মা আমার মা

মা (মে ২০১১)

এস আলম
  • ১৩
  • 0
  • ৮৬৮
হাজারো নামে ডাকলে তোমায়
শান্তি নাহি পাই,
মা বলে ডাকলে তোমায়
শান্তি তাতেই পাই ,
চিড়া বলো আর মুড়ি বলো
ভাতের মত না,
খালা বলো আর চাচি বলো
মায়ের মত না ¦
মা ডাকে এত মধু
তা মধুর মধ্যেও নাই,
কেউ তোমায় আম্মা বলে
কেউ বা বলে মাম
এ ডাকতে কেমন মধু
আমি বুঝিনা ¦
মা ডাকে কত মধু
ওরা বুঝেনা মা
মা মা, তুমি আমার নয়ন মনি
তুমি আমার আলোর দিশা ¦
তুমি আমার রাতের প্রদীপ
সকাল সন্ধ্যা বেলা মা
...মা, তুমি আমার মা |
লক্ষ টাকার খাট কিনেছি
নিদ্রা যাব বলে,
অই খাটেতে ঘুম আসেনা মা
তোমার কোলে শুইলে,,,,,
মা, মা.তুমি
আমার মা ¦
তোমার কোলে জন্ম আমার
তোমার কোলেই সব ,
মরণ কালে দেখি যেন তোমার প্রিয় মুখ,,,,,
মা. মা মা ,,,,,,,,,,,,,,,
জন্ম আমার ধন্য
তোমার কোলে আমার জন্ম |
বাংলা আমার মাতৃ ভাষা
এ বাংলায় জন্ম বাংলাতে ডাকি তোমায়
বার বার মা মা আর মা ,,,,,,,,,,,,,,,,,
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মনিরুজ্জামান ভালো ---------------------------------------- ভালো
sakil খুব ভালো হয়েছে বললে কি দোষের কিছু হবে . আমি জানি ভালো হয়েছে , আপনার আরো লেখা চাই
রওশন আলী চিড়া বলো আর মুড়ি বলো / ভাতের মত না, / খালা বলো আর চাচি বলো / মায়ের মত না ¦ / -----ভালো লাগলো কবিতাটি
খোরশেদুল আলম আপনার মনের ভাব প্রকাশ করেছেন এই কবিতায়, কিছু কিছু লাইন //অই খাটেতে ঘুম আসেনা মা /তোমার কোলে শুইলে,,,,, অপূর্ণ রয়ে গেছে, এ গুলো ঠিক হলে কবিতা ভালো হবে।
মেহেদী আল মাহমুদ ভাল হয়েছে তবে কবিতার পেছনে আরো সময় দিন। তাহলে কবিতার মান বাড়বে।

০৫ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪