কষ্টের গল্প-কবিতা

উষ্ণতা (জানুয়ারী ২০১৯)

বিষণ্ন সুমন
  • ৭১৫
কষ্টের কোন বর্ণ হয় না।
অনুভবের পেয়ালায় মিশে
নীল কালো লালে’র আড়ালে
এলোমেলো অনুভুতির সায়রে
কষ্টেরা হারায় তার অকপট সচ্ছতা।

তাই বুঝি কষ্ট দেখা যায় না।
যায় না মুঁছে ফেলাও।
সুপ্ত বীজের মতই রয়ে যায় অবিরাম।
ঠিক যেন নিরেট বোধের জমীনে
অকৃত্রিম জীবানুর অতল অবগাহন।

আমায় কষ্টে পড়া মানুষ বলো না।
বলো না তোমাদের আনন্দের কল্কীতে
একটু আশ্বাসের আস্বাদ নেব বলে
বুভুক্ষের মত জ্বালিয়ে মারছি অবিরত
যদিও আমার গলাতেও আকন্ঠ তৃষ্ণা।

তোমাদের এবরো-খেবরো মানচিত্রে
সজীব ভূমির জলছাপ নেই।
আকাশ চিড়ে ফুঁটতে দেখি
এক চিলতে নির্জিব নিহারিকা।
অথচ তোমরাই কিনা আনন্দে জোসনা মাখ।

কষ্টকে অন্ততঃ কষ্ট বলো না ।
বলো না সুখের অসুখ।
নির্জন প্রদীপের মলিন আলোয়
খোঁজ হাসি ঝরা সফেদ পথটুকু।
পথের শেষে যদিও পথ মেলে না।

এ ভাবেই লিখা হয় প্রতিনিয়ত
তোমার আমার সবার
হরেক কষ্ট বিণাশী গল্প
অসম্ভব সুখ পিয়াসী গান
কিংবা এমনতরো সুখ-দূঃখের কবিতা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিষণ্ন সুমন অশেষ কৃতজ্ঞতা ও ভালবাসা
ভালো লাগেনি ৩০ জানুয়ারী, ২০১৯
মোঃ নুরেআলম সিদ্দিকী রাইট বলেছেন, কষ্টের কোন বর্ণ হয় না। কষ্টের কোন বর্ণ হয় না। অনুভবের পেয়ালায় মিশে নীল কালো লালে’র আড়ালে এলোমেলো অনুভুতির সায়রে কষ্টেরা হারায় তার অকপট সচ্ছতা। অসাধারণ কবি। শুভেচ্ছা।।
ভালো লাগেনি ২৮ জানুয়ারী, ২০১৯
বিষণ্ন সুমন অশেষ কৃতজ্ঞতা ও ভালবাসা ছোটভাই।
মোঃ মোশফিকুর রহমান যদিও নিয়মিত আসা হয়তো সময়ের সল্পতা হেতু, তবুও যখনই আসি আপনার পূর্ববর্তী লেখাগুলোতে একটু চোখ বুলিয়ে প্রেরণা নেই! আপনার লেখা গল্প কিংবা কবিতা যেকোনো তরুণ লেখকের জন্য প্রেরণার উৎস! আপনার কবিতা পাঠে হৃদয় ছুঁয়ে গেল তাই সর্বোচ্চ ভোট না দিয়ে পারলাম না। আপনার জন্য শুভ কামনা থাকল।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

মানুষের জীবনে কষ্ট যেমন আছে, তেমনি আছে সুখ। এই টানা-পোড়েনের মাঝেই আমাদের জীবন। তাই নিয়ে আমার এই কবিতা।

২৪ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৬৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪