অঝরার জন্য চিঠি

বর্ষা (আগষ্ট ২০১১)

এ কে এম মাজহারুল আবেদিন
  • ১৮
  • 0
অঝরা,

স্নিগ্ধাদের বাসার সেই দিনের কথা কি মনে আছে তোমার?
বিকেলের নমনীয়তায় প্রথম দেখেছিলাম তোমায়,
দেখেছিলাম, বর্ষার প্রথম বৃষ্টিতে ভেজা, একটা ফুল |
তুমি যখন ঝুম বৃষ্টিতে কাক ভেজা হয়ে ঢুকছো বাসায়,
মনে হহ্ছিল, পৃথিবীর সব সৌন্দর্য,
তোমার ভেজা চোখের পাতায় এসে জড়ো হয়েছে|
মনে হচ্ছিল, অমরাবতীর সরোবর থেকে উঠে আসা,
সুন্দরের দেবী যেন তুমি|

মায়াবী জীবন বড় খেলারাম,
আজ এই বৃষ্টি স্নাত বিকেল,তোমার সে চোখ মনে করিয়ে দিল|
প্রচন্ড ঝড়ে আর বর্ষায় মাঝে মাঝে আকস্মিক নুয়ে যাওয়া
নারকেল গাছ, সেই ভুবন ভোলানো মুহুর্তটির মত খেলা করছে |

তোমার মনে আছে, রবীন্দ্র সরোবরে আবৃত্তির উত্সবে,
তোমার বেদনা বিধুর কন্ঠের কান্না, আমরা শুনে ফেলার আগেই,
শুনেছিল আকাশ, তোমার আবৃত্তি শেষ হতেই, সে কি বৃষ্টি!
আমি বলেছিলাম, "তুমি আকাশকে কেন কষ্ট দিলে?"
"জাননা, আকাশকে কাদাতে হয় না, ছুয়ে দিলেই আকাশ কাদে" - বলে একটুকরো চাদের হাসি দিয়ে স্তব্ধ আমাকে মুগ্ধ করে,
চলে গিয়েছিলে |

অঝরা, আমার ভালো বাসা কি মনে আছে তোমার?
সেই যে বিশ্যবিদ্যালয়ের বকুল তলায়, তোমার আচলে মাথা মুছতে মুছতে, ভিজিয়ে দিয়েছিলাম তোমায় পানির ঝলকে |
তোমার কপট রাগে মাখা মুখের দিকে তাকিয়ে, বলেছিলাম -
"এইভাবে ভিজিয়ে দেব সারা জীবন, ভালো বাসায়,রাজি?"

তুমি তো রাজি ছিলে অঝরা, তোমার মন প্রাণ উজাড় করা
ভালবাসায়, সিক্ত ছিলাম আমি, আমরা বুঝেছিলাম,
বর্ষায় জন্ম নেওয়া ভালো বাসায়, জীবনভর ভিজব আমরা |
বরষা আজও আসে, ভিজিয়ে দিয়ে যায়,
আমাকে, শুধু একলা আমাকে |

আজ তোমাকে ঠিক সেই দিনগুলোর মত,
খুব কাছে পেতে ইচ্ছে করছে, ভালো বাসতে ইচ্ছে করছে,
আজন্মলালিত ভালবাসায় কি তুমি ভিজে চলেছ আজও?
আজও কি তোমার ভেজা আচল, প্রতি মুহুর্তে বলে,
"আমি ছিলাম, তোমার আচলের সুতো ছুয়ে" |

বরষা ভেজা আমার চিরদিনের ভালো বাসা,
বরষার বহতা জলে ভাসিয়ে দিলাম, তোমার কাছে যাবে বলে |
যদি তাকে দেখতে পাও, বুঝে নিও, আমি আছি, তোমার ভেজা চুলের চুইয়ে পড়া পানির মত, তোমারই শরীর ছুয়ে |

ভালো থেকো,
দিগন্ত প্লাবিত বরষার মত উচ্ছল থেকো,

ইতি,
তোমারি শ্রাবণ.
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য বেশ আবেগ মাখা লেখা, আবৃতির জন্য ভাল।
সেলিনা ইসলাম এক কথায় অসাধারন !!!
এ কে এম মাজহারুল আবেদিন projapoti, apnar danar nil ronge bheshe giyechhi ami, apnake dhonyobad diye chhoto korte chai na. chirodin pashe thakben, ei kamona kori.
প্রজাপতি মন অসম্ভব রকমের ভালো লেগে গেল কবিতাটি ! ভোট দিলাম এবং সেই সাথে প্রিয় তালিকায়ও নিয়ে নিলাম. শুভকামনা রইলো|
মিজানুর রহমান রানা তোমার মন প্রাণ উজাড় করা ভালবাসায়, সিক্ত ছিলাম আমি,---------ভালোলাগা রেখে গেলাম।
এ কে এম মাজহারুল আবেদিন shakil ebol obibechok; oshonkho dhonnobad ei obhajon ke eto shundor kotha lekhar jonno |
sakil চিঠি যে একটা সুন্দর কবিতা হয় জানা ছিল না . অসাধারণ . শুভকামনা যথারীতি , সেই সুবাদে উপরেই ক্লিক করলাম ভাইয়া .
অবিবেচক দেবনাথ অসাধারণ কাব্য চিঠি বা গদ্য কাব্য। অনেক ভালোলাগা রেখে গেলাম কবি।
এ কে এম মাজহারুল আবেদিন নাহিদ ভাই, লজ্জায় ফেলে দিচ্ছেন, দয়া কর মোরে বন্ধু, আমি অত কাজের কিছু নই.....

০২ জুন - ২০১১ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪