তোমার চাহনির পর

প্রিয়ার চাহনি (মে ২০১২)

শরিফ হোসাইন সেলিম
  • ৩৯
  • ১০
বৈশাখী ঝড় মনের ভেতর আঘাত হানে হঠাৎ,
তোমার চাহনির পরেই বুঝি_
নির্ঘুম কাটে প্রতিটি রাত।

আলো আধারের পুরনো খেলা চলে দিবা-রাত,
তোমার চাহনির পরেই তবে_
রাত্রি শেষে জাগে নতুন প্রভাত।

হৃদয়ের একতারাতে পরে অবিরাম টান,
তোমার চাহনির পরেই বুঝি_
সৃষ্টি সকল কবিতা ও গান।

নয়ন যুগলে অতি সুন্দরের আজব বিন্যাস,
তোমার চাহনির পরেই তবে_
রচিত হয় নতুন উপন্যাস।

ভালবাসার স্বপ্নে ঘরে শুরুর দু'টি হৃদয়ের বসবাস,
তোমার চাহনির পরেই বুঝি_
আনন্দ আলোয় আলোকিত চারপাশ।

একদিন হঠাৎ থেমে গেলে সব, নেমে গেলে অন্ধকার,
তোমার শেষ চাহনির পর যেন_
মরণ হয় আমার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শরিফ হোসাইন সেলিম ভালবাসার স্বপ্নের ঘরে শুরু দু'টি হৃদয়ের বসবাস, তোমার চাহনির পরেই বুঝি_ আনন্দ আলোয় আলোকিত চারপাশ।
সেলিনা ইসলাম খুব সুন্দর প্রকাশ ...খুব ভাল লাগল শুভেচ্ছা কবি
আহমেদ সাবের বেশ চমৎকার কবিতা। শেষ প্যারাটা (আমার মতে) কবিতাটার দুর্বল অংশ। শেষ লাইনে (মরণ হয় আমার।) একটু ছন্দ পতন।
বিন আরফান. ছোট ছোট শব্দের দ্বারা অন্তমিলের প্রয়োগ দারুন হয়েছে. কবিতা ভালো লাগলো. শুধু ভালো নয়, খুব ভালো.
সময় নষ্ট করে, কষ্ট করে কবিতা পড়েছেন মন্তব্য করেছেন, সে জন্য অনেক ধন্যবাদ। এর চেয়ে বেশী কিছু বলার নাই।
জাফর পাঠাণ শেষ চাহনি দেখে মরার ইচ্ছা থাকলে প্রিয়াকে সার্বক্ষনিক পাশে রাখতে হবে ।ব্যার্থ হলে আশা পূর্ণ হবে না ।তবে কবিতায় আপনি সফল ।তা হয়েছে বেশ ।
এই মেঘ এই রোদ্দুর খুব সুন্দর হইছে.......শুভকামনা
রোদের ছায়া এত সুন্দর সুন্দর কথার পর মরণ হবে কেন? সুন্দর কবিতা তবে প্রতি প্যারার দ্বিতীয় লাইনে _ ব্যবহার কেন ? এখনে কমা (,) দিলেও তো চলত / সব মিলিয়ে ভালো লাগলো ...আগামীতে আরো ভালো হবে নিশ্চয় /
মরণতো সবার জীবনে একবার আসবেই, তবে কোন সুন্দরের দর্শনের পর মৃত্যু সেটা কি খুবই অস্বাভাবিক? সব মিলিয়ে ভালো লাগল জেনে খুশী হলাম। আপনার পরামর্শ মনে থাকবে।
তানি হক অসাধারণ একটি কবিতা ..পড়লাম আর মুগ্ধ হয়ে গেলাম ...সুভেচ্ছা জানাই ভাইয়াকে ...
রোদেলা শিশির (লাইজু মনি ) মড়ার মত এতবড় একটা মহৎ কাজের রিস্ক নেয়া ঠিক না ভাই .... ! তার চাইতে বাঁচার মত তুচ্ছ একটা কাজের রিস্ক নিয়ে দেখতে পারেন ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায় ... ! অনেক অনেক শুভ কামনা ...... !
কারো শুভদৃষ্টির সুখে হয়তো কেউ মরেও শান্তি পায়। মেয়েদের মনে বিশ্বাসের জোরটা আবার একটু কম কিনা তাই মরার ভয় না দেখালে চলে না। হা হা হা। সরি । ভালো থাকবেন, আপনার জন্যও রইল শুভকামনা।
আশিক বিন রহিম comotcar hoyce kobi.suvokamona
অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্যও রইল শুভকামনা।

১১ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪