গল্পের ঝুলি, খোকার জন্যে

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০১২)

তানভীর আহমেদ
  • ৪১
  • ২২
ভাষার বাগানে ফুটুক ফুল গুচ্ছ গুচ্ছ শব্দকলায়-
সকালের নরম রদ্দুর মাগো তোমার খোকার বর্ণমালায়,
বর্ণে বর্ণে খোকা খুঁজে নিক ভেঁজা মাটির ঘ্রাণ, ওমা-
তোমার স্নেহের চুম্বন, ভালবাসার উষ্ণতা;

ভাষার বাগানে অজস্র ফুলের শব্দ-
ফুলে ফুলে গাঁথা হবে কবিতা-
গাঁথা হবে কবিতায় চুপি চুপি খোকার অস্ফুটস্বর,
অথবা সদ্যফোঁটা শাপলাকুঁড়িতে খোকার বিস্ময়বৃত্তান্ত;

লেখা হবে দুপুর শব্দে শব্দে-
দুপুরের কণ্ঠা জড়িয়ে উতলা লাউয়ের ডগা;
দুপুরের পৌরুষ এইবেলা ধানক্ষেতে, ধনু’বাঁকা কৃষকের
স্বপ্নভরা চোখেমুখে-গ্রীবায়-হাতে, কাস্তের ঠোঁটে;
দুপুরে তোমার খোকা মাগো তালপুকুরে ঝাপুর-ঝুপুর!

শব্দে শব্দে বাংলভাষা, ওমা ফেব্রুয়ারি মাস!
তোমার খোকা শুনবে ভাষার গান, বায়ান্নের ইতিহাস-
বুলেট নয়, খোকা শিখবে মাগো তোমার মুখের বুলি
বুলিতে এবার জন্ম হবে ঠাকুর’মার নতুন ঝুলি;
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য প্রথম স্তবকে কান ছন্দের সাড়া পায় আর তাই পর্বে কিছুটা এদিক সেদিক হওয়ায় তা কেটে যায় যেমন খুঁজে নিক শব্দদুটোয় আটকে যেতে হয়। দ্বিতীয় স্তবকে "অজস্র ফুলের শব্দ" এটা মনে হয় "অজস্র ফুলেল শব্দ" হলে ভাল মানায়। তৃতীয় স্তবকে "দুপুরের পৌরুষ এইবেলা ধানক্ষেতে, ধনু’বাঁকা কৃষকের স্বপ্নভরা চোখেমুখে-গ্রীবায়-হাতে, কাস্তের ঠোঁটে;"এটাকে "দুপুরের পৌরুষ এইবেলা ধানক্ষেতে, ধনু’বাঁকা কৃষকের কাস্তের ঠোঁটে, স্বপ্নভরা চোখেমুখে-গ্রীবায়-হাতে;" লিখলে কান ভাল সায় দেয়। শেষ স্তবকের শেষ লাইনে শুধু অন্তমিলের জন্য ঠাকুর মা'র ঝুলি আনতে হয়েছে বোধ হয়।......... তোমার কবিতায় মন্তব্য করতেও ভয় করে। আগের সংখ্যায় একটা আলোচনা চেয়েছিলাম, সেটার কোন সারা পাইনি। ইচ্ছা করে এড়িয়ে গেলে সেটা পাঠক হিসাবে আমার অযোগ্যতা তো অবশ্যই
ভালো লাগেনি ২৪ ফেব্রুয়ারী, ২০১২
যথাযোগ্য সমালোচনা পেয়ে অনেককিছুই শিখলাম। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না ভাইয়া। আপনি আলোচনা চেয়েছিলেন, কিন্তু কোনো সারা পান নি। ব্যাপারটি অবশ্যই ইচ্ছাকৃত নয়। নতুন চাকরি নিয়ে কী পরিমাণ দৌড়াদৌড়িতে আছি এবং পিসি থেকে দূরে আছি সে তো জানেনই। ইনশাআল্লাহ কিছুদিন পর আবার আগের মতোই সরব হবো। প্লিজ, ভুল বুঝবেন না! আবার সামনে দেখা হলে কানদুটো বাড়িয়ে দেবো।
সেলিনা ইসলাম বুলেট নয়, খোকা শিখবে মাগো তোমার মুখের বুলি ----এই হোক সবার প্রত্যশা । কবিতা সবসময়ের মতই অসাধারণ !!! শুভেচ্ছা ও শুভকামনা
ওয়াছিম তবে তাই হোক.......... বারুদের শব্দ ভুলে উচ্চারিত হোক মায়ের শব্দে............... ভালো লাগলো।
আসন্ন আশফাক শেষের দু'লাইন "বুলেট নয়, খোকা শিখবে মাগো তোমার মুখের বুলি বুলিতে এবার জন্ম হবে ঠাকুর’মার নতুন ঝুলি; " আমার কাছে বেশ লেগেছে । আমরাও চাই নতুন নতুন ঝুলি ভরুক
ভালো লাগেনি ১৯ ফেব্রুয়ারী, ২০১২
ইনশাআল্লাহ ভরবে।
amar ami শেষের দিকের কথা গুলো বেশ সুন্দর তবে আগের মত টানটা পাচ্ছিনা....
ভালো লাগেনি ১৪ ফেব্রুয়ারী, ২০১২
ঠিক আছে, পরবর্তীতে টানের ব্যবস্থা থাকবে।
প্রজ্ঞা মৌসুমী প্রথমেই মাথায় আসলো, খুকীরা কই? কবিতার মায়াবী ভাব আমার ভালো লেগেছে। নিরবদা বলছিলেন 'শিশুদের জন্য', সেই আমেজ কিছুটা ছিল, থাকার কথাও। তবে বেশকিছু লোভনীয় শব্দের জন্য কবিতার বয়স বেড়ে গেছে- যেমন অস্ফুটস্বর, শব্দকলা, বিস্ময় বৃত্তান্ত। কিছু উপমা বেশী মুগ্ধ করলো- 'কাস্তের ঠোঁটে', দুপুরের পৌরুষ। ২/১ লাইন লাগলো সচরাচর- ধরুন ১ম প্যারার শেষ লাইন, শেষের প্যারাও খানিক। একটা টিপস মৃন্ময়দার মন্তব্য থেকে চুরি করেছিলাম, লেখায় একটা শব্দ যেন বেশি রিপিট না হয়। পরপর দু লাইনেতো নয়ই। ২য় 'গাঁথা'র বদলে অন্য শব্দ আসলে, বা দুপুর তিনবার না এসে অন্যটা। সবমিলিয়ে আমার ভালো লেগেছে।
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০১২
আপনার টিপস পাওয়াটা অসাধারণ একটা ব্যাপার। বহুত শুকরিয়া আপু।
সোহেল মাহরুফ ভাল লাগলো। অনেক শুভ কামনা।
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১২
বহুত শুকরিয়া।
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১২
তানি হক আবার ও পড়লাম....খুব খুব ভালো লাগলো...সালাম ভাইকে
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১২
ওয়ালাইকুম আসসালাম, বোন।
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১২
সাইফুল করীম ভালো হয়েছে ভাই তবে-মাগো শব্দটি মনে হয় বেশিই এসে গেছে আবেগে-কিছু মনে করবেন না। সমালোচনার প্রতি আপনার যে আগ্রহ দেখলাম তাতে অধম রে আর ঠেকায় কে-তাই একটু বল্লাম-মাইন্ড নিয়েন না। আর শেষ দুটা লাইন এভাবে কি লেখা যায়?--"বুলেট নয়, খোকা শিখবে তোমার মুখের সুমিষ্ট ডাক খানি, অব্যক্ত গল্পে-সহজ বর্নে একুশ হবে অমর সিম্ফনি..."
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১২
সমালোচনা চাইছ বুঝি মাইন্ড করার জন্য করীম ভাই! এই বুঝলেন শেষে! সমালোচনা করলেই ভাবি এবং বুঝি কেউ আমার কবিতাটা নিয়ে দু’চার মিনিট অমূল্য সময় ব্যয় করেছে এর ভাবার্থ বোঝার জন্য এবং শ্রীবৃদ্ধি ঘটাবার জন্য। আমি খুব খুব খুশি আপনার প্রতি এবং আশা করি পরবর্তীতে সমালোচনার তিক্ষ্ণ ছুড়ি আমার ক্ষেত্রে আরো ধারালো হয়ে আচড় কাটবে। আপনার প্রস্তাবনা সক্রিয় বিবেচনাধীন।
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১২
মিজানুর রহমান রানা শব্দে শব্দে বাংলভাষা, ওমা ফেব্রুয়ারি মাস! তোমার খোকা শুনবে ভাষার গান, বায়ান্নের ইতিহাস---------চমৎকার।--------
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১২
অসংখ্য ধন্যবাদ আমার একজন প্রিয় মানুষকে। তবে শুধু চমৎকার বললে চলবে কি করে! চুলচেরা বিশ্লেষণ করলে অধিকতর ভালো লাগত।
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১২

০৩ জুন - ২০১১ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪