বাবা

বাবা (জুন ২০১২)

স্বাগত সজীব N/A
  • ১৯
ক্লাসের ফাঁকে বন্ধুর সাথে মিল খোঁজা,
ক্ষণিক বসে, ক্ষণিক হেঁটে আড্ডা টেনে নেয়া,
প্রতিদিন এইতো রুটিন, প্রাণে সুর বাজে না।
মুখোশের এ সংসারে - জয়ী হতে চায় সকলে;
দে দৌড় - ছুটতে ছুটতে হাঁপিয়ে গেলে।
দুচোখ বুজে, পৃথিবী ভুলে খুঁজি তোমাকে;
ভাবি সম্মুখে বাবা তুমি দাড়িয়ে,
তাকিয়ে আমার দিকে।
বাবা আমার ঘর্মাক্ত অবয়বে,
এক ঝলক সজীব বাতাস;
বাবা মানে উদার আকাশ,
আচ্ছন্ন পৃথিবীতে মুক্তির আশ্বাস।

বাবা মানে জীবন বোধের আলো;
নিজেকে জানো, সহজ হয়ে চলো।
যখনই বাবাকে দেখি, বুকে জড়িয়ে ধরি;
পলকে আমি আমার চেয়ে বেশী।
এই বুকে আমি বড় হয়েছি,
জানি এতেই মুক্তি।
বাবা আমার সিঁড়ির পরে সিঁড়ি, পথের পরে পথ,
পথহারা ভ্রান্ত সময়ে বিশ্বস্ত রথ;
বাবা আমার সব।
বাবা আমার এই পৃথিবী, বাবা মুক্ত জলাশয়,
বাবা আমার সকল খুশি;
যেদিকে দেখি জীবনব্যপি বাবা তোমার উপস্থিতি,
বাবা আমি তোমায় ভালবাসি।

মোবাইল প্রয়োজনীয় তাই যন্ত্রণা পোষা,
ফেইসবুক-গুগুল'এ মন আর ভরেনা,
এভাবে কিছুই যখন ভাল লাগেনা,
দুচোখ বুজে, পৃথিবী ভুলে খুঁজি তোমাকে;
ভাবি সম্মুখে আমার বাবা,
আমার অতি সাধারণ বাবা;
সমৃদ্ধ হৃদয় দিয়ে ঢাকে সময়ের দৈনতা,
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
sraboni ahmed চমৎকার লিখেছেন।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি বাবা আমার ঘর্মাক্ত অবয়বে, এক ঝলক সজীব বাতাস; বাবা মানে উদার আকাশ, আচ্ছন্ন পৃথিবীতে মুক্তির আশ্বাস। // khub valo laglo .....a koyti line er onuvuti ..............
স্বাধীন মোবাইল প্রয়োজনীয় তাই যন্ত্রণা পোষা, দারুন বলেছেন। নিশ্চয়ই আমরা প্রয়োজনে যন্ত্রনা পুষে থািক। কবিতা ভাল লাগল।
প্রিয়ম অনেক ভালো লাগলো আমার |
আহমেদ সাবের কবির অন্তরের গভীরতায়, একজন সাধারণ বাবার অসাধারণ হয়ে উঠার কবিতা। বেশ ভাল লাগল।
অজয় মুখোশের এ সংসারে - জয়ী হতে চায় সকলে; দে দৌড় - ছুটতে ছুটতে হাঁপিয়ে গেলে। দুচোখ বুজে, পৃথিবী ভুলে খুঁজি তোমাকে; অনেক ভালো লাগলো ধন্যবাদ
প্রজ্ঞা মৌসুমী "সমৃদ্ধ হৃদয়" সুন্দর বললেনতো. যে বাবা সন্তানের ভিতরে এত গভীরভাবে থাকে যায় সেই বাবাকেতো 'অতি সাধারণ বাবা' বলা যায়না... "যন্ত্রণা পোষা" কথাটা ভালো লাগলো. এরকম আরোকিছু শব্দের কাজ... সব মিলিয়ে কবিতা ভালো লাগলো.
জালাল উদ্দিন মুহম্মদ বাবা আমার সিঁড়ির পরে সিঁড়ি, পথের পরে পথ, পথহারা ভ্রান্ত সময়ে বিশ্বস্ত রথ; // ভাল লেগেছে বেশ। শুভকামনা।

২২ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪