শূন্যতার গর্ব

গর্ব (অক্টোবর ২০১১)

ওবাইদুল হক
  • ৬৮
  • 0
  • ১৭২
জীবনের এমনতো কোন মহৎ কর্ম নেই
যা নিয়ে গভীর গোপনে গর্ব করি
তবুও ভাবী
কোথাও কি এমন কর্ম করেছি ।
হয়তবা !
একদা বিকেল বেলা
নিরাশ মনে হাঁটছি একেলা
দুই দিনের উপবাস
পূঁজি পকেটের দশটা টাকা
মুঠোয় চেপে ধরি
আর কিছু দিন যায়নি রাখা ।
দেখি এক বৃদ্ধা পথের বাঁকে লুটিয়ে পড়েছে
ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারছেনা ।
ধারে গিয়ে ধরে উটালাম তারে
বললাম চাচা
আপনাকে ঘরে পৌছে দিই !
চাচা বলে না রে বাঁচা
মনে হয় আমি আর বাচবনা
তিন ধরে আছি অনাহারে
কেউতো আমার দিকে ফিরেও তাকায়না ।
দেখি অভিমানী ক্ষুভে বলে
নিজ হাতে অস্ত্র ধরে দেশকে করেছি স্বাধীন
আমার বাস্তবতার কাছে আমি আজোও পরাধীন ।
এই কি মাতৃকার প্রতিদান ।
আমি নতশিরে অশ্রুনীড়ে
চাঁচা
এই নাও
আমার কাছে মাত্র দশটা টাকা
তবে যদি পার আমায় কোথাও বন্ধক রেখে
আপনার জীবনের আয়ুর অন্ন মিটাও ।
আমার কোন আর্জ নেই
আপন মনে মাথাপেতে নেব
মাতৃভূমির জন্যে ।
তবুও হয়ত পেটের ক্ষুধা মিটবে
আপনার মনের ক্ষুধা মিটাতে পারবনা ।
চাঁচা দেখি নির্ভাক
জবাব নেই ,
বলে হাইরে বাঁচা
আজ আমি পেয়েছি আমার দিশা
তোর দশ টাকা আজ আমার হাজারের মান
তোরে লয়ে গর্ব করি ঐ বীরত্ব সমান ।
আমি বললাম
চাঁচা
আমার ক্ষুধায়ত আমি ক্ষুধিত নয়
আপনার মনের ক্ষুধায়
আমার মনের ক্ষুধাকে করেছে ক্ষয় ।
আমিতো নিজেও জানিনা
আসলেই আমার কি পরিচয় ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওবাইদুল হক অনেক ধন্রবাদ মকুল ভাই
আহমাদ মুকুল দু’জনের কথকতায় দারুন কবিতা। ভুর-ত্রুটিগুলো উৎরে হোঁচট এড়িয়ে অসাধারন ম্যাসেজটি পেলাম। হৃদয় ছুঁয়ে যাওয়া এক রচনা। অনেক সাধুবাদ তোমাকে।
ওবাইদুল হক thank you shuhel commet for my poem . and this month i was post one poem . i dont know how i was writhing my poem . (kobita ) all the best .
সোহেল মাহরুফ ভাল লাগলো। শুভ কামনা।
ওবাইদুল হক ধন্যবাদ সকলকে ।
মামুন ম. আজিজ পরিচয় জানা বড় কষ্টের
ওবাইদুল হক আপনাকে অনেক ধন্যবাদ হাসিনা কাজল । তবে জীবনের এমন ভাব আগে কখনো আনতে পারিনি । সেই জন্য আরেকবার ধন্যবাদ ।
হাসিনা আক্তার কাজল আমার ক্ষুধায়ত আমি ক্ষুধিত নয় আপনার মনের ক্ষুধায় আমার মনের ক্ষুধাকে করেছে ক্ষয় । আমিতো নিজেও জানিনা আসলেই আমার কি পরিচয়......চমৎকার।
ওবাইদুল হক আবারো সকলকে অনেক ধন্যবাদ আমাকে কমেট করার জন্য । আসলে কাজের অনেক চাপ তাই আগের মত তেমন সময় দিতে পারিনা । দুঃখিত । সময় পেলেই দৌড় দিয়ে চলে আসব ধন্যবাদ । সকলে ।
ওবাইদুল হক অনেক ধন্যবাদ ফাদাহ ভাই । তবে মনের আবেগকে তুমিও যখন পুশবে তখন তুমিও নিজেকে জানতে পারবে । আসল আর বাস্তব কাকে বলে । এমন এক কঠিণ জীবনের সাথে বাস করছি বলতে অনেক কষ্ট হয় । তবুও বুকে চেপে রাখি । কিছু মনে করোনা কষ্টের আবগে কিছু ছুড়ে দিলাম । ধন্যবাদ ।

৩১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী