যেদিন জানাবে তোমার ঠিকানা

বন্ধু (জুলাই ২০১১)

কাজী Rafi
  • ২৪
  • 0
  • ১৮
অ−নেকবার গি−য়ছি তোমার কা−ছ, হেঁ−টছি
অাকীর্ণ এক পথ বার বার । কত যে বার
কতবার গি−য়ছি তোমার কা−ছ, যত না সশরী−র অার
পা−য় হেঁ−ট, তারচে−য় অ−নক বেশী ম−ন ম−ন ।
অ−নকবার শরী−র বৃষ্টি অার ম−ন শ্যাওলা মে−খ
বনকুসু−মর টলমল ঝ−র পড়া পাতা মাড়ি−য়
লক্ষ্মী−পঁচা−ক সাক্ষী মে−ন কতবার গি−য়ছি তোমার কা−ছ
তোমার সেই ফসিল চোখ, সমাজ-সংসার, অাভিজা−ত্যর
−মাড়−ক মোড়া−না মিথ্যা চো−খর চাহনি ।
কতবার গি−য়ছি তোমার কা−ছ, গা−য় চটচ−ট গেরতয়া
ঘা−সর গন্ধ মে−খ, চো−খ বৃষ্টি-−ফাটার অজস্র
স্নিগ্ধ শামততা নি−য়, মৌমাছির হু−লর কামড় খে−য়
অ−নকবার গি−য়ছি তোমার কা−ছ । মা−ঝ মা−ঝ সাঁ−ঝর
নিষ্প্রভ অা−লায়, একটি মাষন নক্ষষন−ক সাক্ষী রে−খ ।
−তামার সেই ম−নর দেওয়াল, ঝলমলে বাসতবতা অার
টিভি সিরিয়াল, হলিউ−ডর উন্মাদ গিটার, ঠোঁ−টর
ফাঁ−ক ফাঁ−ক ছলনার মিষ্টি ঝিলিক, স্বপণহীন স্বপণতা ।
অ−নকবার গি−য়ছি তোমার কা−ছ, ত্ব−ক তোমার
তখ−না ধ−রনি কলক−ল রঙ, কত যে বার দে−খছি
−তামায় লুকি−য় লুকি−য় । জগৎ মাতা−না তোমার ঘ্রা−ণ
অাকুল অাকা−শর পর অাকাশ, অাকা−শর
পর ঐ যে পদ্মপাতার পুকুর, অামি কতবার গি−য়ছি
−তামার চো−খর পাতার পাঁপড়িময় মা−ঠ মা−ঠ ।
−তামার সেই নতুন পৃথিবীর গল্প, কবিতা নেই
−নই গোলা−পর কোর−ক মোড়া লজ্জার অভি−যাজন
তোমার ঘ−রর অা−লার অসিহরতা, রাজনীতি না−মর
পক্ষপাতি−ত্বর সমএাস..........
তুমি তো জা−না না অামি কতবার গি−য়ছি মেঘ অার
ব−জ্রর অা−লা নি−য় তোমার কা−ছ । তুমি শুধু জা−না না
অামি অ−নকবার হুদ−য় ধারণ ক−রছি অাম-মুকু−লর মগ্ণতা
প্রকৃতির পরিপর্ণূ সবুজ, শুধু তোমার জন্য ।
তুমি শুধু জা−না না তোমার ত্ব−কর কলক−ল রঙ−ক
ভরাব ব−ল কতবার হাত পে−তছি হুলফুটা−না ভ্রম−রর
কা−ছ, কলার−থা−ড়র কা−ছ কতবার প্রার্থনায় এই
আমি কণÑর্ শ−ষ্যর রস চম্বু ন ক−র খে−য়ছি
শুধু তোমার জন্য ।
তুমি শুধু জা−নানা হুদ−য়র মাটি কতবার লাঙ−লর
ফলা দি−য় চ−ষছি নি−জ−ক উর্বর কর−ত, কতবার
মণানমু−খ অায়ত-অাঁধা−র দাঁড়ি−য় থে−কছি কব−রর
পর তুমি শুধু জা−না না ........
−যদিন জান−ব তোমার সত্যিকার ঠিকানা, ততদি−ন অামি
ফসিল হ−য় যাব, দেখ−ব অামার নিষ্পাপ পা−য়র দাগ
প−ড় অা−ছ অাশ্বিন থে−ক অাষা−ঢ়, বর্ষার মাঠ থে−ক
−গাধূলীর অাকা−শ ।
−যদিন জান−ব তোমার ঠিকানা, দেখ−ব একখন্ড কাফ−ন
−মাড়া কব−রর পর কবর, বর্ষা−ভজা কলক−ল সবুজ
−গর−সহর ঘ−রর পর ঘর, প−ড় অা−ছ ভাঙ্গা-পাল্কী
দিগম ত পেরি−য় ফি−র যা−μছ এক অবুঝ বাউল ।
−যদিন জান−ব তোমার ঠিকানা দেখ−ব জে−গ অা−ছ সাঁ−ঝর
একটি নক্ষষন যার নিষ্প্রভ অা−লার নী−চ কুয়াশায়
কাঁপা কাঁপা হা−ত, লক্ষী−পঁচা−ক সাক্ষী মে−ন মিছামিছি
−তামা−ক গ্রহণ ক−রছিলাম .......
তুমি অামার জীব−নর একমাষন অবলম্বন ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী Rafi অনেক অনেক ...অনেক ধন্যবাদ
শাহ্‌নাজ আক্তার পড়তে পারলামনা ,, আফসোস ..........
প্রজাপতি মন মনে হচ্ছে অনেক সুন্দর একটা কবিতা শুধু ফরম্যাট বিভ্রান্তির জন্য আমরা মিস করে ফেললাম। প্লিজ ভবিষ্যতে লেখা জমা দেয়ার সময় সতর্ক থাকবেন।
উপকুল দেহলভি পড়তে অসুবিধা হলো, হইতো ভালো হয়েছিল, এগিয়ে যান আলোকিত আগামীর পথে, শুভ কামনা রইলো.
এফ, আই , জুয়েল # জীবনে এই প্রথম পেলাম,-- বাপের বেটার মত কবিতা ।good
ঘাসফুল কিছুই পাইন্ড আউট করতে পারলাম না।
বিন আরফান. স্যার এত পরিশ্রম করে লিখেন কিন্তু জমা দেন কোন ফন্টে ? মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করে ফাইলটি ব্রাউজ করে জমা দেবেন. এতে আপনার প্রতিভা গল্প কবিতার অনেকেই বুঝতে হিমশিম খাচ্ছে. যদিও আমি জানি আপনি গুনি একজন লেখক.
AMINA `ফসিল চোখ!"--সুন্দর। আপনার কবিতাটি মনে হচ্ছে বেশ উপভোগ্য!কিন্তু টাইপিং ইররের জন্য পড়ে শেষ করতে পারলামনা।

০৪ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪