ছায়া এসে জড়িয়ে ধরে মাতাল আমার শরীর।
ছায়া তুমি, বদ্ধ আমি।
আমি গত জীবন থেকে ভেবে রেখেছি 'আমি' হবো।
কিন্তু 'আমি' হওয়া যায়না।
পেছনে অনেক দায়িত্ব, অনেক মুখ-
চেপে রাখে আমার বুক।
আমিতো হাওয়া হতে চাই, জুড়ে থাকতে চাই নিঃশ্বাসে নিঃশ্বাসে।
পেটে জীবগুলো টুটি চেপে ধরে পাঠিয়ে দেয় এসির হাওয়ায়।
আমি মাছ হতে চাই- বৃস্টির দিনে বানের পানিতে নদীতে তারপর সমুদ্রে যেতে চাই।
পুকুরের পুচকে মাছ শিকারির আধার খেয়ে টুটিতে চেপে থাকে বড়শি।
আমি হতে চাই বাউল এক।
অথচ আয়নায় নোংরা আমি-
শরীর জুড়ে ভন্ডামি, নরকের বমি।
শেষটা দেখেই যেন থামি।
শেষটা দেখেই যেন থামি। চমৎকার উপলব্দি....অনেক ভালো লাগা.....
চেপে রাখে আমার বুক।
আমিতো হাওয়া হতে চাই, জুড়ে থাকতে চাই নিঃশ্বাসে নিঃশ্বাসে।.............// খুব ভাল লাগলো রোমেল আপনার কবিতা........অনেক ধন্যবাদ আপনাকে...............
কিন্তু 'আমি' হওয়া যায়না।..অনেক সুন্দর একটি কবিতা পড়ে ভাল লাগল।অনেক ..অনেক ..শুভেচ্ছা রইল।