তপনের চায়ের দোকান

শুন্যতা (অক্টোবর ২০১৩)

নিভৃতে স্বপ্নচারী (পিটল)
  • ১০
পৃথিবীর আপন গতি
তপনের চায়ের দোকান, এলোমেলো আড্ডা
যায় না বোঝা কারও মতিগতি।
শ্রাবণ আজ দুয়ারে
ছড়ায় সুবাস কদমের শাখে
বৃষ্টির ছটা, টিনের চালের ফাটা
ভিজিয়ে যায়, আমার হৃদয়
ভিজি সবাই, এক দোকানের তলায়।
ভিন্ন অনুভূতি, ভিন্ন সবার সুখের স্মৃতি।
সময়ের স্রোতে থেকে যায় বন্ধুত্ব
দূরে যায় বন্ধু,
দূর হতে দূর হিমায়ল কিবা সিন্ধু।
আপনারে নিয়ে ব্যস্ত সময়।
তবু নিশিথে, মনের গহীনে বেজে যায় বেদনার সুর,
বন্ধু তোরা আজ কই, কেন এত দূর?

একদিন চলে যায় এই সময়
আসে নতুন মুখ, ভিড়ে যায় নতুনের আড্ডায়।
সময় থাকে না বসে,
হাসি মুখে নতুন অথিতি আসে।
আপন খেয়ালে চলা জীবন
তবু থেকে যায় চা আর তপন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক একদিন চলে যায় এই সময় আসে নতুন মুখ, ভিড়ে যায় নতুনের আড্ডায়। সময় থাকে না বসে, হাসি মুখে নতুন অথিতি আসে। আপন খেয়ালে চলা জীবন তবু থেকে যায় চা আর তপন। - ... আপনার কবিতা সব সময় খুব ভালো লাগে ।। এই কবিতাও খুব খুব ভালো লাগলো । আপনাকে ধন্যবাদ ।
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগলো । শারদীয়া ও ঈদের প্রীতি ও শুভেচ্ছা ।
সূর্য স্মৃতিকাতরতার সুন্দর কাব্য, ভালো লাগলো।
হিমেল চৌধুরী নিশিথে, মনের গহীনে বেজে যায় বেদনার সুর, বন্ধু তোরা আজ কই, কেন এত দূর?............ বন্ধুদের কাছে নাপেয়ে হয় শূন্যতা। কবিতা ভালো লাগলো।
জাকিয়া জেসমিন যূথী ভালো লাগলো। এত সুন্দর ভাবনা কেন ভাবতে পারলাম না! পারলে এভাবে আমিও লিখতে পারতাম একটা কবিতা। :)

০৩ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪