বৃষ্টির দিনে কবিতা

বৃষ্টি (আগষ্ট ২০১২)

স্বাগত সজীব N/A
  • ১৫
  • 0
  • ১৩
আজ আকাশ বর্ষনের জন্য প্রস্তুত;
মেঘের প্রতিটি নড়াচড়া, প্রতিটি রঙ বদল,
আমি গুরুত্বের সাথে দেখি,
টুকে রাখি কবিতার আদলে।
আর এমনভাবে তাকিয়ে-
যেন এক একটি বৃষ্টির ফোঁটা,
আকাশ থেকে নেমে আসা মাত্র,
কলমে নিয়ে ঢেলে দেব কবিতাতে।

আমি কবি, ঘুরেফিরে একই কথা বলি;
কিছুতেই কথা কয়টি পূর্ণ্য হয়না,
যদি ধরে নাও কথাগুলো কবিতা,
আমি বলি, অল্প কিছু কথা গুছিয়ে লেখার চেষ্টা।
লিখতে লিখতে হেমন্ত, লিখতে লিখতে বর্ষা;
আমার সমস্ত কবিতায় কিছু কথার পূণরাবৃত্তি।
সেই শুরু থেকে বলছি, এখনও বলছি-
যতদিন এই পৃথিবীতে মানুষ থাকবে,
মানুষের দয়াদ্র হৃদয় কামনা করে যাব;
যতদিন মানুষ থাকবে,
নৈতিক শিক্ষায় শিক্ষিত সমাজ কামনা করে যাব।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জাফর পাঠাণ পুতঃপবিত্র কামনার মাধ্যমে সাজিয়েছেন কবিতাটি ।পবিত্র আমেজ পেলাম।মোবারকবাদ কবিকে ।
আহমেদ সাবের শুধু আপনার নয়, সবারই কবিতায় থাকে "কিছু কথার পুনরাবৃত্তি"। একটা সুন্দর ইচ্ছা "নৈতিক শিক্ষায় শিক্ষিত সমাজ কামনা করে যাব" দিয়ে কবিতার সমাপ্তি। বেশ ভাল লেগেছে কবিতা।
তানি হক যতদিন এই পৃথিবীতে মানুষ থাকবে, মানুষের দয়াদ্র হৃদয় কামনা করে যাব; যতদিন মানুষ থাকবে, নৈতিক শিক্ষায় শিক্ষিত সমাজ কামনা করে যাব।......সুন্দর ভাবনা সুন্দর কামনা ...ধন্যবাদ
মিলন বনিক আমি বলি, অল্প কিছু কথা গুছিয়ে লেখার চেষ্টা। সুন্দর অনুভুতি...খুব ভালো লাগলো...
রোদের ছায়া সুন্দর কবিতা , একটু অন্য রকম ভাবনা , কিন্তু শেষ তিনটি লাইন কবিতাকে একটু অস্পষ্ট করে ফেলেছে ''মানুষের দয়াদ্র হৃদয় কামনা করে যাব; যতদিন মানুষ থাকবে, নৈতিক শিক্ষায় শিক্ষিত সমাজ কামনা করে যাব। '' এখানে কি কামনা করবে সেটা আমি ঠিক বুঝতে পারলাম না । এগিয়ে যাক আপনার কবিতা লেখা ।
অষ্টবসু seser dike kabitati kon dike gelo thik bujte parlam na(ekantai amar mat) subecha
Jontitu আপনিতো বেশ ভালো লিখেন। ভালো লাগলো।
দিপা নূরী আমি কবি, ঘুরেফিরে একই কথা বলি; কিছুতেই কথা কয়টি পূর্ণ্য হয়না, ....... সুন্দর কবিতা।
আরমান হায়দার আমি কবি, ঘুরেফিরে একই কথা বলি; কিছুতেই কথা কয়টি পূর্ণ্য হয়না,///// ভাল লিখেছেন।

২২ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪