খুঁজে ফিরি তাকে

বন্ধু (জুলাই ২০১১)

সাইফুল্লাহ্
  • ১০১
  • 0
নির্জন গ্রাম্য পথে, অচেনা গন্তব্যে
হেটে চলেছি আমি একা।
ক্লান্ত দুপুর, বট বৃক্ষ তলে-
বসে দুর পথপানে চেয়ে থাকা।
হঠাৎ এ হাতে মোর
অজানা হাতের ছোঁয়া!!
নির্বাক এ মুখপানে চেয়ে-
মিষ্টি হাসি, যেন বহু দিনের চেনা।
হাত ধরে নিয়ে গেল মোর
অচেনা গন্তব্যে। চলে গেল,
আখি দু’টোর শুধু
চেয়ে থাকা তার পথপানে।
যখনই নিঃসঙ্গতা
করুন কঠিন বাস্তবতা
তখনই কাছে পেয়েছি তাকে।
সংকটে সম্মুখে পেয়েছি সেই-
নিঃস্বার্থ হাত। পেয়েছি সকল দুঃসময়ে।
বুঝিনি তাকে কোন দিন,
বুঝতে চাইনিও বটে!
সংকটহীন আমি এখন কিছুটা
একাকিত্বের আভা নেই এখন আর।
এখন আর সেই নিঃস্বার্থ হাতটাকে দেখিনা।
দেখিনা সেই মিষ্টি হাসি।
আজ মনে হচ্ছে ওটাই হয়তো -
বন্ধুর হাত। যে হাত শুধু দিতে জানে।
জানে আপন করে কাছে টানতে।
হারিয়ে তাকে চিনতে পারা
কাছে পেয়েও যায়নি ধরা।
ধরা দিতেই বুঝি কাছে এসেছিলো
নির্বোধ এ মন চিনতে নাহি পেলো।
কোন অজানায় হারিয়ে সে গেল
মনটা জেন আবার এলোমেলো।
নতুন করে একাকিত্বে
না পাওয়ার ব্যথা নিয়ে মম চিত্তে
আজও খুঁজে ফিরি তাকে
হারায়েছি আমি যাকে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাইফুল্লাহ্ @আপু আমিনা, সত্যি অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। এরকম কিছুই তো চাই। সামান্য একজন মানুষ। লেখালেখির কিছু বুঝিনা বললেই চলে। আপনাদের সকলের গঠনমুলক মন্তব্যইতো আমার কাম্য। ভুলগুলো ধরিয়ে দিলে শোধরানোর চেষ্টা করবো। অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
AMINA ভাল লাগল অ-নে-ক। তবে `মম', `মোর',---এই সাধু শব্দ গুলোর ব্যবহার না থাকলে আমার কাছে নিখুত মনে হতো কবিতাটি।
সাইফুল্লাহ্ @মুরসালিন ভাই, ধন্যবাদ মন্তব্য করার জন্য।
সাইফুল্লাহ্ @শিহাব ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
সেনা মুরসালিন ---দেখিনা সেই মিষ্টি হাসি।/ আজ মনে হচ্ছে ওটাই হয়তো -/ বন্ধুর হাত। যে হাত শুধু দিতে জানে। / জানে আপন করে কাছে টানতে।------খুব ভাল একটি লেখা।
রোহান শিহাব বন্ধুকে চিনতে না পারার যে আত্মউপলব্ধি আপনি লেখলেন, তা সত্যিই প্রশংসনীয় । এইরকম সবাই যদি হত, তাহলে কখনো বন্ধুত্ব নষ্ট হতনা ।
সাইফুল্লাহ্ @পান্না ভাইয়া, অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
সাইফুল্লাহ্ ধন্যবাদ তৌহিদুল ভাই
সাইফুল্লাহ্ @ভাইয়া উপকুল দেহলভি, ভালো লাগলো আপনার ভাল লগলো জেনে।ভালো থাবেন।

২৫ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী