কষ্টের চিরকুট

কষ্ট (জুন ২০১১)

সোশাসি
  • ২৭
  • 0
  • ১৫
একটি তটিনীর জন্ম হয়েছিল _
স্রোতসিনীর মত হিমালয় শৃঙ্গ বেয়ে এক দ্বার থেকে অন্য দ্বারে ,
এক ভূমি থেকে অন্য ভূমে ,
একগুচ্ছ তৃণ থেকে সবুজের বুকে লীন হয়ে ঝর্ণা ধারার অবিরাম শব্দের মতন
দারস্ত হয়েছিল অনাবাসী স্বপ্ন বুকে নিয়ে ।
সুমাত্রা দ্বীপের গোধূলি বেলার আবরণে জ্বলন্ত লাভা পাণ্ডুলিপি হাতে ,
মহাকালের মহা জীবনের রোষানলে ,
জীবাশ্ম হয়েছে সজীব প্রাণ মানুষের হিংস্রতা আর মোহ'র নিপুণ কারুকার্য
খচিত বিকিরণে ।
অসার প্রেমের অযাচিত নিগার প্রসারে ।

না !
বোমাতঙ্কে ব্যথিত কোন দুর্গম হিমালয়ের আফগান সীমান্ত থেকে বলছি না ,
কিংবা গৃহযুদ্ধ বিধ্বস্ত আফ্রিকান কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের দাঙ্গার কথা বলছি না ।
আমি সভ্যতার কথা বলছি -
ননৎকার হত দাসত্বের সেঁকল ছিঁড়তে কত প্রাণ হ'ল নিষ্প্রাণ ,
শতাব্দীর পর শতাব্দী কত মহামানব এলো বিজয় রথে
সুন্দর সুশোভিত করতে ধরণী \\
কত অমর বানী বিশালকায় পাণ্ডুলিপি রচিত হ'ল যুগে যুগে ,
আমি তাদের প্রতিদানের কথা স্মরণ করছি ।

সভ্যতার যুগে সভ্য মানুষ সভ্য হয়েছে সমাজ,
তবে কেন উদর পাত্র ফুটো হয়ে বুলেট বিদ্ধ হবে নড়ি, কৃষরের প্রাণ ?
অন্নাগারে কেন মজুদ হবে বিধ্বংসী মরণ অস্রর বরিষণ ?
কে এলো সভ্যতায় দানব হয়ে !
সেত দানব নয় মানব ,
সেত সমাজেরই কেউ হবে
সেত তোমারই আপনজন ভাই অথবা বান্ধব ।
এখন তো নয় নৃশংস বর্বর মধ্যযুগ
এখন তো সভ্যতার যুগ দুয়ারে দাঁড়ানো একুশ শতক ।

বন্দুকের বেয়নেট নয় হাতে গোলাপের তোরা নিয়ে ,
বারুদের গন্ধ আর নয় সমাজ মনোহর করতে হবে ।
কোন হিংস্র ছোবলে ন'হে দংশিত হবে কোন প্রাণ _
মানুষ মানুষের তরে বলেছেন জগদীশ্বর ।

জানি ! এ চিরকুটের পাণ্ডুলিপি খানি
সমস্ত দিনের ক্লান্তি শেষে খেলাঘরেই ভেঙ্গে যাবে ,
না হয় খরছড়ি হবে শ্যাওরার মত অথৈ সিন্ধু জলে
বিষাদ নীলিমার সংকটময় মুষড়ানো স্রোতে ।
তাই এই কষ্টের চিরকুট মহাকালের কোন এক দেয়ালে
মঞ্চস্থ করিলাম বিরসে ,
তুমি দেখে নিও সে নাটিকা বন্ধু ! মুছিবার আগে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আশা অসাধারণ একটা কবিতা পড়লাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
সোশাসি ধনবাদ জালাল ভাই এত সুন্দর বলার জন্য
জালাল উদ্দিন অসধারণ সুন্দর কবিতা গুলো মনে হয় পাঠকেরা পরেনা তানাহলে এত ভালো কবিতার মন্তব্য এত কম, সত্যি সেলুকাচ বিচিত্র এদেশ
সোশাসি ধন্যবাদ মিলন মাহমুদ সুজন আপনাকে কবিতা পড়ার জন্য |
মিলন মাহমুদ সুজন apnar shobdogan o kabbo dharay ami bimohito.tobe ektu jotil mone holo.
সোশাসি আপনকে ধন্যবাদ সূর্য ভাই ...............
সূর্য ভাল লিখেছ। নিয়মিত লিখে যাও......
Azaha Sultan খুব ভাল লাগল সোশাসি, তবে বানানে আরেকটু দৃষ্টিপাত চাই...
junaidal ভাল লেখেছেন।
মিজানুর রহমান রানা জানি ! এ চিরকুটের পাণ্ডুলিপি খানি সমস্ত দিনের ক্লান্তি শেষে খেলাঘরেই ভেঙ্গে যাবে ,--------বন্ধু সোশাসি, তোমার কবিতায় বার বার ফিরে আসি, নয় কোনো সর্বনাশী এ যেনো কবিতা বারমাসী। খুব ভালো হয়েছে। আমার পক্ষ থেকে তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা ও ভোট। ধন্যবাদ।

০৩ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪