কষ্ট

কষ্ট (জুন ২০১১)

Azaha Sultan
  • ২৬
  • 0
  • ১৩
তুমি চলে গেলে-
এমনি চলে যেতে হয় জানি।
কিন্তু, এভাবে-অকালে-অকারণে-
তুমি চলে গেলে!
আবার নিঃস্ব হল পৃথিবী-
শোকের করিডোরে দাঁড়িয়ে শুনি আর্তনাদ-
কাঁদিছে ব্যথিত আকাশ-অবকাশ নাই-
অঝর ধারায় ঝরিছে ঝরঝর
বেদনার স্বচ্ছ শিশির-দুঃখের করুণাশ্রু-
আমি তোমার আত্মার আত্নীয়-
অনাত্মীয় করে গেলে সবে!
কামনার কুয়াশায় যদি আবার তোমায় খোঁজে পাই-
আবার যদি দেখা মিলে তোমার-
আবার যদি আস তুমি ফিরে-
আবার যদি যেতে না হয়-
আবার যদি সুখে ডাঙ্গায় হয় তোমার বসবাস-
বালিকার বেশে- বিদায়াঞ্চল যদি উঠে না গায়-
চিরদিন যদি রয়ে যাও তবে-
এ বনানীর দেশে-সবুজ ঘাসে-
পৃথিবীর সব যাত্রিক যদি ফিরে আসে ঘরে-
তবে বিধাতাকে ধন্যবাদ- সহস্র নমস্কার-
কিন্তু, সে কি হয়! হয়েছে কি কভু পূজকের জয়?
আমিও যেতে হবে তায়
আজ তুমি-কাল আমি-
এভাবে চক্রবাকে আসি থেমে যেতে হবে আবার
দুনিয়ার ধন-বাদশাহি নিকেতন রেখে যেতে হবে আবার
রিক্ত করদ্বয় রইবে মুক্ত হয়ে
শত চেষ্টায় মুষ্টি বাঁধন যুক্ত সাধন হবে না কোনও শ্রমে;
সাথি হবে না কোনও রাত্রির আনন্দের ফসল
শুধু যাবে উত্তম-যাবে গুণকীর্তন
যা কামাই হয়েছে- জীবন কড়ি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্যসেন রায় আপনি কবিতার অনেকগুলো বই প্রকাশ করছেন ।তাই আপনাকে কি বলব!আধুনিক কবিতা হিসেবে ঠিক আছে ।কিন্তু......৫আপনি কবিতার অনেকগুলো বই প্রকাশ করছেন ।তাই আপনাকে কি বলব!আধুনিক কবিতা হিসেবে ঠিক আছে ।কিন্তু......৫
Azaha Sultan বন্ধুদের সবাইকে অনেক ধন্যবাদ এবং সঙ্গে সঙ্গে দুঃখপ্রকাশ করছি এ জন্যে--সব লিখা তো আমার দ্বারা পড়া সম্ভবও নয়, কারণ, আমার শিরপীড়া ও চোখের কিছু সমস্যাহেতু বেশিক্ষণ পাঠ করা সম্ভব হচ্ছে না। যাদের লিখাগুলো পড়তে পারলাম না তাদের নিকট ব্যথিতচিত্তে ক্ষমা প্রার্থনা করছি...দৈনিক এক-দুই লিখা থেকে অধিক পড়তে যে পারি নি...তাই...
কথাকলি অসাধারণ লিখলেন।
sumon miah অনেক ভাল হইছে ্‌্‌্‌্‌্‌,
মোঃ ইকরামুজ্জামান (বাতেন) মারহাবা সুন্দর একটি কবিতা পড়লাম < ভালই হয়েছে , বিশেষ করে ((আজ তুমি-কাল আমি- এভাবে চক্রবাকে আসি থেমে যেতে হবে আবার দুনিয়ার ধন-বাদশাহি নিকেতন রেখে যেতে হবে আবার রিক্ত করদ্বয় রইবে মুক্ত হয়ে শত চেষ্টায় মুষ্টি বাঁধন যুক্ত সাধন হবে না কোনও শ্রমে; সাথি হবে না কোনও রাত্রির আনন্দের ফসল শুধু যাবে উত্তম-যাবে গুণকীর্তন যা কামাই হয়েছে- জীবন কড়ি।)) এই চরণ গুলো। ধন্যবাদ
মোঃ আক্তারুজ্জামান সুন্দর লিখেছেন| অনেক অনেক শুভো কামনা রইলো|
মু : আলাউদ্দীন ওয়াও! অনেক সুন্দর।
খোরশেদুল আলম কিন্তু, সে কি হয়! হয়েছে কি কভু পূজকের জয়?// লাইনটি - না তা হয়নি কোনদিন আর হবেনা। দু'টি কবিতা (আগে একটি পড়েছি) একি বিষয়ের উপর লেখা একি ব্যথায় ব্যথিত, এই কবিতাটিও খুব ভালোলাগলো।
sakil ভালো হয়েছে , শব্দের খেলা গুলো ভালো লেগেছে এছাড়া আপনার লেখার হাত ভালো সুতরাং নিয়মিত লিখতে থাকবেন , শুভকামনা রইলো .
Azaha Sultan সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ...এ ছাড়া তো আর কিছু দিবার নেই বন্ধুগণ!

০২ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৭৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪