অথচ সহজ শব্দগুলোই যথেষ্ট

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০১২)

মামুন ম. আজিজ
  • ৩৪
কেউ কেউ আমার পরিচিত জন বলেছিল সহজ সহজ শব্দে কবিতা লিখতে; অথচ
তা নিয়ে ভেবেছি আর সে ভাবনার ফল-‘সহজ শব্দ মানেই ঠিক সহজ বোধ নয়’।

কচুরিপানার মত ফোলা ফোলা অবয়বে একের পর এক গড়ে ওঠা টিভি চ্যানেল রোজ-
রোজ খুব সহজ শব্দে সংলাপ নামে তর্কের বেসাতি চলে; সকলেই বাংলায় কথা বলে,
দোষারোপ করে পরস্পর, অথচ পরস্পর বিপরীত দুটো ঘটনা একসাথে কভূ সত্য নয়।
তাহলে প্রমান পেলাম-সহজ শব্দ আর বাক্যে সুধীজনেরাও কেউ কেউ প্রহসন করে।
স্বাধীনতার সেই প্রাথমিক অংকুর ক্ষণে, সেই বায়ান্ন সালের অমর ভাষা আন্দোলনে
খুব সহজ শব্দ, সহজ বাক্য - ‘রাষ্ট্র ভাষা বাংলা চাই ’, তবুও তা বোঝেনি ভ্রষ্ট শাসক;
তারা কেবল কঠিন, রুঢ আর নিষ্ঠুর গুলির আওয়াজ বুঝত,রক্ত দেখে উল্লাসে মাতত;
অথচ সেই সহজ শব্দগুলোরই জয় হলো, আমরা পেলাম স্বাধীন মাতৃভাষা -‘বাংলা’।

তারপর সে ভাষার যুদ্ধ শেষ, তারপর সেই সহজ স্বাধীনতার কঠিন প্রাপ্তিও শেষ-কিন্তু
তারপরও সহজ শব্দগুলো আজ আমরা বাঙালী যারা স্বাধীন তারা এখন আর বুঝিনা।
ঐক্য, সুখ, শান্তি, উন্নতির তরে একমতে এগিয়ে চলা, প্রতিহিংসার মিথ্যে খেলা বন্ধ-
এই শব্দগুলো মুর্খ জনের কাছেও সহজ সে আমি বিশ্বাস না করে পারিনা। আর এগুলো
যদি কঠিন শব্দই হয় তবে ষাটের দশকে হাংরি আন্দোলনের নাম বিদগ্ধ কবি জনেরা
ক্ষুধার্ত আন্দোলইন রাখত। মূলত অভিব্যক্তিই মুখ্য- যেমন একুশের ভাষা আন্দোলনের
অপরিহার্য প্রয়োজন ছিল কারন আমাদের মাতৃভাষার প্রয়োজন ছিল, ভাষাহারা দুস্থ জাতি
স্বাধীনতা চাওয়ার সুযোগই পেতনা সেদিন যদি হেরে যেত ভাষা, যদি রুদ্ধ হত কণ্ঠ!

সেই একই ভাষার মানুষগুলোর মন আজ বড্ড বেশি শক্রুসম শব্দ আর বাক্যে ঠাসা;
মুহু মুহু প্রয়োগ হচ্ছে;আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে, মুখে হাসি ফুটছে সবার;
অথচ দেশ মায়ের পিঠে কোরবানীর পশুর ন্যায় চেপে বসেছি আমরা এক অসুস্থ ঝগড়ায়;
মায়ের কণ্ঠই তো রুদ্ধ প্রায়- সহজ কিংবা কঠিন কোন শব্দই সে আমাদের শোনানোর
সুযোগ পায়না,সে শব্দগুলো খুব সহজে হয়তো কবর দিত সকল ভ্রান্তি,যে শব্দগুলো দূর
করে দিত সকল প্রতিহিংসা আর স্বার্থ জড়িত রাজনীতি। আরেকটা অমর একুশ দরকার
তাই বুঝি আজ,; সে একুশের একতায় সহজ শান্তির শব্দ বেরোবে দেশ মায়ের রুদ্ধ কণ্ঠে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ শামছুল আরেফিন কবিতা সর্বদা খুব মন দিয়ে পড়ি আমি। এখনো পড়লাম। ভোটও দিবো কমেন্ট সেশে। কিন্তু কি কমেন্ট করব তাই তো ভেবে পাচ্ছিনা। এই কবিতায় কমেন্ট করার মত জ্ঞান আমার আজ অবধি হয়নি।
ভালো লাগেনি ২৮ ফেব্রুয়ারী, ২০১২
মুহাম্মাদ মিজানুর রহমান আরেকটা অমর একুশ দরকার তাই বুঝি আজ,; সে একুশের একতায় সহজ শান্তির শব্দ বেরোবে দেশ মায়ের রুদ্ধ কণ্ঠে। ..........কবির কামনায় আমিও সামিল হলাম.......অসাধারণ.......
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১২
সাইফুল করীম বক্তব্য নির্ভর কবিতা। তবে কবি চাইলে আরো বাঙময় হতে পারতো বোধ করি। ভাল থাকবেন সতত।
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১২
আহমাদ মুকুল সমকালীন সাহিত্য চর্চার কিছু কিছু পাওয়া যায় কয়েকজনের লেখাতে, আপনি তার মাঝে অন্যতম। অনেক সাধুবাদ।
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১২
মণি হায়দারের স্টাইল শুরু কবরলেন যে...
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১২
হা হা....বেশ সমসাময়িক কথা। মণি হায়দাররা তো কিছুই দেখেন না। আমাদের ছোট নজরে তো বেশ পাই।
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১২
মাহমুদুল হাসান ফেরদৌস আপনার লেখাটি পড়ে যেন দেশে ঘটে চলা ঘটনাগুলোকে দেখলাম। আমার আরেকটি একুশ চাইনা। ভালো থাকুন।
ভালো লাগেনি ২৫ ফেব্রুয়ারী, ২০১২
মাহ্ফুজা নাহার তুলি অনেক ভালো লাগলো.....দারুন......
সোহেল মাহরুফ ভাল লাগলো।
ভালো লাগেনি ২৩ ফেব্রুয়ারী, ২০১২
সূর্য ‘সহজ শব্দ মানেই ঠিক সহজ বোধ নয়’...... কথাটা সত্যিই ভাবনার দুয়ার খুলে দেয়। ভাল লেগেছে মামুন......☼
ভালো লাগেনি ২২ ফেব্রুয়ারী, ২০১২
মনির মুকুল ভাবনা জাগানিয়া অনুভূতির সুন্দর প্রকাশ।
ভালো লাগেনি ২২ ফেব্রুয়ারী, ২০১২
মিজানুর রহমান রানা মুহু মুহু প্রয়োগ হচ্ছে;আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে, মুখে হাসি ফুটছে সবার; অথচ দেশ মায়ের পিঠে কোরবানীর পশুর ন্যায় চেপে বসেছি আমরা এক অসুস্থ ঝগড়ায়; মায়ের কণ্ঠই তো রুদ্ধ প্রায়- সহজ কিংবা কঠিন কোন শব্দই সে আমাদের শোনানোর সুযোগ পায়না,----------একদম বাস্তব কথা।-------
ভালো লাগেনি ২১ ফেব্রুয়ারী, ২০১২

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪