আলেয়া

মুক্তির চেতনা (মার্চ ২০১২)

আহমাদ ইউসুফ
  • ১৭
  • 0
  • ৪৯
আমি ছুটছি আজ
বিপদ সংকুল ভয়ার্ত এক জনপদ দিয়ে,
রুদ্ধ শ্বাসে ছুটছি গন্তব্য লক্ষ্যে।
প্রাণপণে ছুটছি হন্তদন্ত হয়ে।
একটু আশ্রয়ের খোজে, নিদারুণ দুর্দিনে।
দুর্গম কণ্টকাকীর্ণ পথ ধরে,
আমি ছুটছি জনতা লক্ষ্যে।
হিংস্র দানব আমায় তাড়া করে ফিরছে।
মরিয়া হয়ে ছুটছি একটু আশ্রয়ের খোজে।
শ্বাপদ সংকুল দুর্গম পথ দিয়ে।

হঠাৎ দেখি দৃষ্টির শেষ সীমায়
একটা বসতি, একটা ঘর।
বিদ্যুৎ খেলে গেল শরীরে আমার।
যেন ফিরে পেলাম নব যৌবন।
এইতো এসে গেছি, ঐ তো দেখা যায় দ্বীপ জ্বেলে
হয়তো অপেক্ষায় তারা,
তাদের স্বজাতি ফিরে আসবে বলে।
ছুটছি আমি রুদ্ধশ্বাসে
প্রাণপণে ছুটছি হন্তদন্ত হয়ে
একটু আশ্রয়ের খোজে নিদারুণ দুঃসময়ে।
ছুটছি আমি আলেয়ার পিছে
নিষ্ফল চক্রবাকে।

ছুটছি আমি অনন্তকাল ধরে
নিজেরই চারপাশে ব্যর্থ মনস্কামে।
এতক্ষণ আলো ভেবে ছুটছি আমি আলেয়ার পিছে
সবই অলীক, সবই স্বপ্ন হয়েছে আজ অবশেষে।
ব্যর্থই হয়েছি গন্তব্যে পৌছতে
আহ! কি নিদারুণ ভাবে।

ভুল ভেঙ্গেছে আমার
দিক বদলাতে চাই ফের আবার।
আলেয়ার আলো ভেবে আর ছুটতে চাইনা
ঘাঁটে এসে তরী ডোবাতে চাইনা।
সতর্ক হয়েছি আজ
ধুলায় গড়াগড়ি খাচ্ছে যখন আমার অহংতাজ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন সুন্দর হয়েছে কবিতা। তবে শব্দে কবির ভাববার সুযোগ কিন্তু আছে......।
আহমেদ সাবের "ভুল ভেঙ্গেছে আমার / দিক বদলাতে চাই ফের আবার। / আলেয়ার আলো ভেবে আর ছুটতে চাইনা " - আমরা ভুলের চক্রজালে বন্দি। ভুল করি, সেটা শোধরাতে গিয়ে আবার ভুল করি। তবুও, সব সময় কামনা করি যেন ভুলের গর্তে পা না দেই। বেশ ভাল লাগল কবিতা।
জহির উদ্দিন মোহাম্মেদ babar মরিয়া হয়ে ছুটছি একটু আশ্রয়ের খোজে। শ্বাপদ সংকুল দুর্গম পথ দিয়ে। -খৃব ভালো হয়েছে। চালিয়ে যান।
নিলাঞ্জনা নীল অনন্য কবিতা.........!!!
Abu Umar Saifullah অপূর্ব ও চমত্কার
জালাল উদ্দিন মুহম্মদ ভুল ভেঙ্গেছে আমার দিক বদলাতে চাই ফের আবার। আলেয়ার আলো ভেবে আর ছুটতে চাইনা ঘাঁটে এসে তরী ডোবাতে চাইনা। সতর্ক হয়েছি আজ ধুলায় গড়াগড়ি খাচ্ছে যখন আমার অহংতাজ। // ----------- চমতকার কবিতা। ভাল লেগেছে বেশ। শুভকামনা কবি।

২২ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪