আমি কি মা হয়েছি, মা?

মা (মে ২০১১)

একলা পথচারী
  • ২২
  • 0
  • ২০৮
তোমার মনে আছে মা, ওই দিনটার কথা
তখন সবেমাত্র কলেজে উঠেছি আমি
বন্ধুদের দেখাদেখি জিন্সের প্যান্ট পরেছিলাম সেদিন,
তুমি দেখে কি রাগটাই না করেছিলে আমার উপর ।
তোমার বকা খেয়ে খুব কেঁদেছিলাম
মনে মনে ভেবেছিলাম তোমাকে আর কোনদিন মা বলেই ডাকব না ।
কি বোকাই না ছিলাম আমি
তুমি পরে এসে আমায় জড়িয়ে ধরলে আর বললে "কাঁদে না সোনা, আগে মা হ, তারপর বুঝবি"
আমি হা করে তাকিয়ে ছিলাম তোমার দিকে
কিছুই বুঝতে পারিনি সেদিন ।

আচ্ছা মা, ওই দিনটার কথা তোমার মনে আছে
ওই যে, আমার বাবুটা যেদিন প্রথম পা রাখল এই পৃথিবীতে।
আমি তখন হাসপাতালের বিছানায় শুয়ে আছি
তুমি ওকে নিয়ে এসে আমার কোলে দিলে
ওকে কোলে নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম আমি
কি একটা অদ্ভুত খুশি যেন ঘিরে ধরেছিল আমাকে চারদিক থেকে
তারপর তোমার দিকে ফিরে তাকিয়ে আমি বলেছিলাম "মা, ওমা, দেখো আমি মা হয়েছি"
তুমি শুধু মুচকি হেসেছিলে আমার দিকে চেয়ে
মা, কি বলেছিলে সেদিন ওই হাসি দিয়ে?
আমার তখনও মা হওয়া হয় নি , তাই না মা?

সেদিনের পর এক এক করে অনেকগুলো বছর কেটে গেছে
তোমার নানুভাই আর সেই ছোট্টটি নেই মা, অনেক বড় হয়েছে সে
বিরাট বড় চাকরি করে ও, গুলশানে তার এখন ছটা বাড়ি
গাড়িও আছে পাঁচটা, অর্থ, সম্পদ, খ্যাতি, প্রতিপত্তিতে তার আশেপাশের সব্বাইকে ছাড়িয়ে গেছে সে
ওকে বিয়ে দিয়েছি পাঁচ বছর হলো ।
জানো মা, তোমার নাতবৌটা না দেখতে একদম পরীর মত

ধ্যাত! কি সব বলছি আমি
আমি বুড়ি হয়ে গেছি মা
কোথা থেকে যে কোথায় চলে যাই, মনেই থাকে না ।
আমার সেই কালো লম্বা চুলগুলোর কথা তোমার মনে আছে মা,
যেগুলোতে তুমি প্রতিদিন নিয়ম করে তেল মেখে দিতে
ওগুলো এখন আর নেই মা, সবগুলো এখন ধবধবে সাদা
সময় সব রং শুষে নিয়েছে ওদের কাছ থেকে
আমার বাবুর ছেলেটা একদিন আমায় বলে কি জানো মা?
বলে "ধ্যাত!, নানুভাই তোমার সব চুল সাদা, আমার বন্ধুরা তো তাদের দাদু-নানুদের কালো চুলের ফাকে সাদা চুলগুলো বেছে দেয়, আমি কি বাছব?"
বল তো মা, কি বলি আমি ওকে?

ওহো, তোমাকে তো বলাই হয় নি,
আজ সকালে না একটা মজার কাণ্ড ঘটেছে
তোমার নাতবৌ তোমার নানুভাইয়ের সাথে আমায় নিয়ে আলাপ করেছে
কি আলাপ করেছে বলোতো দেখি মা?
পারলে না তো!
নাহ! মা! তোমার না, কোনদিন বুদ্ধিশুদ্ধি হবে না
আসলে তোমার নাতিটা না আমায় নিয়ে বড্ড বেশি চিন্তা করে
ঠিক তোমার মত,
তুমি বলতে না মা, আমায় নিয়ে চিন্তায় চিন্তায় তোমার নাকি শরীর খারাপ হয়ে যাবার যোগাড় ?

আমি এখন অনেক একা হয়ে গেছি মা,
তোমার জামাই আমার পাশে নেই আজ সাত বছর
একা একা আমার দিনটা যেন আর কাটতে চায় না
আমার সাথে কথা বলার দু দণ্ড ফুরসত যেন কারো নেই
একা ঘরে থেকে থেকে মনে হয় আমি যেন দম বন্ধ হয়ে মারা যাচ্ছি

তোমার নাতি আর নাতবৌ আমাকে অনেক ভালোবাসে মা
ওরা বলেছে আগামী পরশু ওরা আমাকে এক জায়গায় রেখে আসবে
সেখানে নাকি আমার মতো আরো অনেকে থাকে
ওখানে গেলে নাকি আমার এই একাকীত্ব ঘুচে যাবে
নতুন বন্ধুদের পেয়ে আমি নাকি আবার খুশি হয়ে উঠবো
বুড়ু বয়সে নতুন বন্ধুত্ব, দারুণ না মা!
ওখানে যাবার জন্য তাই এখন অধীর হয়ে বসে আছি।

মা, ও মা, তুমি শুনছ তো?
আট বছর ধরে তুমি একই ভাবে ছবি হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছ আমার দিকে,
কিছু বলবে না তুমি মা?
তুমি কি রাগ করলে মা? প্লিজ লক্ষ্মী মা আমার, রাগ করো না
ওরা তো তোমার সোনা মেয়েটার ভালো চায়
দেখো, আমি তো রাগ করি নি!

আমার তো কথা ছিল রাগ করার; পারিনি
আচ্ছা মা , বলতো, আমি কি এবার মা হয়েছি? মা?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য পথচারী, লেখার ভাব এবং বস্তুগত সৌন্দর্য আছে। গদ্য এবং পদ্যের ধারা সৃষ্টির প্রধান কারনই হলো তাল, স্বর এবং ছন্দ। গদ্য বর্ণনা মূলক বিপরীতার্থে পদ্য হলো ভাবুক। কবিতায় একটা বাক্য গল্পের একটা প্যারা ধারণ করে প্রকাশ ভঙ্গির কারনে। একটা কবিতা পড়ে যদি তাল ভাল উপলব্ধিতে না আসে তাহলে কষ্ট লাগে। তোমার এই লেখায় যতটা বর্ণনা এসেছে তাতে গল্প হলেই ভাল হতো, এটা আমার চিন্তা
একলা পথচারী আপনাদের সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ @Shahnaj Akter, @সুবল, @মা'র চোখে অশ্রু যখন.
শাহ্‌নাজ আক্তার আচ্ছা মা , বলতো, আমি কি এবার মা হয়েছি? মা? কবিতা না গল্প তা আমি বিচার করছিনা , এই সৃষ্টি টি পড়ে আমার বুক ফেটে কান্না এসেছে ...ভোট করলাম অসাধারণ .
খন্দকার নাহিদ হোসেন আমার ও মনে হয় আপনি ইচ্ছে করলে এই লেখাটা গল্প আকারে ও লিখতে পারতেন। আর কবি যদি কবিতাই লিখতে চায়, তখন বড় কবিতা গুলির ক্ষেত্রে ছন্দ দিয়ে লেখা ভালো। ও লেখাটা ভালো হইছে।
আহমেদ সাবের পুলক চন্দ্র বাবু - কবিতা যে গদ্য হতে পারে তার উদাহরন হিসেবে হাতের কাছে আমাদের কবি শ্রেষ্ট শামসুর রাহমান ‘এর ‘নক্ষত্র বাজাতে বাজাতে’ কাব্যটা থাকলে, ‘সগীর বাউল এবং একটা পোড়া জমির কথা’ কবিতাটা দেখে নিতে পারেন। এ ছাড়া অন্য উদাহরন আর দিলাম না।
মুর্শিদা খাতুন ভালো লাগলো কবিতাটি
খোরশেদুল আলম সুন্দর বর্ণনা সহকারে লিখেছেন তবে অনেক লাইন ছোটকরে দিলে ভালো হতো আপনি যখন কাগজে লিখবেন বা বই প্রিন্ট করবেন তখন কিন্তু এভাবে দিতে পারবেন না, ভালো হয়েছে।
একলা পথচারী @পুলক চন্দ্র বাবু, ভাই আপনার কাছে এটা গান বা কবিতা কিছুই মনে হয় নি, গল্প মনে হয়েছে। একই বিষয় একেকজনের কাছে একেকরকম লাগতে পারে, এতে দোষের কিছুই নেই, কিন্তু "গল্পটা" কেমন লেগেছে সেটা ত বলতে পারতেন। আর পুলক ভাই, একটি লেখাকে কবিতা বলতে গেলে আপনার মতে তার কি কি গুণ থাকা দরকার তা যদি বলতেন তাহলে খুব ভালো হতো
পুলক চন্দ্র বাবু ভাই এটা কখনই গান হবে না. কবিতাও হয় নাই. তাহলে বাকি থাকলো গল্প. তবে অসমাপ্ত গল্প.

০৬ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী