ঝক্কি দিয়া ওঠ!

স্বাধীনতা (মার্চ ২০১১)

প্রদ্যোত
  • ২১
  • 0
  • ৫৯
টকটক লাল রক্তের বইন্যায়
দ্যাশটারে গোসল করাইয়া দিয়া ভাবছিলাম -
এই মাদি পবিত্র হইবো - হয় নাই।
সবুজ পতাকার অন্তরের মইধ্যে
গণগনা সূর্য আইক্যা দিয়া ভবছিলাম -
সব আন্ধার কাইট্যা যাইবো - কাডে নাই।

দুই-একখান যা ক্যানসারের জীবানু ছিল এই জমিনে;
হেইগুলান আইজ বংশ বাড়াইতে বাড়াইতে
সারা দ্যাশ ছাইয়া ফ্যালাইছে।
ছোড ছোড ক্যানসারের বাচ্চারা আইজ
ওয়াঁ ওয়াঁ করতে করতে -
মোগো টুটি চাইপ্যা ধরতে চায়!
মোরা কিছুই করবার পারিনা!

আর মোগো পোলাপানেরা!
যাগো লাইগা এল.এম.জি হাতে -
নয়ডা মাস ধাবড়া-ধাবড়ি করছি,
কতা কইছি বুলেটের লগে,
হাত ভিজাইছি; জানের দোস্্তের বুকেরত্ন ফিন্কি দিয়া ছোডা রক্তে।
হেই পোলাপানগুলান, হেই মর্দ্দা জুয়ানগুলান!
আইজ স্বাধীনতার কেচ্ছা হোন্লে ?!
কান মোচড়াইতে মোচড়াইতে সইরা যায়,
ডিশের চ্যানেল অন্ কইরা, চক্ষু বড়বড় কইরা -
মাধুরী-ম্যাডোনার মাজা-ঢুলাইন্যা ন্যাংটা নাচোন দ্যাহে
আর মারহাবা মারহাবা কইয়া চিক্কুর পারে।
স্বাধীনতার কতা হ্যাগো ভালো লাগেনা,
গল্প গল্প মনে হয়।

ওরে, স্বাধীনতার মর্ম তোরা বুঝবি ক্যামনে!
মোঁয়া আইন্যা দিছি, মচ্মচাইয়্যা খাইতে আছস্,
ফুরাইয়া গ্যালে বুঝবি মো্ঁয়ার স্বাদ!

আইজ এ্যাত্তোগুলান বছর পরও যহন দেহি -
চাঁন-তারা আকইন্যা টুপি পইরা
হগুনগুলান্ ঘোরে আমার দ্যাশে;
বুকের মইধ্যে ছ্যাৎ কইরা ওডে তান্ডবের ভয়ে!
আর তোরা হ্যাগোর ভন্ডামীর লেকচার -
হজম কইরা ফ্যালাস ঘুমের বড়ির ল্যাহান!

যহন দেহি হেই বেজম্মাগো পয়দা করা কুত্তাগুলান
তোগো বইনেগো ইজ্জত লইয়া মাতম করে,
খাবলাইয়া খাবলাইয়া খায় মোগো স্বাধীন শরিলডা!
রক্তের মইধ্যে তুফান ওডে,
ইচ্ছা করে আবার ঝাপাইয়া পড়ি - পারিনা!
মরার বয়স আর পঙ্গুত্ব আকড়াইয়া ধরে।
আর তোরা!
তোরা তহন গাঞ্জার কল্কিতে দম দিয়া -
রাজা-বাদশা সাজ্স,
ডাইলের বোতলে চুব্নি খাইয়া -
দ্যাখোস রঙ্গিন হপ্পন,
্তুআমার সোনার বাংলা' গান ভুইল্যা -
্তুওলে ওলে' আর তুহাম্বা হাম্বা' কইরা
দামড়া বাছুরডার লাহান ফাল পাড়স্!
তোগো শরিলের গিডেগিডে জং ধইরা গ্যাছে,
কাল হইছে রক্ত আর মাথা খাইছে নেশায়!

বুঝবি!
যেইদিন ওরা তোগো মা-বইনেরে ছিড়া-খাইয়া
তোগো হাত-পা'র রগ কাটবো, নরলিতে চালাইবো খুর;
হেইদিন বুঝবি!
ডিশের নাচ্ন আর ডাইল-গাঞ্জার মজা কারে কয়!

এহনও সময় আছে বাপ!
রক্তের মইধ্যে আগুন জ্বালাইয়া, ঝাক্কি দিয়া ওঠ্!
রক্ষা কর তোগো উত্তরাধিকারে পাওয়া
এই স্বাধীনতা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
rakib is সত্যি, আমাদের কিছু পরিবর্তন দরকার এবং দরকার কিছু বিদ্রোহী ডাক, যাতে সিস্টেমকে আবার নতুন করে ঢালে সাজানো যায়. i do respect your thoughts and the way you speech. we need your lead to change us all. cheers!! রাকিব
প্রজাপতি মন প্রদ্যোত আপনার কবিতাটি পরে ভালো লাগলো, তবে কিছু কিছু জায়গায় বানান ভুল থাকায় লিখার মাধুর্য মাঝে মাঝে ক্ষুন্ন হয়েছে. তবে থিম টা খুব চমত্কার হয়েছে. শেষ লাইন গুলো অসাধারণ লাগলো . "এহনও সময় আছে বাপ! রক্তের মইধ্যে আগুন জ্বালাইয়া, ঝাক্কি দিয়া ওঠ্! রক্ষা কর তোগো উত্তরাধিকারে পাওয়া এই স্বাধীনতা। "
বিন আরফান. পরে আমার রিদয় ঝক্কি দিয়া উঠল. অপূর্ব লিখেছেন.আমি অভিভূত. দুয়া রইল. আরো ভালো লিখুন. আমার লেখা বঙ্গলিপি পড়ার আমন্ত্রণ রইল. http://www.golpokobita.com/golpokobita/article/736/372
বিষণ্ন সুমন দাদা আপনি তো মাথা ঘুরিয়ে দিয়াছেন. এরকম ভালো আরো অনেক চাই. আশা করি আমার লিখাগুলু পড়ে দেখবেন.
Sultan Mojid আপনার কবিতায় elements আছে... সবাই বুঝতে পারবে না...সুন্দর একটা কবিতা...
বিপ্রদাস অনেক সুন্দর হয়েছে।
প্রদ্যোত কবিতাটি আবৃত্তির আকর্ষণ বৃদ্ধি করতে মিশ্র আঞ্চলীক ভাষায় লেখা ... শুভেচ্ছান্তে ... আপনাদের প্রদ্যোত
প্রদ্যোত কবিতাটির প্রথম শব্দটি "টক-টকা" এবং তৃতীয় লাইন-এর দ্বিতীয় শব্দটি "মাডি" হবে. আমি লিখেছিলাম অন্য ফন্টে. এডিটিংএর সময় হয়ত পরিবর্তন হয়ে যেতে পারে. আশাকরি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন... শুভেচ্ছান্তে ... আপনাদের প্রদ্যোত
প্রদ্যোত সবাইকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্য এবং সমালোচনার জন্য. বানান, চন্দ্রবিন্দুর ভুল ইত্যাদি ফন্টএর কারণে হযেছে. আমি লিখেছিলাম অন্য ফন্টে. এডিটিংএর সময় হয়ত পরিবর্তন হয়ে যেতে পারে. আশাকরি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন... শুভেচ্ছান্তে ... আপনাদের প্রদ্যোত

৩১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৫৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী