প্রতিদানের কষ্ট

কষ্ট (জুন ২০১১)

ওবাইদুল হক
  • ১০২
  • 0
তোমা হতে পাবার আশায় তোমারে করিনি দান !
আমার অসহায় দিনে,/ তুমি নাহি দাও আমার সেই প্রতিদান ।
তবে মোরে সন্ন্যাসী ভেবে এত খানি করোনে অপমান ,
এতেই হবে মোর অপ্রতুল অভিনব নিদারুণ কষ্ট ,
যাহা ধরণীর কোলে অহরহ বহমান প্রতীয়মান ।
আমিতো জনম দুখী ?
সুখ রশ্মির ছোঁয়া কভু মেলেনা ,তোমার রয়েছে জানা, আমার যাতনা ,
তাই বলে ভিক্ষুরে এত খানি লজ্জা দিওনা ।
আমা ধাঁর যাহা ছিল , যবে ছিল , সবই তোমারে করেছি দান ।
আজ তুমি মহা রাজ, সাধু বাবু সাজ ,
সাঁঝ বিকেলের কিরণ সন্তাপ সবেতে লাগে লাজ / সে বেমানান
অতি বিনয়েতে অশ্রু জড়িল সেদিন / হে স্বাধীন ,
আমার সম্মুখ পানে বক্ষ ফোলে গেলে,/ ভাবিলে সেই আমি তোমার ক্রীতদাস ।
হয়ত সেদিন ভুলিয়া গিয়াছ,
অনাহার উপবাসে কাঁটছেনা আর তোমার বেলা ।
আজ যদি সে করুনের মূল্য দিতে তুমি
তোমার পাদল কদমে কদমে থম্কিত অশ্রু ধৌত দোলা ।
তবে তোমারে ধিক্কার নাহি দিই ,শুধুই মিনতি করি
তুমি সভ্য হও ,অতীত মুছে না যাক করি আকুতি ।
তুমি ভোবেনা ---
তোমা হতে পাবার আশায় তোমারে করিনি দান
আমার অসহায় দিনে,/ তুমি নাহি দাও, আমার সেই প্রতিদান \\
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওবাইদুল হক অনেক ধন্যবাদ ঝরা আপনার সুন্দর কমেটের জন্য ।
ঝরা কবিতাটি ভালো তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন আমিতো জনম দুঃখী ?এরপর এই ? চিন্নটি কেন?
ওবাইদুল হক আসলে আপনার কমেট গুলো আমাকে আগামীর পথ চলার সাহস যোগাবে । নাহিদ ভাই আমি অতন্ত আনন্দিত আপনার সুন্দর কমেটে । তবে আপনার সুত্র ধরে একটু বলতে চাই কম` জীবনের বাস্তবতা আর সপ্নবিলাসি কাল্পনীক অনেক ব্যবধান আছে । অনেক সময় ইচ্ছা থাকলেও সময় অন্তরায় হয়ে দাঁড়ায় । তবুও আমার ভুল গুলো আগামীতে শেখার আবিভা`ব মনে করি । দোয়া সামনে যেন আরো ভাল লেখা ইপহার দিতে পারি । ধন্যবাদ ।
ওবাইদুল হক আপনাকে অনেক ধন্যবাদ মামুন ভাই আমাকে সুন্দর একটা উপদেশ দেওয়ার জন্য ।
খন্দকার নাহিদ হোসেন obaidul ভাই, অনেক সুন্দর একটা কবিতা। আপনি ভালো লিখবেন সে আমি আগেই জানতাম। কিন্তু কথা ছিল আপনি শব্দ নিয়ে ভাববেন, কই তার প্রমাণ তো পেলামনা। নাকি আপনি আপনার মাঝে আটকে গেছেন?
মামুন ম. আজিজ সুন্দর হয়েছে। শব্দ চয়নে আরেকটু আধূনিকতার পরিচয় ভবিষ্যতে আশা করছি।
ওবাইদুল হক গল্প কবিতার সকল বন্ধূদেরকে অনেক ধন্যবাদ । আর যারা আমার কবিতায় কমেট করেছেন তাদেরকেও আরো অনেক ধন্যবাদ ।
ওবাইদুল হক ধন্যবাদ আকাশ ভাই সব সময় চেষ্টা করব । কারন আপনাদের কাছ থেকে তো শিখা ।
Akther Hossain (আকাশ) চিন্হর সঠিক ব্যবহার করুন তাহলে আরো ভালো হবে.
ওবাইদুল হক ধন্যবাদ শিহাব ভাই আমার কবিতায় কমেট করার জন্য ।

৩১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪