রক্তজবা

প্রিয়ার চাহনি (মে ২০১২)

খোরশেদুল আলম
  • ৪৬
আজ তোমাকে দারূণ মানিয়েছে
আমার হৃদয় পোড়া ছাইয়ের কাজলে,
এ বুকে ঘুণ ধরেছে সেই কবে;
তুমি তো বেশ আছো রক্তে লিপষ্টিক হয়ে
মুখটা ফুটে উঠেছে লাল গোলাপের মতো
পুংমৌমাছির নজরে পড়েই থাকে
যেন অবোধ নিষ্ঠাবান নতজানু কর্মির দল।
যা তোমার চাওয়া।

রক্তজবা হয়ে জন্মেছি বহু আগে আমার মৃত্যুর পরে
ভালবাসি তাই আজো ছায়া দিয়ে যাই,
মাথা নিচু করে রক্ত জবা হয়ে
উপড় থেকে চেয়ে দেখি কৃষ্ণ লীলা
শীতের কুয়াশা ঘেরা চাঁদের আলোতে।

এখনো ঘুণেরা আমার রক্ত পান করে যায়
সুখের পাহাড় গড়বে বলে
কাঁটাচামচ দিয়ে বেড়ে দাও তুমি
ফোঁটা ফোঁটা করে অসংখ্য বর্তনে।

আমার শিরা উপশিরাগুলো দিন দিন
স্থিমিত হয়ে যাচ্ছে রক্ত শুণ্যতায়,
চোখের নজর শুকিয়ে গেছে অনেক আগে
হৃদয় পোড়া ছাই হয়ে দাঁড়িয়ে আছি আজো
তোমার মায়া ভরা চাহনিতে ; থাকি চেয়ে
কখন ফুটবো চোখের কাজল হয়ে?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সেলিনা ইসলাম খুব সুন্দর লিখেছেন ভাল লাগল শুভেচ্ছা কবি
স্বাধীন চমৎকার কবিতা, অনেক ভাল লিখেছেন।
সুমননাহার (সুমি ) কার জন্য পুরেছিলেন খুরশিদ ভাই?কেই বা কাজল পরেছিল সেই চাই দিয়ে?ডুবে ডুবে এত জল খাচ্ছেন হুম তবুও লিখেছেন দারুন.সুভকামনা .
আহমেদ সাবের অসাধারণ কবিতা। আমার পড়া আপনার সব লেখার মধ্যে এটাই শ্রেষ্ঠ বলে আমার মনে হল। দুঃখের আগুনে পোড়া খাটি হীরা।
মিলন বনিক আজ তোমাকে দারূণ মানিয়েছে, আমার হৃদয় পোড়া ছাইয়ের কাজলে..আত্মদহনের অভিব্যক্তিগুলো অসাধারণ..শুভ কামনা...
সিয়াম সোহানূর হৃদয় পোড়া ছাই হয়ে দাঁড়িয়ে আছি আজো তোমার মায়া ভরা চাহনিতে ; থাকি চেয়ে কখন ফুটবো চোখের কাজল হয়ে? -------- অপূর্ব! ধন্যবাদ কবি।
রোদেলা শিশির (লাইজু মনি ) আত্মার আত্ম-কথণ শুনে চমকে উঠেছি .... ! দেখি না . আত্মা নয় .. , ,,.এক জীবন্ত আত্মার বিলাপের বিদেহী সুর ... ! কাজল হবার প্রতিক্ষায় .... ! তার পক্ষ থেকে ... শুভেচ্ছা ও শুভ কামনা অনেক ... !
শাহ আকরাম রিয়াদ ভাল লাগল কবিতাটি/ শুভকামনা রইল।

২২ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪