ফেরা

গ্রাম-বাংলা (নভেম্বর ২০১১)

পাঁচ হাজার
  • ৯২
আমি জন্মেছি তব কোলে মাটির মমতায়
মিশে রব ঘোলাজল নদী-বিল মোহনায়।
হেমন্তের কাঁশফুল ঝরা ধু ধু বালুচরে
ফিরে ফিরে তোর কোলে হাজার বছর ধরে।

এমনি করেই ফিরে আমি মেখে সোঁদা মাটি
পদচিহ্ন রেখে ঘাস-গালিচার পথে হাটি।
ক্ষেত ভরা যুবতি ফসল ধান শীষ দেখে
শিউলী ফুলের সুরভিত রেণু গায়ে মেখে।

চেনাসুরে হেটে যাই গ্রাম্য মেঠো পথ ধরে
গোধূলীকে পিছু ফেলে মোর চির সুখী নীড়ে।
বাঁশের ঝাড়ে চাঁদ গলে পড়া পূর্ণিমা রাতে
কত শোভা এ রূপ! প্রকৃতির মায়াবী হাতে।

লক্ষ্মী পেঁচার ক্ষুদার্ত কান্না, ডাহুকের ডাকে
ভরা ক্ষেত ঘেরা- মরা নদী, তিতাসের বাঁকে।
রাখালী করুণ বাঁশি আর ভাটিয়ালী গান
মিলে-মিশে প্রতি শিরায়, নাচে মন ও প্রাণ।

যতবার জন্ম, আমি যেন আসি ফিরে ফিরে
আমারি গ্রামে, মাটির পরশ ছোয়া কুটিরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
পাঁচ হাজার মন্তব্যের ধারা ধরে ভেবেছিলাম বেশ ভাল ভোট পাব (সেরা ২৫শে যাওয়ার দুঃস্বপ্নও দেখছিলাম)। ভেবেছিলাম অন্তত ৪৫গুন ২ করে হলেও ৯০ পাওয়া যেতে পারে, হা হা হা জীবনটাইতো সরল অংকে চলে না, সেখানে ভোটের জটিল সেট মিলানো হিসাবে চেষ্টা সময়োপচয় ছাড়া কিছুই না। যাক যে কোন ভাবে মোট ৬৩তো পেয়ে গেছি, শুন্য যে নয় তাইতো বড় পাওয়া। সবাইকে কৃতজ্ঞতা রইল, এবং কৃতজ্ঞতা পাশে আবদ্ধ রইব সব সময়।
পাঁচ হাজার মামুন ম.আজিজ , আপনার কাছ থেকে এমন কমপ্লিম্যান্ট পেলে মনে হয় আসলেই ভাল কবিতা হয়েছে। অনেক কৃতজ্ঞতা।
পাঁচ হাজার অদিতি, থ্যাঙ্কু ভ্যারি মাচ।
পাঁচ হাজার ম্যারিনা নাসরিন সীমা, আপু আপনাকে কৃতজ্ঞতা পড়ার জন্য। আরো ধন্যবাদ মন্তব্যের জন্য-যা আমাকে আরো ভাল লিখতে অনুপ্রাণিত করবে।
পাঁচ হাজার সোহেল মাহরুফ, ভাল কবি ভাল বলেছেন, আমারও অনেক ভাল লেগেছে ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।
মামুন ম. আজিজ অনেক ঝরঝরে এবং ভালো হয়ছে কবিতা
অদিতি একটা অসাধারণ কবিতা। গ্রামের পুরো সৌন্দর্য ছন্দে ধরছেন।
ম্যারিনা নাসরিন সীমা চমৎকার কবিতা ! গ্রামবাংলার অনেক গুলো বিষয়কে খুব সুন্দরভাবে উপ্সথাপন করেছেন । শুভকামনা ।
সোহেল মাহরুফ ভীষণ ভাল লাগলো। অনেক শুভ কামনা।
পাঁচ হাজার শিশির সিক্ত পল্লব, অনেক অনেক ভাল লাগার পরশ বুলিয়ে দিলেন। কৃতজ্ঞতা রইল আপনার জন্য।

০৭ জুন - ২০১১ গল্প/কবিতা: ১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪