উষ্ণতার খুঁজে

শীত (জানুয়ারী ২০১২)

মাহমুদুল হাসান ফেরদৌস
  • ৬৬
  • 0
একটু উষ্ণতার খুঁজে আজো সে পথ চলে
তার পদযুগল যদিও আজ ক্লান্ত
হারিয়ে ফেলেছে রাঙা চপ্পল সেই কবেই,
দু চোখে তার ভর করেছে রাজ্যের ঘুম
একসময়ের পেশীবহুল দেহে আজ জোর নেই
তবুও সে একটু উষ্ণতার খুঁজে পথ চলে।

না পাওয়ার বেদনায়
আপনজন যখন পর হয়
পথিকের তখন ভয় হয়
মনের মাঝে ক্ষয় হয়।
দুঃখ ব্যথা বইতে বইতে
কষ্ট গাথা গায়তে গায়তে
একটু উষ্ণতার খুঁজে পথিক ক্লান্ত হয়।

অশান্ত মনকে শান্ত করে
শিশির মাখা পথে পা ফেলে পথিক,
কুয়াশা এসে গ্রাস করতে চায় তাকে
কখনো কখনো সেই কুয়াশায় হারিয়ে যায়
তখন অজানা আশংকায় থমকে দাড়ায়।

সূর্য তাকে আড়ি দিয়ে চলে
শীতল হাওয়া সঙ্গ দিতে বলে
গাছের সবুজ পাতা গুলোও ঝরে পড়ে
অজানা কোন এক হতাশায়,
ঝরা পাতার স্তূপ তাকে না পাওয়ার কথা শোনায়
তাকে অপূর্ণ জীবনের কথা, বেদনার কথা শোনায়
কিন্তু পথিক ঝরা পাতার কথায়
তার যাত্রার সমাপ্তি টানেনা,
কোন ব্যথা তাকে স্পর্শ করেনা
সে শুধুই চায় একটু উষ্ণতা
সে চায় তার অপূর্ণ মনের পূর্ণতা।

দুরদেশের পাখিগুলো যে আশায়
এই দেশে উড়ে আসে তেমনি,
পথিকেরও ইচ্ছা করে উড়ে যেতে
যেখানে সে একটু উষ্ণতার দেখা পাবে।

শর্ষে ফুল এখন আর তাকে টানে না
টানেনা তাকে ভাপা পুলির মিষ্টি গ্রান
আর খেজুরের রসের পায়েশ
গ্রামের রাতের ঐ যাত্রা পালা
আর জারির আসরের পুরোনো সব কেচ্ছা কাহিনী
পথিকের কাছে আজ
শুধুই সময় হত্যা করার অস্ত্র বলে মনে হয়।

পথিকের হাতে সময় অল্প
সে সময়কে হত্যা করতে চায় না
যে করেই হোক এই সময়ের মাঝেই তাকে
খুঁজে নিতে হবে উষ্ণতা,
উষ্ণতা এনে তা ছড়িয়ে দিতে হবে
ঐ নির্ঘুম চোখগুলোতে, ঐ অসহায় মুখগুলোতে
যারা পথিকের পথ চেয়ে বসে থাকে।

অবশেষে যখন গাছের শাখায় নতুন পাতা গজায়
ফুলে ফুলে ভ্রমর খেলা করে যায়
তখন বসন্ত এসে পথিককে ডাক দিয়ে যায়
কোকিল এসে তাকে গান শুনাতে চায়
কিন্তু উষ্ণতা তাকে আর ধরা দেয় না
অপূর্ণ মনের মাঝে পায়না সে পূর্ণতার স্বাদ
হারিয়ে ফেলে সে নিজেকে শুন্যতার মাঝে
সময়ের আবর্তে ঘুরপাক খায় পথ হারা পথিক।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাহমুদুল হাসান ফেরদৌস সবাইকে ধন্যবাদ লেখাটি পড়ার জন্য
ভালো লাগেনি ২৮ জানুয়ারী, ২০১২
মাহমুদুল হাসান ফেরদৌস ধন্যবাদ সালেহ ভাই ভুল ধরিয়ে দেওয়ার জন্য
ভালো লাগেনি ২৮ জানুয়ারী, ২০১২
এস, এম, ফজলুল হাসান তৌহিদ উল্লাহ শাকিল: । আগামী ১৭ ই ফ্রেব্রুয়ারী গল্প কবিতার বর্ষপূর্তি অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে একটি ইভেন্টের আয়োজন করেছি । যেহুতু নেট ছড়া সম্ভব নয় তাই নেটের মাধ্যেমে করছি ।গল্প কবিতায় প্রকাশিত আপনি আপনার সেরা লেখাটি এখুনি পাঠিয়ে দিন এই লিঙ্কে [ আরও... আরও দেখুনতৌহিদ উল্লাহ শাকিল: । আগামী ১৭ ই ফ্রেব্রুয়ারী গল্প কবিতার বর্ষপূর্তি অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে একটি ইভেন্টের আয়োজন করেছি । যেহুতু নেট ছড়া সম্ভব নয় তাই নেটের মাধ্যেমে করছি ।গল্প কবিতায় প্রকাশিত আপনি আপনার সেরা লেখাটি এখুনি পাঠিয়ে দিন এই লিঙ্কে [ আরও দেখুন। আগামী ১৭ ই ফ্রেব্রুয়ারী গল্প কবিতার বর্ষপূর্তি অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে একটি ইভেন্টের আয়োজন করেছি । যেহুতু নেট ছড়া সম্ভব নয় তাই নেটের মাধ্যেমে করছি ।গল্প কবিতায় প্রকাশিত আপনি আপনার সেরা লেখাটি এখুনি পাঠিয়ে দিন এই লিঙ্কে [ http://www.golpokobita.com/messages/compose/to/7161 ] । সময় অনেক কম . সকল বন্ধুকে বলছি আর দেরী করবেন না | শেষ তারিখ : ২-২-২০১২ |
ভালো লাগেনি ২৮ জানুয়ারী, ২০১২
মনির খলজি শীতের মজমায় আপন-পর, হাসি-বেদনা ...প্রভৃতিকে খুবসুন্দর ভাবে ফুটিয়ে তোলা একটা নাদনিক কবিতা ...ভালো লাগলো ....শুভকামনা রইল !
ভালো লাগেনি ২৭ জানুয়ারী, ২০১২
সালেহ মাহমুদ UNION ALL SELECT NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL# ভালো লাগলো হাসান। তোমার এই খুঁজে চলা সফল হোক। কয়েকটি বানান ঠিক করে নেবে: উষ্ণতার খুঁজে = উষ্ণতার খোঁজে ; কষ্ট গাথা গায়তে গায়তে = কষ্ট গাঁথা গাইতে গাইতে ; মিষ্টি গ্রান = মিষ্টি ঘ্রাণ ; ইত্যাদি। অনেক ধন্যবাদ।
ভালো লাগেনি ২৭ জানুয়ারী, ২০১২
Jontitu প্রাপ্তির আশায় সময়ের আবর্তে ঘুরপাক খাওয়া এক পথিকের কবিতা। অনেক সুন্দর।
ভালো লাগেনি ২৫ জানুয়ারী, ২০১২
মামুন ম. আজিজ আবগী কবিতা খানা বেশ
ভালো লাগেনি ২৩ জানুয়ারী, ২০১২
হেলেন একটু উষ্ঞতার খোজে সময়ের আবের্ত ঘুরপাক খাওয়া এক পথিক। ভালো লাগলো কবিতা।
ভালো লাগেনি ২২ জানুয়ারী, ২০১২
মাহমুদুল হাসান ফেরদৌস সবাইকে ধন্যবাদ, আমার লেখাটি পড়ে মন্তব্যের মাধ্যমে সাক্ষর রেখে যাওয়ার জন্য।
ভালো লাগেনি ২১ জানুয়ারী, ২০১২

১৮ মে - ২০১১ গল্প/কবিতা: ২৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪