বন্ধু তোরে মনে পড়ে

বন্ধু (জুলাই ২০১১)

সুস্মিতা জাফর
  • ৬৭
  • 0
  • ১৯
আকাশ ভরা ঘন কাল
গুচ্ছ মেঘের ভেলা;
বন্ধুবিহীন জীবন কাঁদায়
আজ এ বিকেল বেলা।

দখিণ হাওয়া শিষ দিয়েছে
ঘাস-পাতা-ধান জুড়ে;
আমরা দু'জন হাত ধরে সেই
হারিয়ে যেতাম দূরে।

জমিয়ে রাখা মনের কথা
গল্প দারুন হত;
স্মৃতিগুলো অতীত হয়ে
লুকায় ইচ্ছেমত।

হঠাৎ করে আজ এ দিনে
সেসব পড়ে মনে;
স্বপ্নপগুলো ডাক দিয়ে যায়
দিব্যি প্রতি ক্ষণে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিষণ্ন সুমন সুন্দর ছন্দবদ্ধ কবিতা । ভালো লেগে গেল সহজেই ।
সুস্মিতা জাফর থ্ন্ক্ষ সূর্য এবং তানভীর ভাই
তানভীর আহমেদ খুব সুন্দর ছন্দময় একটি কবিতা। কোথাও মাত্রাপতন নেই। মনের ভেতর ঝংকার তোলে। আরো আরো লেখা প্রত্যাশা করি। দৃষ্টি আকর্ষণ: দারুন=দারুণ। আর “স্বপ্নপগুলো” হয় টাইপিং মিস্টেক না হয় সাইটের গন্ডগোল বলেই মনে হচ্ছে।
সূর্য কবিতার ছন্দ বেশ ভালই হয়েছে। এমন ছন্দে আরো লেখা চাই কিন্তু.......
ফয়সাল আহমেদ bipul কবিতার ছন্দ গুলো ডাক দিয়ে যায়, দিব্যি প্রতি ক্ষণে। খুব ভালো লাগলো l
সুস্মিতা জাফর অনেকে মনে করেন ছন্দ মিল থাকলেই সেটা ছোট বাচচাদের জন্য,বড়দের উপযোগী লেখা বলতে তারা ছন্দ হারা বোধগম্যহীন বাক্যগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকে,যা খুব ই হাস্যকর লাগে আমার কাছে!!
সুস্মিতা জাফর অনেক অনেক ধন্যবাদ মুরসালিন ভাই
সেনা মুরসালিন -----মোঃ শামছুল আরেফিন ----"তৃতীয় কিংবা চতুর্থ শ্রেনী পড়ুয়া ছাত্রদের কাছে খুব ভাল লাগবে, আমি যেহেতু তার চেয়ে অনেক বড় ক্লাসে পড়ি আমার কাছে মোটামুটি লেগেছে"-------------ভাই আরেফিন, আপনার এই মন্তব্যের সাথে আমি একমত নই। -------ইহা মোটেও “শিশুতোষ” কবিতা নহে------- হ্যা, শব্দগুলো খুব সহজ সরল বটে কিন্তু বিষয়বস্তুর ব্যাপ্তি অনেক বিস্তৃত।-------সম্ভবত আপনি বঙ্কিম, মধুসূদন বা বিদ্যাসাগরদের সমসাময়িক লেখা পড়ে অভ্যস্ত তাই এই লেখাটিকে তৃতীয় কিংবা চতুর্থ শ্রেনী পড়ুয়া ছাত্রদের বলে মনে হয়েছে।--------আপনি আমার লেখা “অধরা মাধূরী ” পড়ুন, আশাকরি খুব ভালো লাগবে এবং আপনার উপযুক্ত বা বড়দের জন্য লেখা কবিতা বলে মনে হবে। কারণ, অধিকাংশ শব্দই আপনার বোধগম্য হবে না।

২৫ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪