তোমাকেই ভালোবাসি

ভালবাসি তোমায় (ফেব্রুয়ারী ২০১৪)

সূর্যসেন রায়
  • ১৭
জনমে জনমে ভালোবেসে শুধু
ফিরে গেছি খালি হাতে,
তুমি হেসে গেছ,আমি কেঁদে গেছি,—
দু' জনার দু'টি পথে।

দু' জনার দু'টি হৃদয়মুকুল
দু' জনার পানে চেয়ে,
তুমি রয়ে গেলে,আমি গেছি ঝরে,
তোমার সাড়া না পেয়ে।

শত জনমের মত এবারও
দু' জনার দু'টি আঁখি,
প্রথম প্রেমের খেলা শেষে বুঝি
দিয়ে গেল মোরে ফাঁকি।

আমি যে প্রেমিক তোমার গানের
তাই দর্শক সেজে,
হাততালি দিয়ে পাছে গেছি সরে
তোমার সভার মাঝে।

আমার গানের শেষের তানটি
তোমার নামেতে লেখা,
চিরজনমের মত এবারও
কেঁদে যাবে একা একা।

তবুও তোমায় ভালোবাসি আজো
যেমন ভেসেছি কাল,
কত যুগ ধরে ভালোবেসে শুধু
গেঁথে গেছি মণি- হার।

আমি তো তোমার প্রেমের যোগ্য—
নইগো সে-কথা জানি,
চিরজনমের ভালোবাসা দিয়ে
তবুও কাছেতে টানি।

মন যে অবুঝ,বুঝতে চায় না
তাই ভালোবেসে কাঁদি,
তোমার প্রেমের মূল্য দিতেই
মোর প্রেমের সমাধি।

বিধাতাই যদি করে থাকে এই—
বিভেদ নিজের হাতে,
তোমার আমার প্রেমের কাহিনী
লেখা হবে এক সাথে।

জনমে জনমে জনমের তরে
তোমাকেই ভালোবেসে,
আবারও যেন দেখা হয় হেন
মিলনবিরহ আশে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মহিউদ্দীন সান্‌তু চমৎকার কবিতা, , ,
ভালো লাগেনি ২১ ফেব্রুয়ারী, ২০১৪
তানি হক বরাবরের মত ... অসাধারণ ! ... এগিয়ে যাও কবি ... অনেক অনেক শুভকামনা !
জসীম উদ্দীন মুহম্মদ জনমে জনমে জনমের তরে তোমাকেই ভালোবেসে, আবারও যেন দেখা হয় হেন মিলনবিরহ আশে। --------------- দুর্দান্ত কবিতা !
ভালো লাগেনি ১৭ ফেব্রুয়ারী, ২০১৪
আহমাদ ইউসুফ অসাধারন একটি প্রেমের কবিতা। চমৎকার উপস্থাপনা। শব্দের গাথুনি ভালো। কবিকে অভিনন্দন জানাই। উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
ভালো লাগেনি ১৬ ফেব্রুয়ারী, ২০১৪
মিলন বনিক সুন্দর কবিতা....ভালো লাগলো...
ভালো লাগেনি ১৬ ফেব্রুয়ারী, ২০১৪
মাসুম বাদল খুব ভালো লিখেছেন, ভাই! অনেক অনেক শুভকামনা...
ভালো লাগেনি ১১ ফেব্রুয়ারী, ২০১৪
ওয়াহিদ মামুন লাভলু তবুও তোমায় ভালোবাসি আজো যেমন ভেসেছি কাল, ভালবাসার চমৎকার কথামালা। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১৪
মামুন ম. আজিজ সুন্দর ছন্দময়
ভালো লাগেনি ৯ ফেব্রুয়ারী, ২০১৪
ছন্দদীপ বেরা বাহ বাহ ! সুন্দর লেখা . খুব ভাল লাগল
ভালো লাগেনি ৮ ফেব্রুয়ারী, ২০১৪
সাখাওয়াৎ আলম চৌধুরী হৃদয় ছুঁইয়ে গেলো। ঝরঝরে তরতাজা চকচকে একটি কবিতা।
ভালো লাগেনি ৭ ফেব্রুয়ারী, ২০১৪

১৮ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৪২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪