জল-চেতনা

মুক্তির চেতনা (মার্চ ২০১২)

প্রজ্ঞা মৌসুমী
মোট ভোট ১১৫ প্রাপ্ত পয়েন্ট ৫.৮৫
  • ৭২
  • ১৬
জলের দেউড়িতে দায়িত্বরত জলজ্যান্ত ইউনিফর্ম
জলকাচা সীমান্তের ঝুলন্ত ব্যাজে গহীন নাগরিকত্ব।
নড়ে জলদ-গম্ভীরস্বর, "পাসপোর্ট আছে? জলের পাসপোর্ট?"

সামনে জড়সড় চিতল দম্পতি; ফুলকায় টুপটাপ দীর্ঘশ্বাস।
নিগৃহীত জলচর চোখে ঝাপসা হয় শুকনো তকতকে আইন।
অতঃপর, জলপাই আর ঘুমপাড়ানী টোটার গোল্লাছুট।
একজোড়া ডাঙার স্বাদ ত্বকে নিয়ে ঘুমায় জলপড়া চিতল...

উজানে জলঢোঁড়াদের ভাসমান নকশা, ঘন দেশীয় দলিল মাঝনদীতে।
জলজাত বৈদ্যুতিক ক্যাম্পের নিচে নোনতা বিশ্বাস, স্খলিত নাব্যতা।
জলটুঙির বৈঠকী-টেবিল আধেক ভিজে 'বন্টন চুক্তির' জলখাবারে...

জোনাকির টিমটিমে আলোয়, বেগুনি কচুরিপানা একবিন্দু চন্দ্র
মেখে বানান করে শব্দ, 'ক আকারে কা, ট আকারে টা'- কাঁটা
মা-পাতা আঙুলে বর্ণ শেখায়, 'ত আকারে তা' আর 'ব শুন্য র'
বৃদ্ধা ঢেউয়ের টলটলে চশমায় আক্ষরিক অনুবাদ 'কাঁটাতার'...

মাছরাঙার ঠোঁটে টুকটুকে ভাবনা, 'জুজুরা সব ওপারের মধুকর?'
রোমন্থকে ভীড়ে গাছেদের অভ্যন্তরীন সমাজের অফুরন্ত বিভেদ।
সকালের পাড়ায়, মধ্যাহ্নের দেয়ালে, অন্ধকার বস্তির অলিগলিতে
হোঁচট খাওয়া কিংবদন্তী স্বাধীনতার বিধ্বস্ত শরীর!

শুধু নিথর আঁশের কোণে, তলতলে চেতনার জীয়ন্ত ফোঁটা-
চিতলেরা মধ্যসাঁতারে যে অধিকার পায়, সে স্বাধীন জলজমিতে
ডুবে গেলে দোষ নেই আবদ্ধ-মুক্তির মুদ্রিত প্রমাণপত্র!

শুধু মুক্তির উড়ন্ত ডানায়, উভচরী ছোট-বড় বন্দীঘরের মানে
যেখানে কেবল অবিশ্রান্ত নিজেদেরই আটকে ফেলা...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আহসান পাপ্পু অসাধারণ। লিখতে থাকুন অনবরত।
গাজী তারেক আজিজ সুন্দর ভাবনার একটি কবিতা। ভালো থাকুন সব সময়।
সাইফুল ইসলাম ধন্যবাদ একটি অসাধারণ চিন্তার কবিতা উপহার দেবার জন্য, কবিতাটি পড়ে মনে হলো আমি অনেক পেছনে পড়ে আছি , শুভো কামনা রইলো....
খোন্দকার শাহিদুল হক অভিনন্দন রইল। সত্যিই অসাধারণ কবিতা। চেতনা বিন্যাসে লাল গোলাপের বুকে ফুটে উঠেছে প্রতিবাদের ঘন সুবাস। সাবাব্বাস কবি। শুভকামনা সতত।
প্রজ্ঞা মৌসুমী কৃতজ্ঞ, ধন্যবাদ বললেও অনেক কম হয়ে যায়। নানা ঝামেলায় নিয়মিত হতে পারিনা। কিন্তু আপনারা ঠিকই লেখা যত্ন নিয়ে পড়েন। লেখাকে এগিয়ে নিয়ে যান... একজন সাহিত্যপ্রেমী হওয়া, লেখক হওয়া কি আপনাদের দেখে বুঝি। অনুপ্রেরণার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। অনেক অনেক শুভকামনা।
আহমেদ সাবের অভিনন্দন প্রজ্ঞা মৌসুমী, কবিতায় সেরা পুরষ্কার পাবার জন্যে ।
ম্যারিনা নাসরিন সীমা বিজয়ী অভিনন্দন প্রজ্ঞা !
পাঁচ হাজার বিজয়ী অভিনন্দন রইল
sakil প্রায় মাস হতে চলেছে দেশে ফিরেছি দিদি। বাড়ির এবং এলাকার সকলের এত্ত এত্ত ভালোবাসা এবং ব্যাস্ততার কারনে গল্প কবিতায় আসতেই পারছি না । অন্য দিকে রাত জাগলে মায়ের বকুনি , সব মিলিয়ে মহা আনন্দ। সেই আনন্দের সাথে তোমাকে আবারো বিজয়ীর মুকুটে দেখে সত্যি অনেক খুশি হলাম। শুভকামনা চিরন্তন।
জাফর পাঠাণ মৌসুমীকে আন্তরিক শুভেচ্ছা বিজয়ী হওয়ার জন্য।মুখোমুখি হলে একটি ফুলতো অবশ্যই ।

১০ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৩৪ টি

সমন্বিত স্কোর

৫.৮৫

বিচারক স্কোরঃ ৩.৫৫ / ৭.০ পাঠক স্কোরঃ ২.৩ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪