হারানো কৈশোর

কৈশোর (মার্চ ২০১৪)

সাইফ চৌধুরী
  • ১২
  • ১৫
আর একটা বার ,
আর একটা বার, আমি ফিরে যেতে চাই,
আমার হারানো ছোট্ট বেলায়,
আমার আমি কে ফিরে পেতে চাই,
সবুজ গায়ের ঐ পথ চলায়।

সেই হারানো দিনগুলো,
আজো ভাবনায় ভাসে এলোমেলো
খুজে-ফিরি তারে আজ বেলা-অবেলায় ।
আজো মনে পড়ে ঐ, কত হৈ, চৈ,
গোল্লাচুট আর লুকোচুরি খেলায়।
মিশে গেছে আজ সবি স্মৃতির পাতায়।

আর একটা বার, আমি ফিরে যেতে চাই,
হাঁসি-খুশি ভরা সে খেলার মেলায়।
আমার সাথীদের ফিরে পেতে চাই,
দল বেঁধে চলিতে পুরনো সে পাঠশালায়।
সেই স্মৃতিময় দিনগুলো,
আজো স্বপ্ন হয়ে এসে জ্বালায় আলো.
নিরিবিলি ভাবে মন আজ বেলা-অবেলায়।

আর একটা বার,
আর একটা বার, আমি ফিরে যেতে চাই,
যেথা সবুজের সমাহারে পাখিরা উড়ে বেড়ায়।
আমার কৈশোর আমি ফিরে পেতে চাই,
পেলে আসা দিনগুলো আবারো সাঁজাই।

সেই ফুল কুড়ানো দিনগুলো,
আজো পিছু ডাকে, বলে ফিরে চলো,
চলো সে ছেলেবেলার আপন ঠিকানায়।
আজো মনেপড়ে মোর ভাটীয়ালী সুর,
হাটে-ঘাটে গেয়ে উঠা গানের মেলা।
সবি আজ হারিয়েছে কোন সে দূর অজানায়?

আর একটা বার,
আর একটা বার আমি ফিরে যেতে চাই,
আমার হারানো ছোট্ট বেলায়,
আমার আমি কে ফিরে পেতে চাই,
সবুজ গায়ের ঐ পথ চলায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Abu Umar Saifullah নাড়িতে টান ধরলে এভাবেই বার বার ফিরে পেতে ইচ্ছে করবে সেই দিনগুলোকে । কবির জন্য শুভকামণা ।
মিলন বনিক সুন্দর কবিতা...একটা সময় আসে যখন এভাবে বারে বারে মনটা অতীতে ফিরে যেতে চায়....সুন্দর উপস্থাপনা....
রোদের ছায়া সুন্দর কবিতা। ছোট্ট বেলায় ফিরে যাবার আকুলতার বেশ সুন্দর প্রকাশ।
এস, এম, ইমদাদুল ইসলাম নাড়িতে টান ধরলে এভাবেই বার বার ফিরে পেতে ইচ্ছে করবে সেই দিনগুলোকে । কবির জন্য শুভকামণা ।
জসীম উদ্দীন মুহম্মদ অসাধারন মানের কবিতা ! অভিনন্দন কবিকে --------- ।
জসীম উদ্দীন ভাই ধন্যবাদ আপনার ভালোলাগার জন্য। আপনাদের ভালোবাসায়তেই কবিতার উৎপত্তি। ভালো থাকবেন ভাই। শুভেচ্ছা রইলো।
সাদিয়া সুলতানা আমার শৈশব, কৈশোর ছিল শহরময়। স্নিগ্ধ গ্রামীন শৈশবের গল্প শুনে লোভ জাগে। অনেকদিন গ্রামে যাওয়া হয় না। এটাইতো কবির সার্থকতা, মনের ভেতর আফসোস...হাহাকার এনে দেয়। শুভকামনা।
যে যেখানেই বড় হোকনা কেন, বাংলার বুকে এমন আপন স্বাদের অনুভুতি সবার মাঝেই আছে।সময় করে জিবনে এমন সুযোগ করে নিবেন। আশা করি অনেক উত্তম প্রশান্তি পাবেন মনে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
রাজিয়া সুলতানা লেখাটা কিশোর বেলার অপূর্ব মহিমা অসাধারণ ভাবে তুলে ধরা হয়েছে ,কবিকে এজন্য আন্তরিক সাধুবাদ জানাই,:"তুমি যাবে ভাই ,যাবে মোর সাথে আমাদের ছোট্ট গায়ে "..এই সুন্দর কবিতা টি মনে পড়ে গেল ভাই আপনার কবিতা টি পড়ে ...অনেক শুভকামনা রইলো......আমার "জীবনচক্রে কৈশোর "কবিতা টি পড়ার আমন্ত্রণ রইলো......
রাজিয়া সুলতানা কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে বলে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। কুশলে থাকবেন।
দীপঙ্কর বেরা সবাই চায় কিনন্তু ------ ভাল লাগল ।
ওসমান সজীব খুব সুন্দর কবিতা
ওসমাণ, ভাই ভালো লাগার জন্য ধন্যবাদ। দোয়া করবেন যেন সামনে আর ভালো লিখতে পাড়ি।
হাসান ইমতি ভালো লাগলো সাইফ ভাই
ইমতি ভাই। ধন্যবাদ আপনাকে সময় করে পড়ার জন্য।

০৫ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪