মরিচীকা দেশপ্রেম

দেশপ্রেম (ডিসেম্বর ২০১১)

এস. এম. কাইয়ুম
  • ৩৬
  • 0
দেশপ্রেম কী??
দেশকে ভালবাসা?
নাকি দেশের জন্য আত্ন-নিয়োগ করা ?
কি ভাবছেন? অনেক কঠিন
প্রশ্ন দিয়ে শুরু করলাম!
না মানে- আগে তিতা,
পরে মিঠা ভালো -তাই!

যদি উত্তর হয় দেশকে!
তবে কি ভাবে বাসবেন?
আর যদি হয় আত্ন-নিয়োগ
তবে তা কি ভাবে???

প্রশ্নমালার অগণিত পেঁচাল
না পেঁচিয়েই উত্তরে যাই চলে..
দেশকে বাসা মানে মাকে বাসা -
আত্ন-নিয়োগ মানে দেশের সর্ব বিষয়ে
দায়িত্ব-কর্তব্য, ন্যায়-আবেগ, ত্যাগ
আর ভালবাসার সহিত কার্য-সম্পাদন করা ...।

এবং
দেশকে বাসা -মাকে বাসা,
সমান যদি হয়-
দেশের ক্ষতি-মায়ের ক্ষতি
বুঝতে কি কষ্ঠ হয়!
মা আমার, মাটি আমার
দেশ আমার, দশ আমার
যদি সত্যি হয়-
দেশের তরে জীবন দিতে
কেউ কি বাকী রয়?



ব্রিটিশ আন্দোলন,
বায়ান্ন আন্দোলন
স্মৃতি কথা কয়-
বিশ্বের বুকে আমরাই
একমাত্র ত্যাগী জাতি
যাঁরা মাতৃ-ভাষার জন্য
জীবন দিয়েছিল অতি।

ঊনসত্তর আর একাত্তরের
কথা যাই বলে
ঐদিন গুলির চিত্রায়িত হলে
আ..হা শুধু বলে!
কি কঠিন, কি অমানবিক
নৃ-সংশ, বর্বরতাময় প্রেক্ষাপট...
আজো আমার ইচ্ছে করে -
হায়েনা আর পাক-দখলদারদেরকে
কেরোসিন ছাড়া পোঁড়াই।

কিন্তু আজ তিন যুগ পরেও
দেশের শান্তি বিরাজমান নয়,
মানুষে-মানুষে কোন্দল করে
অন্যায়, লোভ আর অপশক্তি
বৃদ্ধি করে - দেশের কাংখিত
অগ্রগতি ব্যহত করছে।

তাই এখন গভীর ভাবে টনক
নাড়া দেয় - দেশপ্রেম কী?
সব সময় সংশয় কাজ করে।
দেশপ্রেম, ন্যায়-অন্যায়, আবেগ-
ভালবাসা আছে কী, মানুষের মাঝে??
না কি সবই মরিচীকা !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এস. এম. কাইয়ুম অনেক অনেক ধন্যবাদ
জাকিয়া জেসমিন যূথী বাব্বাহ, এই কবিতা লেখার জন্য সত্যি একটা গভীর ভাবনার মাথা থাকা জরুরী। ভালো লাগলো বিশাল কবিতা।
প্রজাপতি মন দেশকে বাসা -মাকে বাসা, সমান যদি হয়- দেশের ক্ষতি-মায়ের ক্ষতি বুঝতে কি কষ্ঠ হয়! মা আমার, মাটি আমার দেশ আমার, দশ আমার যদি সত্যি হয়- দেশের তরে জীবন দিতে কেউ কি বাকী রয়? এভাবে যদি সবাই দেশটাকে ভালোবাসতো, দেশমাতার আর কোন কষ্ট থাকতোনা। কবিতা অনেক ভালো লেগছে।
এস. এম. কাইয়ুম জাকারিয়া ভাই, আপনার মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ
শেখ একেএম জাকারিয়া দেশপ্রেম কী?? দেশকে ভালবাসা? নাকি দেশের জন্য আত্ন-নিয়োগ করা ? আমার কাছে মনে হয় এর উত্তর দুটোই। তবে আমাদের দেশে সত্যিকার দেশপ্রেম কয়জনের কাছে আছে সেটা ভাববার বিষয়। তবে আধুনিক কবিতার মধ্যে নিজে কিছু যদি ছন্দে ছন্দে বলেন সমস্যা নেই কিন্তু ছন্দের ধারাবাহিকতা ঠিক রেখে আগের জায়গায় ফিরে যেতে হবে।আপনি ফিরে গেছেন ঠিক আছে।কিন্তু ছন্দে মাত্রা পব অন্ত্য মিলের দিকে খেয়াল রাখেননি। এরপরেও ভাললাগল।
নিলাঞ্জনা নীল সত্যি এই প্রশ্নটা আমাকেও নাড়া দেয়......
এস. এম. কাইয়ুম অজয় দা - অনেক ধন্যবাদ
অজয় অনেক জেনেছেন ইতিহাস ধন্যবাদ .
এস. এম. কাইয়ুম সূর্য ভাই, অনেক ধন্যবাদ
সূর্য অনেকটা গ্রাম্য পালাগানের আদল এসেছে কবিতায়।প্রথম দিকটা খুব সাদামাটা শুরু হলেও শেষ পর্যন্ত সুন্দর একটা কবিতা হয়েছে।

০৭ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪