তোমায় দিলাম শূন্য অভিশাপ

কষ্ট (জুন ২০১১)

কবিশহিদুল
  • ৬৯
  • 0
  • ৪২
একদিন এইখানে এসেছিলাম আমি
ঠিক এইখানে,
রাঙ্গা আলোর ডাকে
অথবা অলির গানে /
নিশান্ত শেষে ভোরের আলোকনে
যামিনী ঘোর তখনো কাটেনি মনে,
কত পথ পারায়ে-
এই অরণ্যে এসে বসে,
কুয়াশা তখনো যায়নি ,
সুরুজের এই প্রত্যুষে!
তবু কুহকের ডাকে ,মরীচিকার আশে,
ছুটে এসেছি এইখানে,এক ভ্রান্ত বিশ্বাসে ।
শুধু দেখেছি চেয়ে,শ্রান্ত দু চোখ বেয়ে,
পদতলে হায় সবুজ ঘাসের নীড়
নব বধূর সলজ্জ হাসির মত,
মেলে ধরে আছে সাত ফোঁটা ভোরের শিশির।
জিয়ন্ত এ শিশির ফোটার পানে
চেয়ে থাকি অপলক,
এ যেন গো ,
আমার প্রিয়তমার হারানো সেই শুক্ল নোলক।
কিছু কথা নেই,কিছু ভাষা নেই,শুধু মৌনতা ,
তবু মগ্ন নয়নে চেয়ে,
জানিনা কখন দুফোটা জল গড়ায়েছে ,
এই নয়নের কোল বেয়ে।
এত ভালোবাসা বাহিরে ফেলিয়া,
এতকাল ছিনু ঘরে!
আজ আমি কোথাও যাবোনা,
দেখি কে আমায় নিয়ে ফেরে ।


কয়েক বছর পরে,
সেই আরণ্য ঘোরে,
যবে আসিয়াছি এইখানে হায়!
দেখি সবকিছু ঠিক আছে,
শুধু সেই আরণ্যখানি নাই।
আমি অথবা অন্য কেউ ,
মহাশূন্যের নিশীম শূন্যতাকে
খানখান করে ,
তোমায় হত্যা করেছি সহসাই !
একদিন যে আমারে দিয়েছিল গান,
কভু সে আজ নাই।
অরণ্য ফেলিয়া এইখানে এক
বিশাল অট্টালিকা,
সবুজ ঘাসের হৃদয়ে নিষ্ঠুর হয়ে
দাড়ায়ে রয়েছে একা ।
জানি এইখানে আছে-
কিছু মৌনতা , আর কিছু পাপ,
তবু যেন বলছে ডেকে -
তোমায় দিলাম শূন্য অভিশাপ ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কবিশহিদুল ধন্যবাদ সবাইকে
রওশন জাহান যদিও রবীন্দ্র প্রভাব লক্ষনীয় . তবু খুব সুন্দর বলতেই হচ্ছে .
উপকুল দেহলভি কবিতাটি খুব ভালো লাগলো; আমার এদিকে একবার ঘুরে যাবার আমন্ত্রণ রইলো. সুন্দর আলোকিত আগামীর দিকে এগিয়ে যান; শুভ কামনা আপনার জন্য.
ইসতিয়াক আহমেদ কবিতার স্বাদ খুঁজে পেলাম। খুব সুন্দর লিখেছেন ।
এম এম এস শাহরিয়ার শুভ কামনা ............................
কবিশহিদুল ধন্যবাদ সবাইকে
সূর্য বিষয়বস্তুর জন্য কবিতা প্রশংসা প্রাপ্য। আমরা প্রকৃতির সাথে না চলে প্রকৃতিকে নষ্ট করছি অবিরত। এই প্লটে আমার এবারের সংখ্যার গল্প "উচ্ছেদ"। সময় হলে পড়ে দেখতে পারো। আর লেখালেখি চলুক অবিরাম ধারায়-------
বাবলু হাওলাদার চমৎকার, খুব ভালো লাগলো, শুভ কামনা রইলো
Hasannirob ভালো লাগলো ,মনে হলো অনেক অচেনা পথ পািড় দিলাম যেখানে কিছু জটিল এবং অহেতুক শব্দ এবং অনেক ভালোলাগা সাথে ছিল

২২ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অভিমান”
কবিতার বিষয় "অভিমান”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৪