আলোর পথে

মুক্তির চেতনা (মার্চ ২০১২)

বিষণ্ন সুমন
  • ৪৬
অমলিন আঁধারে ছেয়ে আছে চারপাশ।
কোথাও একরত্তি আলো নেই।

একরাশ কালোয় ভরে গেছে বিবেকের জমিন
সফেদ আলোর ডানায় এখন
অলীক স্বপ্নের দল খেলে বেড়ায়।
আতুর ঘরে চলে ছলনার বেসাতি
জন্ম-জন্মান্তরে জাগে মিথ্যার খেয়াল।

অদৃশ্য বাঁকা পথের আহবান
মনের ভেতরে আশ্বাস জাগিয়ে তুলে
মরিবার তরে সবে অক্লেশে বাঁচি।
পতঙ্গের কালে উদ্বাস্তু জীবন
আঁধার কালিমায় খুঁজে আলোর দেয়াল।

অসীম শুন্যতায় বহতা নদীর মত
অক্লেশে হামা দেয় অন্তরাত্মা।
তার নবীন ঠোঁটে সর্বগ্রাসী ক্ষুধা
ফেনীল উচ্ছ্বাসে নাচে তাপ তরঙ্গ।
অমলিন আঁধারের কল্পবৃত্ত তটে
একরাশ সতেজতায় আমার বেড়ে উঠা।

এই অন্ধকার রাহুর নাগপাশ
এই আমার প্রাত্যহিক জীবন
এখানে বেঁচে থাকবার কোন উপাত্ত নেই।

এমন জীবন চায়না কেউ
চায়না হতে কেউ নিজের কাছেই ফেরারি।
অমূলক বাসনায় তবু বিভোর হয়ে রই।

এই মরীচিকা আমার স্বপ্ন না।
এই মৃতবৎ জীবন আমার না।
এই অন্ধকার আমার জীবন না।

আমি তো আলোর পথের দিশারী হতে চাই।
হতে চাই ফণীমনসার বুকের ধারালো কাঁটার ডগায়
রোদজ্বলা শিশিরের মতই আলো ঝলমলে।

দাও দাও আমায় এক টুকরো আলো দাও।
বিবেকের অন্ধকার কুঠরিতে
সফেদ আলোর বন্যা বইয়ে দাও।
আমার আতুর কুণ্ডলীতে জন্ম নিক আবার
শ্বেত শুভ্র পবিত্র আত্নার আমি
মিথ্যেকে জয় করার অমোঘ বাসনায় বিভোর
একজন পরিপূর্ণ সত্যিকারের মানুষ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রওশন জাহান অনেকদিন পর আপনার কবিতা আমাকে উদ্বেলিত করল ভাললাগায়। চমৎকার কবিতা।
মৃন্ময় মিজান হতে চাই ফণীমনসার বুকের ধারালো কাঁটার ডগায় রোদজ্বলা শিশিরের মতই আলো ঝলমলে। -অনেক বেশি ভাল লাগল।
মনির মুকুল কালোর রাজত্বে সাদার সাদা থাকার চেষ্টা বড়ই দুঃসাধ্য। সত্যিকারের মানুষ কতক্ষণইবা সত্যিকারের মানুষ হয়ে থাকতে পারবে? ...দারুণ লিখেছেন ভাইয়া।
সাজিদ খান একরাশ কালোয় ভরে গেছে বিবেকের জমিন সফেদ আলোর ডানায় এখন অলীক স্বপ্নের দল খেলে বেড়ায়। আতুর ঘরে চলে ছলনার বেসাতি জন্ম-জন্মান্তরে জাগে মিথ্যার খেয়াল।// অসাধারণ । কবিতার গায়ে আর্তনাদের হাহাকার খোজে পেলেও আর্দশবান হওয়ার প্রেরণা ঘোগায় ।সালাম জানাই আপনাকে কবিতাটির জন্য ।
রোদেলা শিশির (লাইজু মনি ) অসীম আকুতির জয় হোক ....! মরিচিকা স্বপ্ন নিপাত যাক ! আলোয় আলোয় উদ্ভাসিত হোক বিবেকের অন্ধ কুঠুরি ....!
মিলন বনিক হতে চাই ফণীমনসার বুকের ধারালো কাঁটার ডগায়, রোদজ্বলা শিশিরের মতই আলো ঝলমলে। শুধু বলব অসাধারণ!!! খুব ভালো লাগলো...
মাহ্ফুজা নাহার তুলি মিথ্যেকে জয় করার অমোঘ বাসনায় বিভোর একজন পরিপূর্ণ সত্যিকারের মানুষ।.............অনেক ভালো লাগলো........
পন্ডিত মাহী পড়তে পড়তে মুগ্ধ হচ্ছিলাম...। আর মাঝে মাঝে মনে হচ্ছিল এখানে আবেগ গুলো ঠিক সহজ গতিতে নেই... আরেকটু গভীরে ডুব দিলে কবিতা দারুন হতো।
খন্দকার নাহিদ হোসেন অনেকদিনপর কবিতায় পুরনো সুমন ভাইকে পেলাম। টানটান কথামালার বড় সুন্দর এক কবিতা।

২৪ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৬৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী