ঝাড়বাতি

কামনা (আগষ্ট ২০১৭)

সেলিনা ইসলাম
  • ১২
  • ৩৭
যেখানে দাঁড়িয়ে এই আমি-
বাতাসকে ভারি করি দীর্ঘ থেকে দীর্ঘশ্বাসে
পিছনে তাকিয়ে ভেজা চোখে ঘাড় বাঁকিয়ে
যাচ্ছি ছুটে সেই দুরন্ত চেনা পথে!
একটু একটু করে আমি যেন ফিরে যাচ্ছি-
যেখানে ছিল জারুলের বন
ছিল তার ফুলে বাহারি রঙ
কিছুটা কাঁটাও বিছানো ছিল সে পথে
ছিল বৈঁচি আর করমচার ঝাড়
মেঠো সূর ছিল শুকনো পাতায় মাখা
তবু,একটুও ছিল না মেকি বাতাসের উদ্যমতা।

যে পথ ভারি হয়নি ইট বালি কংক্রিটে
সে পথেই পড়ে থাকে মন
পড়ে থাকে অজস্র ব্যথার কাহন
আরও থাকে পাখিদের উড়াউড়ি
আর,অভিমানী ভালোবাসার গুঞ্জন।
সে পথেই ফিরে যেতে চাচ্ছি ধীরে ধীরে
অতীতের জানালায় জং ধরেছে
আয়না ভেঙেছে কয়েক টুকরোতে
তবুও কমতি নেই পিছনে যাবার আকাঙ্ক্ষায়
তাই বুঝি প্রতিক্ষণ মনোরথে চড়ে ধুলো মাটি গড়ে
আমৃত্যু,হিমালয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
দেয়াল ঘড়ি রইল ভাললাগা, ভালবাসা আর ভোট
অনেক অনেক আন্তরিক ধন্যবাদ।
ভালো লাগেনি ১৯ সেপ্টেম্বর, ২০১৭
কাজী জাহাঙ্গীর স্মৃতির ঝাড়বাতি প্রখর আলোতে স্বপ্রতিভ, জারুলের বন আর করমচার ঝাড় মনে হয় শুধু অভিসম্পাত দেয় কংক্রিট সভ্যতায়। তবৃু আমরাও হাটি সেই পথে...। অনেক শুভকামনা আর ভোট।
চমৎকার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।
গোবিন্দ বীন যে পথ ভারি হয়নি ইট বালি কংক্রিটে সে পথেই পড়ে থাকে মন পড়ে থাকে অজস্র ব্যথার কাহন আরও থাকে পাখিদের উড়াউড়ি আর,অভিমানী ভালোবাসার গুঞ্জন। সে পথেই ফিরে যেতে চাচ্ছি ধীরে ধীরে অতীতের জানালায় জং ধরেছে আয়না ভেঙেছে কয়েক টুকরোতে তবুও কমতি নেই পিছনে যাবার আকাঙ্ক্ষায় তাই বুঝি প্রতিক্ষণ মনোরথে চড়ে ধুলো মাটি গড়ে আমৃত্যু,হিমালয়।ভাল লাগল,ভোট রেখে গেলাম।কবিতা পড়ার আমন্ত্রন রইল।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) সব মানুষের ভিতরে অতিতে ফেরার একটা তাড়না থাকে কেউ বলে আবার কেউ বলতে পারেনা> তবুও দিন সেস একটা পিছুটান থেকেই জায় , হয়ত তাই বুকে নিয়ে আমরা সবাই বেচে থাকার অভিনয় করি > সুন্দর লেখা, আমন্ত্রন রইল ।
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।
আহা রুবন অতীতের জানালার জং কখনও কখনও মুক্তোর মত জ্বলজ্বলে হয়ে ওঠে। খুব ভাল লাগল কবিত।
অনেক অনেক ধন্যবাদ সতত শুভকামনা।
মোঃ মোখলেছুর রহমান বেশ ভাল কবিতা,শুভেচ্ছা সহ ভোট রইল।
অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল।
নাস‌রিন নাহার চৌধুরী অতীত বড় টানে! নিবিড় একটা আবছায়া আছে কবিতাটিতে। বেশ একাকীত্ব! শুভেচ্ছা সহ ভোট রইল।
অনেক অনেক ধন্যবাদ
জসীম উদ্দীন মুহম্মদ যে পথ ভারি হয়নি ইট বালি কংক্রিটে সে পথেই পড়ে থাকে মন পড়ে থাকে অজস্র ব্যথার কাহন আরও থাকে পাখিদের উড়াউড়ি আর,অভিমানী ভালোবাসার গুঞ্জন। ---- অনন্য ব্যঞ্জনা!! মুগ্ধ হলাম।।
Md. Abu bakkar siddique অনেক অনেক ভালো লেগেছে ।

২৭ মে - ২০১১ গল্প/কবিতা: ১২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪