আসা মহাজাগতিক অচেনা গ্রহের মহাকর্ষ;
বাতাসহীন, তাই অবিরত ঘুরছে টার্বাইন।
দর্শক কবির স্মৃতির ওয়াইডস্ত্রীনে তাই যেন ঐ
ক্রমাগত ফুটে ওঠে দৃশ্যত হাজারো নারীর জোড়া চোখ
তার মাঝে ক্যানভাসে মিলে যায় এক জোড়া দুঃখবোধ।

বা পাশের জানালায় ক্রমাগত রোদের টোকা পড়ে,
বাদাম গাছটার গোল পাতা ক্যানভাসে ধূসর ছায়া হয়ে
দর্শক কবির স্মৃতি পথের যৌগিক হাঁটায় বাধ সাধে;
ক্যানভাসের চোখ ঘিরে ফুটে ওঠে এক অতীত স্পষ্ট -
পরাজিত ভালবাসা, ছলছল চোখ-ফেলে আসা এক নারী
অ্যাক্রলিক চাহনি মাঝে সেই সে পুরানো দিনের আহাজারি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রনীল N/A UNION ALL SELECT NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL# কবিতায় একটা গল্প ছিল মনে হয়... পুরোপুরি ধরতে পারিনি... তবে থিম টা ভালো লেগেছে... রোদের টোকা শব্দটি সুন্দর...
এস, এম, ইমদাদুল ইসলাম " অ্যাক্রলিক পেন্টিং, উজ্জ্বল রঙ, সামান্য ত্রিমাত্রিক , অ্যাক্রলিক চাহনি--- " প্রযুক্তির ভাষায় প্রিয়ার চোখের চাহনি ? সেই নজরুল ইসলামের প্রিয়াকে যেমন খোপায় তারার ফুল , তৃতিয়া তিথির চৈতি চাদের দুল ---পরিয়ে সাজাতে চেয়ছেন -তেমনই উপমা ---সত্যিই অনেক শক্তিশালী লেখা । খুব ভাল লাগল ।
খন্দকার নাহিদ হোসেন উপমার কারুকাজ মন মাতালো...। আর কবিতাও অন্যরকম সুন্দর...।
নিলাঞ্জনা নীল কি কঠিন কঠিন শব্দ। খুব সুন্দর লিখছেন।
আসিফ আবরার বেশ ভালো। শুভেচ্ছা।
আহমেদ সাবের ক্যানভাসে দুঃখবোধ, অতীত, "পরাজিত ভালবাসা"। মধ্য প্যারায় স্মৃতির গভীরে হানা দেবার প্রকৌশলিক বর্ণনা। এবং একটা চমৎকার কবিতা।
Azaha Sultan অসম্ভব সুন্দর কবিতা ভাই, এবং অসম্ভব ভাল লাগল.........তবে অ্যাক্রলিক চাহনি--ফ্রেমে বন্দি, দেয়ালে টাঙানো কোনো প্রাণহীন চিত্রের স্বাভাবিক চাহনি নাকি? ক্যানভাসে কোনো প্রিয়জনার ছবি......দর্শক কবি তাই দেখে মুগ্ধ......ধন্যবাদ
সোহেল মাহরুফ মামুন ভাই কোন সন্দেহ নাই যে আপনার হাতে এখনও ধুপধাপ ভাল কবিতা হচ্ছে। ভীষণ ভাল লাগলো। অনেক শুভ কামনা।
স্বাধীন মরুভূমিই জানে ঘাসের কি কদর। স্মৃতির আচ্ছাদন উঠে এলেই কষ্টের ধুলোরা উড়ে মনের ওয়াইড স্ক্রিণে। আধুনিক সুন্দর কবিতা।
মিলন বনিক সাদা দেয়াল, ক্যানভাসে কেবল একজোড়া চোখ..ঠিক এই একজোড়া চোখ দিয়েই পড়লাম আর কবিতার প্রতি অসীম ভালো লাগা জানিয়ে গেলাম..শুভ কামনা...

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪