“কষ্ট তুমি বন্ধু আমার”

কষ্ট (জুন ২০১১)

আশা
  • ৩০
  • 0

ওহে কষ্ট- তুমি বন্ধু আমার
সঙ্গে ছিলে নীরবতার
ঐ ভাবনা পুরের বাসিন্দা
ছিলুম যখন আমি।
ঘুমের রাজ্যে রজনীপুরে
ছিলে তুমি দু’চোখ জুড়ে
শুধু তার-ই জন্যে
বুকটা যখন ছিল মরুভূমি।
আমি জেনেছিনু সেদিন যখন
করিনু হে তব আলিঙ্গন-
তব পরেই ভবপুরে
সুখ দেখিনু আসে।
তাই এ ব্যাকুল হিয়াটা মোর,
নিয়া আসে প্রাণে জোর
নীরবক্ষণে আজো যদি
দেখি তুমি পাশে।
আজো দিবা-রাতি প্রতিক্ষণে
কয়ে বেড়াই মনে মনে
ওহে কষ্ট তুমি ছুঁয়ে যাও
এ হৃদয় আমার।
তুমি হীনা এ জীবনে
সুখ পাখি আগমনে
আর কেহ নেই যে
এ বসুন্ধরার।
তোমারে রাখিয়া দুরে
সুখ শুধু পরপারে
বুঝিনু তা পাড়ি দিয়া
ক্ষাণিকটা পথ।
জীবনের কোনো কালে
যেওনা উড়ে অন্য ডালে
হারাই যদি এ ভূবনের
প্রেমের মহারথ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আশা মোঃ ইকরামুজ্জামান ভাই এবং সোশাসি দুজনকেই কবিতাটি পড়ার জন্যে ধন্যবাদ।
সোশাসি ভালো লাগলো |
মোঃ ইকরামুজ্জামান (বাতেন) মাশালাল্লাহ সুন্দর একটি কবিতা ভালো লাগলো ।
আশা আযহা সুলতান>সূর্য>মিজানুর রহমান ভাইয়া এবং সুমি আপু আপনাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ এবং অকৃত্রিম ভালোবাসা।
সুমননাহার (সুমি ) মাসাল্লাহ ভালো লাগলো তাই ভোট দিলাম
সূর্য ছন্দে একটা ব্যতিক্রম আনার প্রচেষ্টায় ছন্দ/তালটা একটু হোচট খেয়েছে। তোমাকে উপদেশ দেয়ার কিছু নেই, যে খেলতে জানে তার খেলা এমনিতেই ভল হবে। ভালবাসা সংখ্যায় "অসমাপ্ত" নামে আমার একটা কবিতা ছিল সময় হলে একবার পড়ে এসো।
মিজানুর রহমান রানা বুকটা যখন ছিল মরুভূমি। আমি জেনেছিনু সেদিন যখন করিনু হে তব আলিঙ্গন- তব পরেই ভবপুরে সুখ দেখিনু আসে।------------হাল্কা পুরোনো আমলে চলে গিয়েছেন কবিতার ডালি নিয়ে। তবুও ভালো লাগলো। ভোট দিলাম।
Azaha Sultan আশা, ভাল হয়েছে। তবে অনেকটা প্রাচীনের সুবাতাস বইছে...কিছু শব্দ পরিবর্তন করবে...
আশা এমদাদ ভাইয়া, উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

০৫ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪