আদালত পাড়ার সাহেব আলি
ঐ যে এখন থাকে মহাখালি
আছে যে তার টাকায় ভরা সিন্দুক
আর আছে তার একটা গাদা বন্দুক ।
পয়লা বোশেখ মারবে দাও
পান্তা ইলিশ খাবে সোনারগাঁও ।
পরোয়া নেই তার দু চার হাজার
ঘুষের টাকায় চালায় সংসার ।
তোরা পান্তা ইলিশ খা
তোদের তেল চকচকে গা ,
আমরা টাকা কোথায় পাবো ?
আমরা পান্তা পেঁয়াজ খাবো ।।
advertisement