শহরবন্দী

সবুজ (জুলাই ২০১২)

সোহেল মাহরুফ
  • ৪৩
  • ১২
সেদিন শুনেছি নদীর ধারের
গাছটা ফেলেছে কেটে
সেখানে নাকি উঠেছে দালান
সিরামিকের ইটে।
খেয়া ঘাটটা এখন নাকি
হয়েছে নদী বন্দর
খেয়া নৌকার বদলে সেথায়
জাহাজ ফেলে নোঙ্গর।
ঘাসে ঢাকা বেরীবাঁধ নাকি
হয়েছে এখন পাকা
সবুজ ঘাস মাড়িয়ে যায়
বাস ট্রাকের চাকা।
গাঁয়ের পাশের বনটা উজাড়
জ্বলছে ইটের ভাটা
বাড়ছে মানুষ কমছে সবুজ
বাড়ছে দালানকোঠা।
কালো ধোঁয়া কালো থাবায়
ঢেকেছে গ্রামখানা
কোথায় কোথায় কোথায় তবে
সবুজ ঠিকানা?
সকাল বিকাল যান্ত্রিকতা
একঘেঁয়েমি মনে
এসব থেকে বাঁচবো বলেই
ছুটেছি গাঁয়ের পানে।
আজ কোথায় কোথায় কোথায় যাবো
কোথায় ঠিকানা
ডাইনে তাকাই- বাঁয়ে তাকাই
শহর ছাড়ে না।
সবুজ মাটি- সবুজ গ্রাম
কাব্যে শুধু পাই
এদিকে তাকাই- সেদিকে তাকাই
সবুজ কোথাও নাই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # বাস্তব অবস্থা তুলে ধরে সুন্দর কবিতা ।।
পন্ডিত মাহী ভালো লিখেছেন।
ধন্যবাদ। ভাল লাগলো মন্তব্য পেয়ে।
খন্দকার নাহিদ হোসেন সোহেল ভাই, পুরো কবিতাই অন্ত্যমিল মাখানো...। তো ভালো লাগলো। তবে দু'একজাগায় আপনি ছন্দ এনেছেন আর সেখানে পড়তে যেয়ে বড় তৃপ্তি পেয়েছি...। যেমন- "গাঁয়ের পাশের বনটা উজাড়/জ্বলছে ইটের ভাটা/বাড়ছে মানুষ কমছে সবুজ/বাড়ছে দালানকোঠা।" তো পুরো কবিতায় ছন্দ থাকলে কি এমন হতো?
ধন্যবাদ। চমৎকার বিশ্লেষনাত্মক মন্তব্যের জন্য।
Sisir kumar gain সুন্দর কবিতা ভাই ।ভাল লাগল।শুভ কামনা ।
ধন্যবাদ Sisir ভাই। ভাল লাগলো মন্তব্য পেয়ে।
মামুন ম. আজিজ hfছন্দে ছন্দে হাহাকার কথা মালা
সেলিনা ইসলাম কবিতার ছন্দ খুব ভাল লাগল শুভকামনা
ধন্যবাদ। শুভ কামনা।
আহমেদ সাবের ছন্দে ছন্দে নগরায়নের ইতিহাস। সত্যিই "সবুজ মাটি- সবুজ গ্রাম" এখন শুধু "কাব্যে শুধু পাই"। বেশ ভাল লাগল কবিতা। শুভকামনা রইল।
ধন্যবাদ। আপনার মন্তব্যে ভীষণ ভাবে অনুপ্রাণিত। শুভকামনা।
বিদিতা রানি ছন্দের কবিতা ভালো হয়েছে।
ধন্যবাদ। শুভ কামনা।

২৫ মে - ২০১১ গল্প/কবিতা: ৩০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪