অশ্রুজলের শপথ

মুক্তিযোদ্ধা (ডিসেম্বর ২০১২)

এ কে এম মাজহারুল আবেদিন
  • ২৭
  • ১৮
ক্লান্তির গ্লানি তারে করে না মন্থর,
অহরহ অসহ্য পোকা মাকড় তারে করে না স্থবির,
দু পায়ের আঙ্গুলের ফাঁকে,
লেগে আছে হাজারো মাটির আর ধুলির কণিকা,
প্লাবন ছুয়ে যাওয়া মাথায় এলো মেলো চুল তারে করে না বিভ্রান্ত,
বৈশ্বিক অস্থিরতা তার কাঁধের বোঝা হয় না লহমায় |

আকরিক ছোট্ট নুড়ি পাথর তার পায়ের তালুতে একেছে
কোনো অজানা দেশের মানচিত্র - লাল রঙের,
বহুরূপী বাতাস তার গতিকে পারেনি রুখতে ক্ষণিক |
আজানুলম্বিত বস্ত্র তার, অনেক জোড়া তালির ফসল,
তবু তার পায়ে জড়ায়না ছুটে আসা সুতো |

হাঙ্গরের উদাত্ত হা এর মত তেড়ে এসেও,
আঘাত করতে পারেনি অগণিত দিনের
জমে থাকা হিংস্র ক্ষিধে |
তিয়াসা ম্লান হয়েছে জুলফির চুইয়ে পড়া নোনতা ঘামে,
তবু জলের স্পর্শের জন্যে আকুল হয়নি সেই জিহ্বা |

মাঝে মাঝে একলা ক্ষণে,
রাতের গহীন আঁধার চিরে উকি দিয়ে গেছে,
কান্না ভেজা মায়াময়ী মুখ - মায়ের |
তবু অক্লেশে চোখের জল স্পর্শ করে করেছে শপথ,
দু হাতে জড়িয়ে ধরে মায়ের বুকে মাথা রাখবে একদিন
কোনো বাধাহীন ক্ষণে |

চোখের গহিনে জমে থাকা হৃদয়ের ব্যথার জল
মণিকে করেছে আগুন লাল,
সেই আগুন ঝরে পড়ে তার হাত হয়ে,
পায়ের গোড়ালি হয়ে মাটির বুক চিরে
মাটিরে করে তোলে কঠিন প্রানের |

তবু সে থামেনি মুহূর্ত এক,
তবু সে করেনি কোনো আপোষ,
তবু সে নেই নি বিশ্রাম ক্ষনিকের,
তবু সে অপেক্ষা করেনি কোনো বায়বীয় সাহায্যের |

কারণ সে জানে,
শুধু তার কাঁধের ওপর,
সাড়ে সাত কোটি মানুষের মুক্তির অঙ্গীকার |
তার মাথার ওপর মায়ের শেষ চোখের জল |

দু হাতের শক্ত থাবায় ধরে থাকা
তার অস্ত্রের অঙ্কুরিত শব্দের স্রোতে,
তাকে ভাসিয়ে দিতে হবে সব কলঙ্কিত থাবা -
নিতে হবে মায়ের অপমানের প্রতিশোধ,
ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি মাটির কণায়
ছড়িয়ে দিতে হবে শত্রুর চিতার ছাই |

তারপর,
এক বাধাহীন ক্ষণে,
শান্তির মুক্ত মাটিতে,
দু হাতে জড়িয়ে ধরে
ক্লান্ত মাথা তাকে রাখতে হবে,
মায়ের বুকের জমিনে, দীর্ঘক্ষণ |
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এ কে এম মাজহারুল আবেদিন অনেক ধন্যবাদ সবাইকে ||
মোঃ সাইফুল্লাহ হাঙ্গরের উদাত্ত হা এর মত তেড়ে এসেও, আঘাত করতে পারেনি অগণিত দিনের জমে থাকা হিংস্র ক্ষিধে------------------- বেশ ভাল লাগল//
মোঃ আক্তারুজ্জামান রচনা শৈলী এবং বক্তব্য অনেক অনেক প্রশংসার দাবী রাখে| ধন্যবাদ|
তানি হক তারপর, এক বাধাহীন ক্ষণে, শান্তির মুক্ত মাটিতে, দু হাতে জড়িয়ে ধরে ক্লান্ত মাথা তাকে রাখতে হবে, মায়ের বুকের জমিনে, দীর্ঘক্ষণ |.....অসাধারণ লিখেছেন মাজহার ভাই ..আপনার বাবা আমাদের গর্ব ..শ্রদ্ধা ওনার প্রতি
ভালো লাগেনি ২১ ডিসেম্বর, ২০১২
অনেক ধন্যবাদ তানি আপু | দোয়া করবেন |
ভালো লাগেনি ২১ ডিসেম্বর, ২০১২
এ কে এম মাজহারুল আবেদিন সবাইকে অনেক ধন্যবাদ | আলাদা করে সবাইকে বলতে পারলাম না বলে দুঃখিত | আমি নিয়মিত বসতে পারছি না ব্যস্ততায় | আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান | তাই একজন মুক্তিযোদ্ধার ছবি প্রতি মুহুর্তে আমার চোখে ভাসে | আমি শুধু লেখা দিয়ে আকতে চেয়েছি তার মুখ,তার দায়ভার | জানি অনেক বড় হয়েছে,কিন্তু 'মুক্তিযোদ্ধা' শব্দটি এতটাই গহীন অর্থ বহণ করে যে অল্প কথায় ব্যাখ্যা করা সম্ভব নয় | কষ্ট করে কবিতা পড়বার জন্যে অনেক ধন্যবাদ সবাইকে |
সালেহ মাহমুদ UNION ALL SELECT NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL# তাকে ভাসিয়ে দিতে হবে সব কলঙ্কিত থাবা - // নিতে হবে মায়ের অপমানের প্রতিশোধ, // ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি মাটির কণায় // ছড়িয়ে দিতে হবে শত্রুর চিতার ছাই | //........ প্রতিশ্রুতির আগুনে পোড় খাওয়া যোদ্ধার মানস প্রকৃতি খুব ভালো লাগলো। ধন্যবাদ।
রোদের ছায়া বাহ ভীষণ ভালো লাগলো, কবিতায় সুন্দর একটা গল্প আছে ........একটু বড় হয়েছে যদিও .....এভাবে লিখে যান .......প্রিয়তে থাকলো ।
মোহাঃ সাইদুল হক নিতে হবে মায়ের অপমানের প্রতিশোধ, ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি মাটির কণায় ছড়িয়ে দিতে হবে শত্রুর চিতার ছাই |-------ভালো লাগলো আপনার কবিতা। শুভ কামনা রইলো।
সিয়াম সোহানূর ভাব ও শব্দের কারুকাজ অসাধারণ । অনেক ভাল লাগল মাজহারুল ভাই ।

০২ জুন - ২০১১ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী