কতকাল তোরে দেখিনি মা ।

মা (মে ২০১১)

ম্যারিনা নাসরিন সীমা
  • ৮৫
  • ১২
কতকাল ! যেন কত শত কাল পার হল মা ,
দেখিনি তোরে দুচোখ ভরে ।
শহরের এই ব্যস্ত কোলাহলে ,
ইট পাথরের জটিল মন্দিরে ,
যেদিকে চাই শুন্যতা আর হাহাকার ;
যেন শুধুই আঁধার ,
কোথায় গেলে পাই মা তোরে ?

ঐ দূর শুন্যলোকে নিকষ কালো মেঘ জমেছে ,
তোর সব কষ্ট কি মা জোট বেধেছে
এমনি করে ?
এখনি কি মা পড়বে ঝরে , উদাসী তোর নয়ন গলে ,
বিন্দু বিন্দু কষ্ট গুলো ,
ফোঁটায় ফোঁটায় বৃষ্টি হয়ে ।

এখনো যখন মাতাল হাওয়ায় ,
মন ছুটে যায় কিসের ব্যথায় ,
প্রিয় মোর ছোট্ট গাঁয়ে ।
চুল কি মা তোর তেমনি ওড়ে ?
তেমনি করে বাতাস খেলে ,
আঁচলে তোর নির্ভাবনায় ?

যখন যাই রসুই ঘরে ,
তোর কথা মাগো মনে পড়ে ।
এখনো কি তুই চুলোর ধারে ,
আনমনে মা থাকিস বসে ?
এখনো কি তোর মুখখানি মা
রাঙা দেখায় সেই আগুনের রক্তিম আভায় ?
তোর হাতের রুপোর বালা
এখনো কি মা তোরে সাজায় ?

এখনো যখন রাত নিঝুম হয় ,
দূরে কোথায় হাঁক ছাড়ে
পাড়ার কোন চৌকিদার ।
গলির ধারের নেড়ি কুকুরটার
ঘেউ ঘেউ আর্তনাদ ।
আমার পাঁজরে তখন হাতুড়ির শব্দ ।
মাগো তোর দীর্ঘশ্বাস বুঝি
আজ আমার বুকের স্পন্দন ।

কবে ? আর কতকাল পরে ?
মাগো আমি দেখব তোরে ।
এখন আমি সবই বুঝি , মা ।
তোর হৃদয়ের সকল ব্যথা ।
জানিস না মা ,
মা হয়েছে আজ ছোট্ট সে তোর আত্মজা ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন দিদি,সত্যিই মন ছুয়ে গেল।অভিনন্দন রইল।
ম্যারিনা নাসরিন সীমা যে সকল বন্ধুরা আমার লেখা কবিতা পড়েছেন , সুন্দর সুন্দর কমেন্ট করেছেন ,সমালোচনা করেছেন , তাঁদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । আপনাদের সমালোচনা , উৎসাহ আমকে নিসন্দেহে আরও ভাল করার অনুপ্রেরনা যোগাবে । আগামি সংখ্যার কবিতা পড়ার আমন্ত্রণ রইল ।
সেলিনা ইসলাম কবিতাটা পড়ে আমার মনের কথাগুলোর প্রতিধ্বনি শুনতে পেলাম / সুতরং আপনার লেখাটা জীবন পেয়েছে মানে স্বার্থক নি:সন্দেহে /অনেক শুভো কামনা ভবিষ্যতে আরো লেখা পাব ইনশাল্লাহ /আল্লাহ হাফেজ
sumon miah বিন্দু বিন্দু কষ্ট গুলো , ফোঁটায় ফোঁটায় বৃষ্টি হয় ।মাগো তোমার দোয়া থাকলে পাশে ......কষ্ট কে আজ করবো জয় । সত্যিই আপনার কবিতা সুন্দর হয়েছে .........
এস, এম, ফজলুল হাসান আমার দৃষ্টিতে মা সংখ্যার সেরা গল্প-কবিতা গুলি হলো (১) প্রথম : # সাত মা # লেখক : মামুন ম.আজিজ , (২) দ্বিতীয় : # ভিখারিনী মা # কবি : Oshamajik , (৩) তৃতীয় : # আমার ভালোবাসার ফুল মায়ের হাতে দেব # কবি : মোহাম্মদ অয়েজুল হক জীবন , (৪) চতুর্থ : # মা # কবি : Khondaker Nahid Hossain , (৫) পঞ্চম : # ২০০০০০০০৯৭ সালের মা # লেখক : মাহাতাব রশীদ (অতুল) , আমার দৃষ্টিতে বিজয়ীদের বলছি , " আপনারা গল্প-কবিতা থেকে বিজয়ী হবেন কিনা তা জানি না তবে , আমার অন্তর থেকে রইলো আপনাদের জন্য বিজয়ী শুভেচ্ছা , ধন্যবাদ সকলকে " ,,
নাজমুল হাসান নিরো দু' এক জায়গায় সামান্য একটু তাল কাটলেও অসম্ভব ছন্দময় গদ্যকবিতা। আর মাকে নিয়ে ভাবনার ব্যতিক্রমতা প্রশংসার দাবিদার।
Azaha Sultan সুন্দর তো বটে, তবে জীবন থেকে হারিয়ে গেলে আর দেখা মিলার সম্ভব না। তোমার লেখনি সুন্দর...আরও সুন্দর হোক...ধন্যবাদ
রাজিয়া সুলতানা আমার বড় আপুর নামও সীমা,আপু আপনার পবিত্র এই অমলিন মিষ্টি হাসিটার মতই আপনার কবিতা টাও অপূর্ব হয়েছে.....অনেক আবেগময় বক্তব্যধর্মী এক লেখা .........অনেক শুভকামনা রইলো........আপু আমার কবিতা ৩ টি আপনার সুগঠিত মন্তব্যসহ পড়ার আমন্ত্রণ রইলো.........যদিও খুব সাধারণ কিছু লেখা আমার ..
ম্যারিনা নাসরিন সীমা শাহরিয়ার , অনেক অনেক ধন্যবাদ বন্ধু । কিন্তু এত দেরী হল কেন ভাই !

০৩ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী