পালাক্রম

মা (মে ২০১১)

ওয়াছিম
  • ১৮
  • 0
  • ১২৭
দাড়িয়ে আছি শতাব্দীকে সামনে রেখে হাতের পরে,
এক টুকরো দুঃখ আর অশ্রু নিয়ে।
এক খণ্ড জমিনের সামনে এসে
বুক ভেঙ্গে যায়-
সামনের শিমুল গাছকে মনে হয় যেন প্রহরী
কত কালের সাক্ষী সে?
কত কাল ধরে দাড়িয়ে আছে আমার মায়ের পাশে|

মাগো- এ ভাবে ফাঁকি দিলে?
দূর পরবাসে রেখে আমাকে|

সামনের পাহাড়ের দিকে তাকিয়ে থাকি
সমুদ্রের কোল ঘেঁষে বসি
তরঙ্গের পর তরঙ্গ ভেদ করে যে-
ফেনারা ভেসে আসে
আমি আছড়ে পরি তাতে।
ক্লান্ত হয়ে নয়ন জ্বলে ভিজে
আবার আসি ফিরে
তোমার পাশে দাড়িয়ে থাকি,
দাড়িয়ে থাকি শতাব্দীর পর শতাব্দী।
শেষ কবে দেখেছিলাম তোমায়?
কত কাল আগের সেই অরণ্যের কিনারায়।
মাঝে মাঝে ঝরা শিশিরের মত
ঝরে যেতে বড় ইচ্ছা করে।

পৃথিবী চলে তার গতিতে
আমি হারাই সময়ের স্রোতে।

পালা করে দাড়াই দুই বার বছরে
তোমার কবরের পাশে।
মাগো- শিমুল গাছটা কারা যেন কেটে নিয়ে গেছে
মনে হয়-
পৃথিবী অনেক মূল্য, সত্য ভুলে গেছে।
আমার নতুন অস্তিত্ব আমায় নাড়া দেয়,
আমি হারিয়ে যাই নতুনের মাঝে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াছিম আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করি........
আহমেদ সাবের আপনার তিনটা কবিতার মধ্যে এটা সব চেয়ে ভাল। কিছু বাক্য অর্থবোধক হয়নি। যেমন - পৃথিবী অনেক মূল্য, সত্য ভুলে গেছে। একটু যত্ন দরকার সোনা ফলাবার জন্যে। শুভ কামনা থাকলো।
sakil চিরন্তন আবেগ ঘন লেখা . বেশ ভালো হয়েছে . তোমার জন্য শুভো কামনা রইলো
শিশির সিক্ত পল্লব দারুন একটা কবিতা...বেশ ভালো লাগলো....মাগো- শিমুল গাছটা কারা যেন কেটে নিয়ে গেছে.. মনে হয়- পৃথিবী অনেক মূল্য, সত্য ভুলে গেছে.... আমার নতুন অস্তিত্ব আমায় নাড়া দেয়,... আমি হারিয়ে যাই নতুনের মাঝে...........অসাধারণ
শাহ্‌নাজ আক্তার দারুন হযেছে তো ...........
আনিসুর রহমান মানিক মাগো- এ ভাবে ফাঁকি দিলে?-অনেক অনেক ভালো লাগলো / দূর পরবাসে রেখে আমাকে|
ফাতেমা প্রমি অন্ব্ক আবেগ নিয়ে লেখা..ভালো লাগলো..
ওয়াছিম সাইফুল ভাই........... আপনাদর সকলকে ……thanks
মোঃ মুস্তাগীর রহমান শুধ ভালো নয়.........অতি ভালো।তারপরেও কী তোমার কবিতা বছর শেষে,বইয়ের পাতাই রবে!!!
মোঃ শামছুল আরেফিন এতটা আবেগ দিয়ে লিখেছেন জা বর্ণনা করার সাধ্য আমার হবেনা কোনদিন।ওয়াসিম ভাই আপনার মত কবিকে বিজয়ী দেখলে খুব ভাল লাগত।

০৫ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ২৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪