আমি তোমাকে অনুভব করি আজো

কষ্ট (জুন ২০১১)

অবিবেচক দেবনাথ
  • ৪৬
  • 0
  • ১৭
প্রিয়,
আমি তোমাকে অনুভব করি আজো
এ্ই বুকের পীঞ্জরে অদৃশ্য মায়ার টানে।
চাইলেই এই টান তুমি চোখ মেলে দেখতে পারতে
পারতে আমার বুকে হাতদিয়ে স্পন্দন থেকে ঠিকরে নিতে
কারন; এ যে, উত্তারাত্তরকালের সূর্য়ের আলোর মত
প্রকৃতির মায়ায় সে চোখমেলে তাকিয়ে ছিল,
কিন্তু; তুমি তা করলেনা.....

জীবনকে নেশা বিগাড়ায়, সে আমাকেও বিগড়িয়েছে।
কিন্তু বিশ্বাস কর, অনাসৃষ্টির কলঙ্ক আমার ছিলনা
নিজের দৃষ্টিকটু জীবনবোধ আমাকে ডুবিয়েছে
আমি ডুবেছি সায়ন্ন সায়রে

তুমি কখনো কি বন্দিখাঁচার মুক্তবিহঙ্গ দেখেছ?
দীর্ঘকাল খাঁচায় বন্দি থেকে-থেকে সে অতীতকে টানে
খাঁচার বাহিরে গিয়েও সে দূর্দশাগ্রস্থ জীবন ভোলেনা
কোন একমায়া তাকে খাঁচায়ও টানে
কিন্তু; দু'মায়ার টানে তার অনুভূতি হারিয়ে যায়
সে ভাবস্থ হয়, হয় ভাবগ্রস্থ, জীবনসুখের দ্বিবিধ ভাবনা তাকে ব্যাকুল করে
একসময় ঠেলে দেয় পশ্চাৎ'তে।

আমার জীবনও সে রকম
স্বাধীন আর বদ্ধবস্থার মায়া, দ্যোটানা স্মৃতির পরিসর
বেহাগ বিহঙ্গের সুরে অভিলাষ ধ্বংসে ঠেলে

একদিন তুমি আসলে আমার জীবনে
কোন চঁন্দ্রমুখী তার চঁন্দ্রবদনে আমায় আবদ্ধ করল
আমায় জড়ালো ভালোবাসা আর বিরহের মধ্যখানে।

জান, প্রাপ্তী আমার কি হল?
ভালোবাসা আর বিরহের মধ্যখানে আছে কষ্ট, বেদনা
যেদিন তুমি চলে গেলে. সেদিন থেকে তারা আমায় কুঁড়ে-কুঁড়ে খাচ্ছে
দিনের আলো আর রাতের আঁধার আমার এক করে দিয়েছে
তারি একটু স্পর্শ দু'চোখের নিচে উজ্জল করে তুলেছে
আজ আমি নীরবতার নিভীর আড়ালে লুকিয়ে আছি
একদিন এই নীরবতা আমায় সম্পূর্ন গ্রাস করবে
আমি কষ্টদেবতার চরণে অঞ্জলি দিয়ে চঁন্দ্র-সূর্যের মায়াও ছেড়ে দেব
কিন্তু সে দেখা হয়তো তোমার হবেনা......

তুমি ভুল করে কখনো আমায় খুঁজতে এসো না
কখনো ছেড়োনা অনুভূতির দীর্ঘশ্বাস
তাহলে সে তোমাকেও ভালোবাসা আর বিরহের সান্নিধ্যে বাঁধবে
তখন হয়তো আমার মত তোমারও কৃতঃকর্মের অন্ত্যেষ্টিক্রিয়া টানবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
অবিবেচক দেবনাথ ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য, আপনার দোয়া পাচ্ছি, আশা রাখি এগিয়ে যেতে পারব।
উপকুল দেহলভি কবিতাটি অসাধারণ লাগলো, আর আপনাকেত "বিবেচক দেবনাথ" মনে হচ্ছে. সুন্দর আলোকিত আগামীর দিকে এগিয়ে যান; শুভ কামনা আপনার জন্য.
অবিবেচক দেবনাথ মামুন ভাইয়া আমার ধন্যবাদ গ্রহণ করবেন |
অবিবেচক দেবনাথ আনিসুর রহমান মানিক ভাই, ভালোলাগায় ধন্যবাদ G
মামুন ম. আজিজ কথার বুননে শব্দের ব্যবহারে উৎকর্ষতা দেখালে ঠিকই , ভাল তো তাই না বরে কি উপায় হে কবি। বেশ লিখেছ ব্রাদার
অবিবেচক দেবনাথ সৌরভ শুভ (কৌশিক ), ভাই মন যেথায় হারিয়ে গেছে, সেথায় তো যেতেই হবে তাই না |
সৌরভ শুভ (কৌশিক ) আমি তোমাকে অনুভব করি আজো,তাই বুঝি এখনো তাকেই তুমি খোঁজো /
অবিবেচক দেবনাথ জীবনবোধও সেরকম, শৃঙ্খল বাল্যসুল্ভ আচরণ থেকে কঠিন বাস্তবতার দৃড় বাকরুদ্ধ আচরণ | পরিশেষে আমার ধন্যবাদ শাকিল ভাই |
sakil প্রথম দিকের ছেড়ে শেষের দিকে আপনার কবিতাটি অতি সাধারণ থেকে অসাধারণে পরিনিত হয়েছে . আপনার লেখার হাত খুব ভালো . আপনার জন্য মঙ্গল কামনায় .

১৭ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪