মা (আমার মা)

মা (মে ২০১১)

Shuvo
  • ১৮
  • 0
  • ১২৩
এই ভুবনের সবচেয়ে আপন শুধুই একজনা,
সকলে মোরে ভুলিতে পারে সে ভুলিবে না।
জগতের মাঝে সবচেয়ে দামি একটি শব্দ ‘মা’,
মহনীয় তুমি বরণীয় তুমি তুমিই আপনা।
এই ভুবনের সবচেয়ে আপন শুধুই একজনা,
সকলে মোরে ভুলিতে পারে সে ভুলিবে না।
জগতের মাঝে সবচেয়ে দামি একটি শব্দ ‘মা’,
মহনীয় তুমি বরণীয় তুমি তুমিই আপনা।
তোমারই রক্তে তোমারই মাংসে আমারই এ শরীর গড়া,
তোমা হতে এসেছি আমি দেখেছি এ ধরা।
তোমারই দেহে তোমারই খেয়ে বেঁচে ছিলো দেহ মোর,
জন্মের পরে তোমা হাতে খেয়ে জুড়াই এ অন্তর।
প্রথম অন্ন নিজ হাতে মোরে দিয়েছিলে খাইয়ে,
সকল ক্ষুধা মিটিয়েছিলে তুমি ভালবাসা দিয়ে।
তোমার বুকে মাথা রেখে আমি ঘুমিয়েছিলে কত রাত!
ভেঙ্গেছি তোমার ঘুম সকাল রাত্রি কিংবা প্রভাত।
তীব্র শীতে ভিজিয়েছি কোল তবুও নিয়েছ বুকে,
বুকে নিয়ে ঘুমিয়েছো তুমি শত চুম দিয়ে মুখে।
কাঁপা কাঁপা পায়ে প্রথম হেঁটেছি তোমারাই হাত ধরে,
কথনও ঘুরিয়েছি দু’চোখ ফুলিয়ে কোলে কাঁধে চড়ে।
তোমারই কথাতে কথা শিখেছি প্রথম ডেকেছি ‘মা’,
মধ্য রজনীতে জাগিয়ে তোমা ধরেছি কত বাইনা-
চাঁদ, তারা এনে দাও কিংবা গল্প বলো,
বলেছো কাল এনে দেবে সব, এখন ঘুমাতে চলো।
কখনও যদি কেঁদেছি আমি ছুটে এসে নিয়ে বুকে,
কান্না থামাতে চন্দ্র সূর্য পৃথিবী দিয়েছ আমাকে।
কতবার তুমি শিখিয়েছ পড়া ভুলে গেছি সব পরে,
ধৈর্য ধরে শিখিয়েছ তুমি কতনা আদর করে।
সকাল সন্ধ্যা কর ধরে মোরে ঘুরিয়েছ কতবার,
তোমারই কোলে বসে আমি লিখেছি প্রথম অক্ষর।
আমার মাঝে সবকিছু তুমি দিয়েছ উজাড় করে,
অনাদি কাল থাকবে তুমি মোর গভীর অন্তরে।
নিষ্কলঙ্ক কত শুভ্র তুমি শ্রেষ্ঠা এ অবনীর,
তোমারই বুকই আমার কাছে ধরার শ্রেষ্ঠ নীড়।
মায়ের বুকে মাথা রেখে দুঃখ জ্বালা সব যায়,
‘মা’ ছাড়া এ বসুন্ধরায় কেহই আপন নয়।
তাইতো সবাই বেশী করে মায়ের যতন নাও,
অর্থ বিত্তে সুখ নেই তাই মায়ের কাছে যাও।
এ পৃথিবীর মাঝে আমি একটি সত্য জানি,
সবার উপরে সবার ঊর্ধ্বে সে আমার গর্ভধারিণী।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন কিছু কিছু জাগা খুব ভালো হইছে আবার কোথাও আরো ভালো হতে পারতো। দোয়া রইলো আরো ভালো করার।
Masud Moni ভাল লাগলো..ভালো
sakil অসাধারণ খুব ভালো লাগলো .
নিভৃতে স্বপ্নচারী (পিটল) এ পৃথিবীর মাঝে আমি একটি সত্য জানি, সবার উপরে সবার ঊর্ধ্বে সে আমার গর্ভধারিণী। ভাই আমিও তাই জানি অসাধারনেই ভোট করলাম....আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল..
জাহান আক্তার ভালো লাগলো . লিখে যান.
বিন আরফান. সব গুনে গুনাম্বিত মা . আর আপনার কবিতায় তার কিঞ্চিত বাদ পরেনি. তবে ধারাবাহিকতার অভাব ছিল. ভেবে চিনতে যদি ধারাবাহিক ভাবে সাজাতে পারতেন বেশি ভালো লাগত. চালিয়ে যান. শুভ কামনা রইল.

২৩ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪